সাভার প্রতিনিধি
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৬, ০৯:০২ এএম
অনলাইন সংস্করণ

সাভারে শীতার্ত মানুষের পাশে বিএনপি

সাভারে তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ। ছবি : কালবেলা
সাভারে তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ। ছবি : কালবেলা

তীব্র শীত উপেক্ষা করে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঢাকার সাভারে গরিব, অসহায় ও দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মানবিক এই কর্মসূচির আয়োজন করা হয় ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলার লায়ন মো. খোরশেদ আলমের ব্যক্তিগত উদ্যোগে। কর্মসূচিতে ৮ হাজার কম্বল বিতরণ করা হয়।

মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে সাভার পৌর এলাকার রেডিও কলোনি শহীদ মজনু একাডেমি (স্কুল) মাঠে অনুষ্ঠিত এ শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। শীতের কনকনে ঠান্ডার মধ্যেও এদিন মাঠজুড়ে সাধারণ মানুষের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাভার পৌর বিএনপির নেতা ও মেয়র প্রার্থী লায়ন মো. খোরশেদ আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার পৌরসভার সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈনউদ্দিন বিপ্লব। অনুষ্ঠানে শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন অতিথিরা।

সভাপতির বক্তব্যে লায়ন মো. খোরশেদ আলম বলেন, বিএনপি সবসময়ই মানুষের দুঃখ-কষ্টে পাশে থেকেছে। শীতের এই কঠিন সময়ে অসহায় মানুষের মুখে একটু হাসি ফোটানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, শীতের পুরো মৌসুমজুড়েই এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে এবং বিএনপি মানুষের পাশে থেকে সামাজিক দায়বদ্ধতা পালন করবে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে খোরশেদ আলম বলেন, বিএনপির পক্ষে যে পরিমাণ গণজোয়ার দেখছি, এবার সুষ্ঠু নির্বাচন হলে সাভারে ধানের শীষের প্রার্থী দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু অন্তত চার থেকে পাঁচ লাখ ভোটের ব্যবধানে বিজয়ী হবে।

প্রধান অতিথির বক্তব্যে দেওয়ান মঈনউদ্দিন বিপ্লব বলেন, দেশের দুঃসময়ে বিএনপি সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছে। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রমের মধ্য দিয়েই দলের দায়িত্ববোধের পরিচয় পাওয়া যায়। শীতার্ত মানুষের কষ্ট লাঘবে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয় এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন সাভার পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান মাসুম, পৌর বিএনপি নেতা খান মজলিশ বাবু, সাভার পৌর ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলার প্রার্থী ইয়ার রহমান উজ্জ্বল, ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলার প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চুসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

পুরো অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সঞ্চালনা করেন সাভার পৌর ছাত্রদল নেতা তাজ খান নাঈম। শীতবস্ত্র বিতরণ শেষে উপকারভোগী শীতার্ত মানুষরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানি গণমাধ্যমের দাবি / বাংলাদেশ না গেলে পাকিস্তানও বিশ্বকাপ বয়কট করতে পারে

জনগণের সরকার গঠনের অঙ্গীকারে গণসংযোগ শুরু ইশরাকের

তারেক রহমানকে বরণ করে নিতে প্রস্তুত মৌলভীবাজার

জোট নেতাদের সঙ্গে নিয়ে ভোটের মাঠে মঞ্জু

নির্বাচনের আগেই একটি দল ঠকাচ্ছে : তারেক রহমান

আমরা না থাকলে সবাই জার্মান ভাষায় কথা বলত: ট্রাম্প

পুরো আসরজুড়ে ব্যর্থ মিরাজের পারফরম্যান্স নিয়ে মুখ খুললেন সিলেট কোচ

অফিসে রাগ নিয়ন্ত্রণে রাখুন সহজ কিছু উপায়

এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির মুখ্য সমন্বয়কারী তারিকুল

সিলেটে বিএনপির জনসভায় অসুস্থ হয়ে পড়েছেন ৪ নেতাকর্মী

১০

উন্নয়নের নামে জনগণের সম্পদ লুট করে বিদেশে পাচার হয়েছে : তারেক রহমান

১১

হাদির কবর জিয়ারতের মধ্য দিয়ে এনসিপির নির্বাচনী প্রচার শুরু

১২

বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশের কড়া সমালোচনা সাবেক ভারতীয় তারকার

১৩

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স / রোগী দেখার পাশাপাশি গণভোটের প্রচারে চিকিৎসকরা

১৪

জুলাই যোদ্ধার কবর জিয়ারতের মাধ্যমে জামায়াত প্রার্থীর প্রচারণা শুরু

১৫

রাঙামাটিতে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

১৬

তরুণদের সঙ্গে মতবিনিময়ে তারেক রহমান / ৪ কোটি নারীর হাতে থাকবে ফ্যামিলি কার্ড

১৭

৪১৯ উপজেলায় ভর্তুকি মূল্যে চাল বিক্রি শুরু, কেজিপ্রতি কত

১৮

সিলেটে জনসভায় যোগ দিলেন তারেক রহমান

১৯

এবার আপিলে যাচ্ছেন বিএনপির মঞ্জুরুল আহসান মুন্সী

২০
X