নাটোর শহরতলীর গুনারিগ্রামে বাড়িতে অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পর্শে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। গতকাল রোববার এ ঘটনা ঘটে। নিহতরা হলেন শুকুর আলী (৪০) ও তার ছেলে শুভ (১৫)।
স্থানীয় আখের আলী জানান, রোববার বিকেল ৫টার দিকে শুকুরের স্ত্রীর চিৎকারে এগিয়ে আসে প্রতিবেশীরা। বাড়ির ভেতরে ঢুকে দেখে অটোরিকশার চার্জারের তারে আটকে মাটিতে পড়ে আছেন শুকুর ও তার ছেলে। পরে বিদ্যুৎ লাইন বন্ধ করে তাদের উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নাটোর সদর থানার ওসি নাসিম আহমেদ জানান, অটোরিকশা চার্জ দিতে গিয়ে গুনারি গ্রামের শুকুর ও তার ছেলে নিহত হয়েছেন। ঘটনা তদন্তে পুলিশ পাঠানো হয়েছে।
মন্তব্য করুন