

গ্রিনল্যান্ডকে ঘিরে হঠাৎ করেই উত্তপ্ত হয়ে উঠেছে বিশ্ব রাজনীতি। পরিস্থিতির গুরুত্ব বুঝে ডেনমার্ক ইতোমধ্যেই সেখানে পাঠিয়েছে তাদের সেনাবহর।
স্বায়ত্তশাসিত অঞ্চলটি নিয়ন্ত্রণে নেওয়ার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই নড়েচড়ে বসেছে ডেনমার্ক।
মাতৃভূমির এক ইঞ্চি জমিও ছাড়তে রাজি নয় তারা। সোমবার সন্ধ্যায় পশ্চিম গ্রিনল্যান্ডের কাংগারলুসুয়াকে অবতরণ করেছেন রয়্যাল ড্যানিশ আর্মির প্রধান পিটার বয়েসেন। সঙ্গে ছিল ড্যানিশ কমান্ডোদের এক শক্তিশালী বহর। সেখানে আগে থেকেই অবস্থান করছিল ৬০ জনের দল সৈন্য।
এবার তাদের সাথে যোগ দিচ্ছে আরও ৫৮ যোদ্ধা। সোমবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল তিনি কি বল প্রয়োগ করে এই দ্বীপ দখল করতে পারেন? জবাবে তিনি কেবল বলেন, কোনো মন্তব্য নেই। বিশ্লেষকদের মতে তার এই নীরবতাই যেন বলে দিচ্ছে অনেক কিছু। কেননা ট্রাম্প সবসময়ই দাবি করে আসছে খনিজসম্পদে ঠাসা এই বিশাল দ্বীপটি আমেরিকার নিরাপত্তার জন্য অপরিহার্য।
মন্তব্য করুন