আসিফ পিনন, চট্টগ্রাম
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:১০ এএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৪, ১০:১৩ এএম
প্রিন্ট সংস্করণ

ফুলের রাজ্যে হচ্ছে নৌকা জাদুঘর

চট্টগ্রাম ডিসি পার্ক
ফুলের রাজ্যে হচ্ছে নৌকা জাদুঘর

একপাশে সাগর, অন্যপাশে সড়ক। এসব ঘেঁষেই শোভা পাচ্ছে ডালিয়া, চন্দ্রমল্লিকা, শিউলি, অ্যালামন্ডা, চেরিসহ নানা রঙের ফুল। কিছু সময় পরপর সাগরপাড় থেকে ছুটে আসা হাওয়া দোল দিচ্ছে সেই ফুলের রাজ্যে। মনোরম সেই দৃশ্য চোখে লেগে থাকার মতো। তবে এবার শুধু ফুল নয়, এই সাম্রাজ্যে শোভা বাড়াবে নৌকা। মাদকের রাজ্য গুঁড়িয়ে গড়ে ওঠা ডিসি পার্কে নৌকার জাদুঘর তৈরির পরিকল্পনা নিয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন। সবকিছু ঠিক থাকলে আগামী তিন থেকে ছয় মাসের মধ্যেই নির্ধারিত স্থানে পরিপূর্ণতা পাবে জাদুঘরটি।

ফৌজদারহাট ঘিরে জেলা প্রশাসনের একের পর এক উদ্যোগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। তারা বলছেন, এক সময় চট্টগ্রামের মাদকের সাম্রাজ্য হিসেবে কুখ্যাতি ছিল এলাকাটির। সন্ধ্যার পরে জমজমাট মাদকের আসর বসত সেখানে। ফৌজদারহাটসহ আশপাশের প্রায় ১৯৪ একর জায়গাজুড়ে অবৈধভাবে গড়ে ওঠা সেই আস্তানা গুঁড়িয়ে গড়ে তোলা হয় পুষ্পকানন। এবার সাম্পানসহ হারিয়ে যাওয়া নৌযান নিয়ে একটি নৌকা জাদুঘর তৈরি হচ্ছে সেখানে। এর পাশেই নির্মিত হবে মুক্তিযুদ্ধের স্মৃতিসৌধ; থাকছে পৃথক জাদুঘরের স্থান। সবকিছু মিলিয়ে ফৌজদারহাট হয়ে উঠবে চট্টগ্রামের দর্শনীয় স্থানগুলোর মধ্যে অন্যতম।

স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ইকরাম কালবেলাকে বলেন, আগে এখানে খারাপ আড্ডা বসত। ভয়ে কেউ আসত না। ফুলের বাগান করার পর এখন প্রতিদিন সকাল থেকেই মানুষের ভিড় থাকে। শুনেছি সাম্পান (নৌকা) সাজিয়ে রাখা হবে। এগুলো দিয়ে এলাকাটি দেশব্যাপী পরিচিত হবে।

ইতোমধ্যে ডিসি পার্কে চলছে ফুল উৎসব। চট্টগ্রামের ডিসি পার্কে এ উৎসব দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে। এখানে ডালিয়া, চন্দ্রমল্লিকা, শিউলি, অ্যালামন্ডা, চেরিসহ দেশি-বিদেশি কয়েক লাখ ফুলে সমারোহ রয়েছে। উৎসব ঘিরে ডিসি পার্কে প্রতিদিনই পর্যটক ভিড় করছেন। এ উৎসবে প্রাথমিকভাবে ঠাঁই পেয়েছে ১৫টি নৌকা।

চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ডিসি পার্কের পাশে জাদুঘরের জন্য নির্ধারিত স্থানে একশটিরও বেশি নৌকা বসানো হবে। দেশের নদনদী থেকে হারিয়ে যাওয়া এসব নৌকার পাশাপাশি থাকবে প্রতিটি নৌকার ইতিহাসও। শুধু তাই নয়, গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে জেলেদের সংগ্রামের চিত্রও থ্রি-ডি প্রযুক্তির মাধ্যমে ফুটিয়ে তোলা হবে জাদুঘরে।

জানা গেছে, তিনটি ধাপে নৌকা জাদুঘরের কাজ বাস্তবায়নে স্বল্পমেয়াদি, মধ্যমেয়াদি ও দীর্ঘমেয়াদি—এই তিন ধাপে পরিকল্পনা নিয়েছে জেলা প্রশাসন। এর আওতায় শতাধিক নৌকা তিন থেকে ছয় মাসের মধ্যে জাদুঘরে স্থাপনের লক্ষ্যে কাজ চলছে।

এ বিষয়ে জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান কালবেলাকে বলেন, অল্প কিছুদিনের মধ্যেই ডিসি পার্কের পাশে নৌকা জাদুঘরের কাজ শুরু হবে। এখানে নৌকার সঙ্গে পাল, দাঁড় ও বৈঠা থাকবে। পাশাপাশি সমুদ্রে মাছ ধরতে গিয়ে জেলেরা কী ধরনের সমস্যায় পড়ে থাকেন; অনেক সময় ঘূর্ণিঝড়-টর্নেডো হয়ে থাকে। আমাদের পরিকল্পনা রয়েছে থ্রি-ডি এফেক্ট দিয়ে দর্শনের জন্য সেই চিত্র ফুটিয়ে তোলার। যাতে করে দর্শনার্থীরা প্রকৃত একটি চিত্র বুঝতে পারেন। সে বিষয়গুলো তুলে নিয়ে আসার পরিকল্পনা আছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের দুই মেডিকেল কলেজ হাসপাতালে বিএনপির লিফলেট বিতরণ

শাকিব খানের শিডিউলে নেই রায়হান রাফি

উপদেষ্টা পরিষদে ১১ গুরুত্বপূর্ণ অধ্যাদেশ ও নীতি অনুমোদন

নানা জল্পনার অবসান ঘটিয়ে ট্রাম্পের শান্তি পর্ষদের যাত্রা শুরু

ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ : লুৎফুজ্জামান বাবর

অবসরে গেলেন মার্কিন মহাকাশচারী সুনিতা

মোসাব্বির হত্যা / জবানবন্দিতে অস্বীকৃতি, কারাগারে বিল্লাল

১২ ঘণ্টা পর রাঙামাটির সঙ্গে সারা দেশের বাস চলাচল শুরু

কাকে ভোট দেওয়া উচিত, জানালেন শায়খ আহমাদুল্লাহ

দুবাইয়ে তুষারপাতের ছবি শেয়ার করলেন ক্রাউন প্রিন্স

১০

বাংলাদেশকে এবার বড় লজ্জা দিল পাকিস্তান

১১

দুদকের মামলায় আবেদ আলী কারাগারে

১২

বৃদ্ধাঙ্গুলি দেখানোর বিষয়ে যে ব্যাখ্যা দিলেন রুমিন ফারহানা

১৩

ঢাকা দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রিপন রিমান্ডে 

১৪

হাদি হত্যার আসামি রুবেল ৬ দিনের রিমান্ডে

১৫

মাইক ব্যবহারে সময় বেঁধে দিল ইসি

১৬

ক্ষমতায় গেলে যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে বিএনপি : তারেক রহমান

১৭

অত্যাবশ্যকীয় ওষুধের তালিকা প্রণয়নে গঠিত টাস্কফোর্স নিয়ে হাইকোর্টের রুল

১৮

পাতা না ঠোঁট কোনটি আগে দেখলেন, উত্তর মিলিয়ে জেনে নিন আপনার ব্যক্তিত্ব

১৯

চোখের নিচের কালো দাগ কখন ভয়াবহ রোগের লক্ষণ? যা বলছে গবেষণা

২০
X