জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ১৯ মে ২০২৪, ০৯:২৪ এএম
আপডেট : ১৯ মে ২০২৪, ১১:৫৮ এএম
অনলাইন সংস্করণ

জামালপুরে ধর্মঘট পালন করছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা

জামালপুর জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা
জামালপুর জেলা ম্যাপ। গ্রাফিক্স : কালবেলা

পুলিশি হয়রানি ও যত্রতত্র মামলা দেওয়ার অভিযোগ তুলে সিএনজিচালিত অটোরিকশা শ্রমিক ইউনিয়নের ডাকে জামালপুরে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট শুরু হয়েছে।

রোববার (১৯ মে) সকাল থেকে এ ধর্মঘট পালন করছেন সিএনজিচালিত অটোরিকশা শ্রমিকরা।

জানা গেছে, শনিবার (১৮ মে) দিনে জেলার বিভিন্ন রুটে চলাচলকারী ৬৫টি সিএনজিচালিত অটোরিকশাকে বিভিন্ন কারণ দেখিয়ে মামলা দেয় পুলিশ। এর আগেও বেশকিছু সিএনজিচালিত অটোরিকশা চালককে মামলা দেওয়া হয়। এ নিয়ে সিএনজিচালিত অটোরিকশার মালিক ও শ্রমিকদের মাঝে অসন্তোষ তৈরি হয়। এ কারণে শ্রমিক ইউনিয়নের ডাকে আজ সকাল থেকে ধর্মঘট পালন করেছেন অটোরিকশার চালকরা। হঠাৎ এমন অবস্থায় চরম বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা।

সরেজমিনে জামালপুর শহরের ভোকেশনাল মোড় এবং শেখের ভিটা সিএনজি স্ট্যান্ড ঘুরে দেখা যায়, ভোকেশনাল মোড়ে কোনো সিএনজিচালিত অটোরিকশা নেই। শেখের ভিটা স্ট্যান্ডে দু-চারটি সিএনজিচালিত অটোরিকশা থাকলেও তারা কোনো যাত্রী বহন করছেন না, যাত্রী আসলে তারা ফিরিয়ে দিচ্ছেন।

উপস্থিত একাধিক চালক জানান, পুলিশ বিভিন্নভাবে তাদের হয়রানি করছে, ইচ্ছেমতো মামলা দিচ্ছে। তারই প্রতিবাদে তাদের এই ধর্মঘট।

জানা গেছে, জামালপুর শহরের পাঁচটি পয়েন্ট থেকে জেলার সাত উপজেলাসহ ময়মনসিংহ, টাঙ্গাইল, শেরপুর ও কুড়িগ্রাম জেলার রৌমারী, রাজিবপুরগামী প্রায় দুই হাজারের মতো সিএনজিচালিত অটোরিকশা যাতায়াত করে। ধর্মঘটে বিপাকে পড়েছেন জামালপুরে যাতায়াতকারী অটোরিকশার যাত্রীরা। প্রতিদিন জামালপুরে ৪০ থেকে ৫০ হাজার যাত্রী সিএনজিচালিত অটোরিকশায় যাতায়াত করেন। সিএনজি চালিত অটোরিকশার স্ট্যান্ডগুলো ইজিবাইকের দখলে আছে সকাল থেকেই।

এ বিষয়ে জানতে জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাপ আলী ও সাধারণ সম্পাদক আজাদ খানকে ফোন করা হলে তাদের ফোন নম্বর বন্ধ পাওয়া গেছে।

সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়ন নান্দিনা বাজার শাখার সহসভাপতি কাইয়ুম মজনু জানান, বিভিন্ন রুটে চলাচলকারী সিএনজিচালিত অটোরিকশাকে মামলা দেওয়ায় জেলা শাখার নির্দেশে এ ধর্মঘট চলছে।

জানতে চাইলে জেলা পুলিশের এডিশনাল এসপি সোহেল মাহমুদ কালবেলাকে জানান, সড়ক পরিবহন আইন অনুযায়ী বিভিন্ন অনিয়মে সিএনজিচালিত অটোরিকশাকে মামলা দেওয়া হয়েছে। অযথা কাউকে হয়রানি করা হয়নি। কোনো পুলিশ ব্যক্তিগতভাবে অনিয়ম করলে প্রমাণ সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেভ দ্য চিলড্রেনে চাকরির সুযোগ

‘শেষবারের মতো আমার ছেলের মুখটা দেখতে চাই’

দুপুরের মধ্যে যেসব জেলায় ঝড়-বৃষ্টির আভাস

০৮ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১২ দল ও সমমনা জোটের সঙ্গে গণতন্ত্র মঞ্চের বৈঠক

১৭১ রোহিঙ্গাকে আটক করে ক্যাম্পে ফেরত পাঠাল বিজিবি

গ্রুপ ক্যাপ্টেন (অব.) খালেদ হোসাইনের নেতৃত্বে নতুন সদস্যদের গণসংহতি আন্দোলনে যোগদান

গাজীপুরে প্রবাসী বিএনপি নেতা পারভেজের প্রার্থিতা ঘোষণা

রোহিঙ্গা ক্যাম্পে ইমাম প্রশিক্ষণ দেবে তুরস্কের দিয়ানাত ফাউন্ডেশন

১০

স্বপ্নদ্রষ্টার হাত ধরে ল্যাবএইড এআইয়ের উদ্বোধন

১১

মতবিনিময় সভায় যুব নেতারা / জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন হতে হবে

১২

দুর্গাপূজা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্যে উদ্বেগ ঐক্য পরিষদের 

১৩

মিয়ানমারে বৌদ্ধদের উৎসবে জান্তার বিমান হামলায় নিহত ৪০

১৪

আ.লীগের কর্মী-সমর্থকদের জন্য কেঁদে কেঁদে দোয়া করলেন হাদি

১৫

তারেক রহমানের সাক্ষাৎকারে ভুল উদ্ধৃতি সংশোধনের আহ্বান টিআইবির

১৬

‘আবরারের স্মৃতিস্তম্ভ নিয়ে অনেকের গাত্রদাহ দেখেছি’

১৭

সৌন্দর্যবর্ধনে সাভার উপজেলা প্রশাসনের নানা উদ্যোগ

১৮

ছেলের দায়ের করা মামলায় বাবাসহ তিনজনের মৃত্যুদণ্ড

১৯

ভুয়া ফেসবুক আইডি থেকে কোরআন অবমাননা, সিএমপির জরুরি সতর্কবার্তা

২০
X