ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
প্রকাশ : ২০ মে ২০২৪, ০৪:৫৫ এএম
অনলাইন সংস্করণ

সংস্কারের দুদিন পরই উঠে যাচ্ছে কোটি টাকার কার্পেটিং!

হাতের সঙ্গে উঠে আসছে রাস্তার কার্পেটিং। ছবি : কালবেলা
হাতের সঙ্গে উঠে আসছে রাস্তার কার্পেটিং। ছবি : কালবেলা

নীলফামারীর ডিমলা উপজেলার পশ্চিম ছাতনাই ইউপি থেকে কালিগঞ্জ বাজার পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার সড়ক সংস্কারের দুই দিন পরেই কার্পেটিং উঠে যাচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ধূলামিশ্রিত অতি নিম্নমানের স্থানীয় পাথর এবং পরিমাণে কম ও নিম্নমানের বিটুমিন ব্যবহার করায় কার্পেটিং উঠে যাচ্ছে বলে অভিযোগ এলাকাবাসীসহ স্থানীয়দের। নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে কাজ অব্যাহত রাখার প্রতিবাদে মানববন্ধন করেছেন এলাকাবাসী।

এ নিয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্তৃপক্ষসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ জানিয়েও কোনো সুফল মেলেনি। প্রতিবাদ করায় উলটো তাদের নামে চাঁদাবাজির অভিযোগ দিয়ে পুলিশি হয়রানি করা হয়েছে বলে অভিযোগ স্থানীয়দের।

স্থানীয়রা বলেন, গত ছয় মাস আগে রাস্তাটির সংস্কারকাজ শুরু হয়। গত সোমবার (১৩ মে) রাস্তাটির কার্পেটিং শুরু করেন ঠিকাদার। কিন্তু বুধবার থেকেই কার্পেটিং উঠে যাচ্ছে। হাত দিয়েই তুলে ফেলা যাচ্ছে রাস্তার পিচ। ঠিকাদার ও এলজিইডির প্রকৌশলীদের যোগসাজশে নিম্নমানের ও কম নির্মাণসামগ্রী দিয়ে রাস্তাটি সংস্কার করছেন ঠিকাদার। ধূলামিশ্রিত স্থানীয় পাথর, নিম্নমানের বিটুমিন ব্যবহারের সময় স্থানীয়রা প্রতিবাদ করলেও কোনো সুফল মেলেনি। ঠিকাদার রাস্তার অনেক স্থানে খোয়ার পরিবর্তে মাটিও ব্যবহার করেছেন বলে অভিযোগ স্থানীয়দের।

উপজেলা এলজিইডি সূত্রে জানা গেছে, ১ কোটি ৪৩ লাখ টাকা ব্যয়ে ৪ হাজার ৩০০ মিটার সড়কটির সংস্কারকাজ পেয়েছেন জামান ট্রেডার্স নামের ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে কাজটি করছেন নাসিমুল একরাম নামের সাব-ঠিকাদার।

সরেজমিনে দেখা গেছে, পুরাতন ইটের খোয়া ও কার্পেটিং ভালোভাবে না তুলেই আমদানি করা নিম্নমানের ইরানি বিটুমিন দিয়ে রাস্তাটি কার্পেটিং করছেন ঠিকাদার। নির্মাণকাজে নিম্নমানের পাথর ও তিন থেকে ৬ ইঞ্চি বড় ইটের টুকরা ব্যবহার করা হয়েছে। এ ছাড়া দরপত্রে সড়কের প্রস্থ ১০ ফুট থাকলেও করা হচ্ছে ৯ ফুট ৯ ইঞ্চি।

স্থানীয় ইউপি সদস্য মামুন-অর-রশিদসহ প্রায় ২০ জন স্থানীয় বাসিন্দা জানান, রাস্তা সংস্কারকাজে নিম্নমানের এবং কম পরিমাণে খোয়া, পাথর ও বিটুমিন ব্যবহারের প্রতিবাদ করলে এলাকাবাসীকে গালিগালাজ ও হুমকি দিয়েছেন ঠিকাদারের লোকজন। আগামী দুই-চার মাসের মধ্যেই এই রাস্তার কার্পেটিং পুরোপুরি উঠে যাওয়ার আশঙ্কা রয়েছে তাদের। এখন পর্যন্ত যতটুকু কাজ হয়েছে, তা এই সড়ক রক্ষায় কখনো টেকসই হবে না। এ সকল নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের ফলে টেকসই সড়ক উন্নয়ন বিঘ্নিত হবে।

নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ অস্বীকার করে সাব-ঠিকাদার নাসিমুল একরাম বলেন, তাপমাত্রার কারণে পিচ জমাট বাঁধতে সময় লাগছে। আমি তো সেখানে যাই না। এলজিইডির লোকজনের উপস্থিতিতে রাস্তা কার্পেটিং ও সংস্কার করা হয়। থানা ইঞ্জিনিয়ার (উপজেলা প্রকৌশলী) ও অফিসের লোক সিদ্দিককে (উপসহকারী প্রকৌশলী) বলে দিয়েছি আপনারা দেখে নিয়ে কাজ করেন। আমদানি করা বিটুমিন ব্যবহারের বিষয়ে তিনি বলেন, দেশীয় বিটুমিন বাজারে পাওয়া যাচ্ছে না। তাই ইরানি বিটুমিন ব্যবহার করা হচ্ছে।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী শফিউল ইসলাম বলেন, কাজে তো অনিয়ম আছেই। এ জন্য কি আমরা ঠিকাদারের সঙ্গে মারামারি করব? অনিয়মের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দিয়ে জানানো হয়েছে। তারা নির্দেশনা দিলে আমরা পদক্ষেপ নেব।

জেলা নির্বাহী প্রকৌশলী ফিরোজ হাসান বলেন, বিষয়টি তদন্ত করা করা হবে। কাজে অনিয়ম হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাপ্ত বয়সেও কেন ব্রণ হয়, কারা বেশি ঝুঁকিতে? জানুন সমাধানের উপায়

মাদারীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ৩

ঢাবিতে ৫-দিনব্যাপী শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা শুরু

নোয়াখালীকে হারিয়ে লিটনদের প্রতিশোধ / তাওহীদ হৃদয়ে ম্লান নবীর ছেলের কীর্তি

ইডেন কলেজে নবীনদের বরণে আবহ ফাউন্ডেশনের ‘মেহেদী উৎসব’

দ্বিতীয় বিয়ে ধর্মের ব্যাখ্যা / নারী অধিকারের নিঃশব্দ লড়াইয়ের গল্প ‘হক’

খালেদা জিয়ার স্মরণে পাবনায় শোকসভা ও দোয়া মাহফিল 

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ চূড়ান্ত 

খুলনার কপিলমুনিতে আরব আমিরাত সরকারের ত্রাণ ও কম্বল বিতরণ

সেনাবাহিনীর দখলে সিরিয়ার আরও এক শহর-বিমানবন্দর

১০

অবশেষে ভিসা পাচ্ছেন সাকিবরা

১১

মহিলা ভোটই জয়-পরাজয় নির্ধারণ করবে : সালাম

১২

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

১৩

বিএনপি প্রার্থী সরোয়ার আলমগীরের মনোনয়ন বাতিল

১৪

কী বার্তা দিচ্ছে মুশফিক-তাসকিনের দ্বন্দ্ব?

১৫

৪৭ আসনের সিদ্ধান্ত কবে, জানালেন এহসানুল মাহবুব

১৬

এনসিপি প্রার্থী পরিবর্তনের দাবিতে মহাসড়ক অবরোধ

১৭

ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহতের আশঙ্কা

১৮

তারেক রহমানের হাত ধরেই দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে : ফারুক

১৯

ভুয়া জরিপ আর মিথ্যা প্রচারণা দিয়ে ইতিহাস বদলানো যাবে না : দুদু

২০
X