চট্টগ্রামে দিনদুপুরে প্রবাসীর স্বর্ণ ছিনিয়ে পালানোর চেষ্টা করে পুলিশের এক কর্মকর্তা ও সোর্স জাহিদ। পরে তাদের ধাওয়া দিয়ে আটক করে স্থানীয় জনতা।
রোববার (১৯ মে) বিকেলে নগরীর টাইগারপাস এলাকায় এ ছিনতাইয়ের ঘটনাটি ঘটে। তাদের ধরে খুলশী থানায় হস্তান্তর করে স্থানীয়রা।
আটক পুলিশ কর্মকর্তা হলেন খুলশী থানার উপপরিদর্শক আমিনুল ইসলাম।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নগরীর টাইগারপাস এলাকায় এক ব্যক্তির কাছ থেকে স্বর্ণ ছিনিয়ে পালানোর সময় স্থানীয় লোকজন ওই পুলিশ কর্মকর্তাকে ধাওয়া দিয়ে ধরে ফেলে। পরে খুলশী থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
এ বিষয়ে জানতে খুলশী থানার ওসি শেখ নেয়ামত উল্লাহকে একাধিকবার কল করা হলেও ফোনটি রিসিভ হয়নি।
তবে বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (উত্তর) মো. মোখলেসুর রহমান। তিনি বলেন, এক প্রবাসীর কাছ থেকে স্বর্ণ ছিনিয়ে নেওয়ার ঘটনায় নগরের খুলশী থানার উপপরিদর্শক আমিনুল ইসলামকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে নগরের খুলশী থানায় মামলা প্রক্রিয়াধীন।
তিনি আরও বলেন, এ সময় তার কাছ থেকে ১৬ ভরি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত খুলশী থানার ওসি বলতে পারবেন।
মন্তব্য করুন