বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষের নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ পেয়েছেন রাজশাহী বিভাগের সদ্য বিদায়ী বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব জি এস এম জাফর উল্লাহ। গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব শেখ শামছুল আরেফিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জাফর উল্লাহকে হাইটেক পার্ক কর্তৃপক্ষের এমডি হিসেবে নিয়োগের ঘোষণা দেওয়া হয়। প্রজ্ঞাপনে জনস্বার্থে অনতিবিলম্বে এই আদেশ কার্যকরের কথা বলা হয়েছে। এর আগে থেকে রাজশাহীর বিভাগীয় কমিশনার থেকে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব হিসেবে বদলির আদেশাধীন ছিলেন।
জি এস এম জাফর উল্লাহ ১৩তম বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদানের মাধ্যমে ১৯৯৪ সালে চট্টগ্রামের সহকারী কমিশনার হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০১৯ সালে মিরপুর সেনানিবাসস্থ ন্যাশনাল ডিফেন্স কলেজ থেকে ন্যাশনাল ডিফেন্স কোর্স (এনডিসি) সম্পন্ন করেন। পরে অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে দায়িত্ব পালন করেন।
এর আগে ছাত্রজীবনে সেন্ট গ্রেগরিজ স্কুল থেকে মাধ্যমিক, নটর ডেম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মৃত্তিকা বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি।
মন্তব্য করুন