

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিগত ১৫ বছর নির্বাচনের নামে জনগণের সঙ্গে প্রহসন করা হচ্ছে। এজন্য দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করা দরকার।
তিনি বলেন, দেশের ২০ কোটি মানুষ দেশের মালিক। আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে হবে। বিএনপি বিজয়ী হলে দেশ দুর্নীতিমুক্ত ও ন্যায়ভিত্তিক ইনসাফ সরকার প্রতিষ্ঠিত হবে। দেশে কর্মসংস্থানের সৃষ্টি হবে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় বিএনপির নির্বাচনী প্রচারের অংশ হিসেবে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তারেক রহমান বলেন, দেশে এখন নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। একটি দল বিদেশি ভোটারদের ব্যালট পেপার দখলের চেষ্টা করছে। এজন্য সবাইকে সজাগ থাকতে হবে।
তিনি বলেন, একটি দল এখন বলছে— সবাইকে দেখছেন, এখন আমাদেরকে দেখেন; আমি তাদেরকে বলি— আমরা ৭১ সালে দেখেছি দেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। যারা নির্বাচনের আগেই অসৎ পথে হাঁটছে তাদের পক্ষে শত কাজ করা সম্ভব না।
তিনি আরও বলেন, কেউ যায় পিণ্ডি, কেউ যায় দিল্লি, আর আমাদের অবস্থান বাংলাদেশে, দেশের মানুষের পাশে। খালেদা জিয়া কখনো দেশের মানুষকে ছেড়ে যায়নি। আগামী নির্বাচন হচ্ছে দেশ গড়ার নির্বাচন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার নির্বাচন, রাষ্ট্র পুনর্গঠনের নির্বাচন।
তিনি নির্বাচনে সবাইকে তাহাজ্জুদের নামাজ পরে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জনান। পরে তিনি হবিগঞ্জের ৪টি আসনের দলীয় প্রার্থীদের পরিচয় করে দেন।
হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাম্মী আক্তারের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ জিকে গউছ, সহ-সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দীকি, কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম, হবিগঞ্জ-১ আসনের বিএনপির দলীয় প্রার্থী ড. রেজা কিবরিয়া, হবিগঞ্জ-২ আসনের দলীয় প্রার্থী ডা. সাখাওয়াত হাসান চৌধুরী জীবন, হবিগঞ্জ-৪ আসনের দলীয় প্রার্থী এসএম ফয়সল, হবিগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট নুরুল ইসলামসহ জেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মন্তব্য করুন