কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ জানুয়ারি ২০২৬, ১০:১৩ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচনী প্রচারণার প্রথম দিনে পাঁচ কর্মসূচি প্রকাশ বিএনপির

গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন ড. মাহ্দী আমিন। ছবি : কালবেলা
গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন ড. মাহ্দী আমিন। ছবি : কালবেলা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে তপশিল অনুযায়ী আজ থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছে বিএনপি। প্রচারের প্রথম দিনই দলের চেয়ারম্যান তারেক রহমানের নীতিগত কর্মসূচি এবং জনসম্পৃক্ততা ও জনমত তৈরির পাঁচটি উদ্যোগ তুলে ধরেছে বিএনপি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহ্দী আমিন।

তিনি বলেন, জনগণের মতামতকে রাষ্ট্র পরিচালনার নীতিতে অন্তর্ভুক্ত করতেই বিএনপি এই পাঁচ কর্মসূচি বাস্তবায়ন করছে। এর মাধ্যমে দেশের সব শ্রেণি-পেশার মানুষ ভবিষ্যৎ রাষ্ট্র গঠনের নীতিনির্ধারণ প্রক্রিয়ায় যুক্ত হওয়ার সুযোগ পাবেন।

‘তারেক রহমানকে পরামর্শ দিন’ : প্রথম কর্মসূচি হিসেবে ‘তারেক রহমানকে পরামর্শ দিন’ উদ্যোগের কথা জানান মাহ্দী আমিন। তিনি বলেন, সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সারা দেশের মানুষের কাছ থেকে মতামত ও পরামর্শ আহ্বান করেছেন বিএনপি চেয়ারম্যান। এ উদ্যোগের অংশ হিসেবে বৃহস্পতিবার থেকে পোস্টার ও ড্যাংলারের (বিজ্ঞাপন) মাধ্যমে একটি বিশেষ কিউআর কোড প্রচার করা হচ্ছে। ওই কিউআর কোড স্ক্যান করে যে কেউ সরাসরি নিজের মতামত ও পরামর্শ পাঠাতে পারবেন।

‘লেটার টু তারেক রহমান’ : এই দ্বিতীয় কর্মসূচির মাধ্যমে নাগরিকরা চিঠি, ই-মেইল বা অনলাইনে মতামত পাঠিয়ে সরাসরি তারেক রহমানের কাছে নিজেদের ভাবনা ও প্রত্যাশা তুলে ধরতে পারবেন। চিঠি পাঠানোর ঠিকানা গুলশান-২ (হাউজ-১০সি, রোড-৯০)। ইমেইল করা যাবে [email protected] ঠিকানায়। এ ছাড়া facebook.com/LetterToTariqueRahman ফেসবুক গ্রুপ এবং letter2tr.com ওয়েবসাইটের মাধ্যমেও মতামত জানানো যাবে।

‘ম্যাচ মাই পলিসি’ : তৃতীয় কর্মসূচি হিসেবে ‘ম্যাচ মাই পলিসি’ নামের একটি সোয়াইপ-ভিত্তিক ওয়েব অ্যাপের কথা জানান মাহ্দী আমিন। তিনি বলেন, রাজনৈতিক অংশগ্রহণ বাড়ানো, নীতিভিত্তিক আলোচনা ও তরুণদের মতামতকে গুরুত্ব দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। এরই মধ্যে এ অ্যাপের মাধ্যমে সারাদেশ থেকে তিন লাখের অধিক মানুষ বিএনপির বিভিন্ন নীতি ও পরিকল্পনা নিয়ে মতামত দিয়েছেন।

‘দ্য প্ল্যান : ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান’: মাহ্দী আমিন জানান, নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে সিলেট সফরের সময় বৃহস্পতিবার সকালে তারেক রহমান স্থানীয় তরুণদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন। এতে ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১২৭ শিক্ষার্থী অংশ নেন। সভায় কর্মসংস্থান, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, তথ্যপ্রযুক্তি ও নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন।

‘বিএনপির আটটি লিফলেট’ : পঞ্চম কর্মসূচি হিসেবে বিএনপির বিভিন্ন খাতভিত্তিক নীতিমালা এবং তারেক রহমানের ভিশন নিয়ে তৈরি আটটি লিফলেটের কথা তুলে ধরেন মাহ্দী আমিন। তিনি বলেন, এসব লিফলেট নিয়ে সম্প্রতি ঢাকায় আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন দেশের কূটনীতিকরা উপস্থিত থেকে বিএনপির গুরুত্বপূর্ণ পলিসিগুলো নিয়ে পর্যালোচনা করেন।

মাহ্দী আমিন বলেন, বাস্তবতা হচ্ছে- বিএনপি সেই রাজনৈতিক দল, যেটি ২০১৬ সালে ভিশন-২০৩০ এর মাধ্যমে সংস্কারের পথযাত্রা শুরু করেছিল; পরবর্তীতে রাষ্ট্র কাঠামো মেরামতের ২৭ দফা এবং ২০২৩ সালে চূড়ান্তভাবে ৩১ দফা প্রকাশ করে। সেই ধারাবাহিকতায় প্রতিটি সেক্টরে আমাদের নেতার সুনির্দিষ্ট, সুবিস্তৃত রূপকল্প রয়েছে।

তিনি বলেন, বিএনপি বিশ্বাস করে যে- জনগণের সম্পৃক্ততা ও মতামতের ভিত্তিতেই ভবিষ্যৎ বাংলাদেশ গড়ে উঠবে। মাহদী আমিন আশা প্রকাশ করেন, বিএনপি যেভাবে জনগণের সাথে ও পাশে থাকে, গণমানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে, আগামী নির্বাচনে এ দেশের মানুষ ধানের শীষে ভোট দিয়ে বিএনপির বিজয় সুনিশ্চিত করবে, ইনশাআল্লাহ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুক্রবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

২৩ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৬ ঘণ্টায় সাত জেলায় সমাবেশ, ভোরে ঢাকায় ফিরলেন তারেক রহমান

সাত মাস পর কারামুক্তি, ৫ মিনিট পর ফের গ্রেপ্তার

এবারও ভোট নিয়ে ষড়যন্ত্র হচ্ছে : তারেক রহমান

জবি সিন্ডিকেটের সদস্য হলেন অধ্যাপক ড. মঞ্জুর মুর্শেদ

বিদ্যার দেবী সরস্বতী পূজা আজ

রাজউক অধ্যাদেশ জারি, বোর্ড সদস্য হবেন ৭ জন

নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থায় ব্যালট বাক্স ছিনতাই সম্ভব নয় : স্বরাষ্ট্র উপদেষ্টা

সিজিএসের সংলাপ / ‘মিন্টো রোডে সচিবদের ফ্ল্যাট বিলাসবহুল হোটেলকেও ছাড়িয়ে গেছে’

১০

ঢাবিতে ধানের শীষের পক্ষে ছাত্রদল নেতার শুভেচ্ছা মিছিল 

১১

জবি শিক্ষার্থীদের বিশেষ বৃত্তির তালিকা প্রকাশ

১২

এক্সপ্রেসওয়েতে বিশ্ববিদ্যালয়ের বাসে টোল দিতে হবে না ঢাবি শিক্ষার্থীদের

১৩

ভাসানীর কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠায় গণভোটকে ‘হ্যাঁ’ বলুন

১৪

জামায়াত প্রার্থীর নির্বাচনী সমাবেশে অস্ত্রসহ আটক ২

১৫

ম্যানইউকে বিদায় বলছেন ক্যাসেমিরো

১৬

একটি দল প্রবাসীদের ব্যালট পেপার দখল করে নিয়েছে : তারেক রহমান

১৭

বিপিএল ফাইনালকে ঘিরে বিসিবির বর্ণিল আয়োজন

১৮

রাষ্ট্রের গুণগত পরিবর্তনে ধানের শীষই ভরসা : রবিউল

১৯

বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল এমপি প্রার্থীর

২০
X