

হাজার হাজার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে বিকেলে চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ) আসনে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন তার গণসংযোগ কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু করেছেন।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) হাটহাজারীর ঐতিহ্যবাহী অদুদিয়া কামিল মাদ্রাসা মাঠে বিএনপির আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় এই গণসংযোগ শুরু করেন। এর আগে মাদ্রাসার খোলা মাঠে আয়োজিত দোয়া ও মিলাদ মাহফিলে হাটহাজারী ও বায়েজিদ এলাকার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার স্বতঃস্ফূর্ত নারী পুরুষ যোগদান করেন।
উপজেলা বিএনপির আহবায়ক নুর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাছির উদ্দিন। তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচন গণতন্ত্র পুনরুদ্ধারের ধারাবাহিক আন্দোলনের চূড়ান্ত ধাপ। এই নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্রের জন্য আত্মাহুতি দেওয়া সকল শহীদ ও বেগম খালেদা জিয়ার আত্মার প্রতি সম্মান জানানোর জন্য হাটহাজারী-বায়েজিদ বাসীর প্রতি তিনি আহ্বান জানান।
সমবেত জনতার উদ্দেশে ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার মীর হেলাল বলেন, যে আপসহীন মজলুম নেত্রী বেগম খালেদা জিয়া এদেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন তার আত্মার মাগফেরাত কামনা করার মধ্য দিয়ে আমি আমার নির্বাচনী প্রচারণা শুরু করলাম। আপনারা আমাকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে খেদমত করার সুযোগ দিন। আমি আপনাদেরকে শান্তি সম্প্রীতির হাটহাজারী-বায়েজিদ উপহার দিব।
মীর হেলাল ভোটারদের উদ্দেশে বলেন, আপনারা আমাকে দায়িত্ব দিন, আমি বায়েজিদকে মডেল ওয়ার্ড এবং হাটহাজারীকে উন্নত -নিরাপদ উপশহর হিসেবে গড়ে তুলবো। যেখানে থাকবে না সন্ত্রাস, যানজট, বেকার যুব সমাজ, লোডশেডিং ও অন্যায় অবিচার। তিনি ১২ ফেব্রুয়ারি ধানের শীষকে বিজয়ী করে তার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
পৌর বিএনপির আহ্বায়ক জাকের হোসেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. মোহাম্মদ আল ফোরকান, ড. জাফরুল্লাহ তালুকদার, আশরাফুল আজম খান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোহাম্মদ সেলিম চেয়ারম্যান, আইয়ুব খান, মহানগর বিএনপির সদস্য ইকবাল চৌধুরী, এসএম আবুল ফয়েজ, সোলাইমান মন্জু আবদুল্লাহ আল হারুন, জেলা বিএনপির সাবেক সদস্য রফিকুল আলম, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবদুস শুক্কুর মেম্বার, মাসুদুল আলম, আবদুল মান্নান দৌলত, মোহাম্মদ শাহেদ, এডভোকেট রিয়াদ উদ্দিন, ইয়াকুব চৌধূরী, উত্তর জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক শাখাওয়াত হোসেন শিমুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আকবর আলী, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনি, জাসাস, চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি কাজী সাইফুল ইসলাম টুটুল, জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী তকি, কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন উজ্জ্বল, ইসমাইল চেয়ারম্যান প্রমুখ নেতৃবৃন্দ।
মন্তব্য করুন