রীতা ভৌমিক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৪, ০৩:৩৫ এএম
আপডেট : ০৮ মার্চ ২০২৪, ০৯:১১ এএম
প্রিন্ট সংস্করণ

নিজ নিজ ক্ষেত্রে সফল তারা

নিজ নিজ ক্ষেত্রে সফল তারা

আমাদের দেশের নারীরা ঘর সামলানোর পাশাপাশি দক্ষতা আর যোগ্যতার প্রমাণ রেখেছেন প্রশাসন, ব্যাংক-বীমা, সেবা, করপোরেট, রাজনীতি, অর্থনীতি, ব্যবসা-বাণিজ্য, খেলাধুলা, অভিনয়, ফ্যাশনÑ সব অঙ্গনে। এমন কোনো সেক্টর নেই যেখানে নারী তার দক্ষতার স্বাক্ষর রাখেননি। আজ এখানে তেমনই চারজন সফল নারীর কথা তুলে ধরা হলো—

মুক্তা ধর, পিপিএম (বার)

প্রশাসনিক শৃঙ্খলা, দক্ষতা, সুরক্ষা, নিরাপত্তা এবং পুলিশ কর্মকর্তারা ঠিকভাবে দায়িত্ব পালন করছেন কি না তা পরিদর্শন, তত্ত্বাবধান করেন খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)। অর্থাৎ পুরো জেলার আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব তার ওপর। এ দায়িত্ব পালন করা বেশ চ্যালেঞ্জিং হলেও তিনি সফলভাবে তা করে যাচ্ছেন।

মুক্তা ধর বলেন, সুষ্ঠু নির্বাচন পরিচালনার লক্ষ্যে নয়টি থানার আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছি। খাগড়াছড়িতে চাকমা, মারমা, ত্রিপুরা এবং বিভিন্ন নৃজাতিগোষ্ঠীর বাস। তা সত্ত্বেও এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সমন্বিতভাবে কাজ করছি।

তিনি বলেন, প্রধানমন্ত্রী আমাদের অনুপ্রেরণা, চেতনা। চেতনার জায়গা থেকে তিনি আমাদের কাজ করার সুযোগ দিয়েছেন। এটাকে গুরুত্ব দিয়েই মানুষকে সর্বোচ্চ সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি।

মুক্তা ধরের মতেÑশুধু পাহাড়ি এলাকায় নয়, সর্বক্ষেত্রে নারীর নিরাপত্তার দরকার। পাহাড়ি এলাকার প্রতিটি পরিবারকে বলেছি, নারীরা কোনো সমস্যা বা হয়রানির শিকার হলে বাবা-মা, পাড়া প্রতিবেশী, সমাজকে জানাতে হবে। প্রয়োজনে পুলিশ প্রশাসনের সহযোগিতা নেওয়া হবে। কেউ কোনো নারীর সঙ্গে খারাপ আচরণ করলে তাকে ছাড় দেওয়া যাবে না। সন্ধ্যার পরে এখানে পেট্রোল টিম জোরদার করা হয়েছে।

তিনি আরও বলেন,Ñসুরক্ষা, নিরাপত্তা প্রদানের পাশাপাশি কিছু মানবিক কাজ করি। বাক, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি, কানে শুনতে পায় না এবং সমাজের অবহেলিত ব্যক্তিদের সহযোগিতায় সাদা ছড়ি, হেয়ার রিং, হুইলচেয়ার বিতরণ করেছি। শিশুরা যাতে শৈশব থেকে বইপড়ায় উৎসাহী হয় এজন্য আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রত্যেক উপজেলায় বই পড়ার উৎসব করেছি। খাগড়াছড়িতে অনেক নারী উদ্যোক্তা রয়েছে। কাপড় তৈরির উপকরণ সুতা বিনা পয়সায় ৬০০ থেকে ৭০০ উদ্যোক্তাকে দিয়েছি।

রাণী হামিদ, দাবাড়ু

দেশের প্রথম নারী দাবাড়ু হলেন রাণী হামিদ। মনের আনন্দের জন্য তিনি নিয়মিত দাবা খেলেন। বয়স কখনো বাধা হয়ে দাঁড়াতে পারেনি। এখনো তিনি বিভিন্ন টুর্নামেন্টে অংশ নেন। শিশু, তরুণদের সঙ্গে দাবা প্রতিযোগিতায় অংশ নিয়ে বেশ আনন্দ নিয়ে খেলেন তিনি।

রাণী হামিদ বলেন, দাবা খেলায় বয়স কোনো বিষয় নয়। তারপরও ছোট্ট বাচ্চাদের কাছে হারলে পত্রিকা একেবারে সয়লাব করে ফেলবে। যখন জিতি, তখন মাত্র এক লাইনের নিউজ হয়। দাবা খেলতে এসে আমি কখনো বাধা বা মন্দ পরিস্থিতির সম্মুখীন হইনি। যদিও এখনো নারীরা সবক্ষেত্রে ছেলেদের সমান সুযোগ-সুবিধা পায় না। আমাদের প্রধানমন্ত্রী নারী। তিনি অত্যন্ত সচেতন মেয়েদের এগিয়ে দেওয়ার জন্য। আমরা নারী খেলোয়াড়রা তার কাছ থেকে সর্বাত্মক সহযোগিতা পাই। প্রধানমন্ত্রীর মতো সবাই যদি সচেতন হতেন, নারীদের যদি যথাযথ সুযোগ-সুবিধা দেওয়া হতো, তাহলে তারা আরও এগিয়ে যেতে পারত।

তিনি বলেন, নারী স্বাধীনতা মানে সামাজিক ও ধর্মীয়ভাবে মেয়েরা তার মেধার পূর্ণ বিকাশ করতে পারে। একজন মানুষ হিসেবে আমরা সবসময় সমঅধিকার চাইব। পুরুষের সমান অধিকার না পেলেও কাছাকাছি তো আমরা যেতেই পারি।

তামান্না হক, বক্সার

ঢাকার কচুক্ষেত ক্যান্টনমেন্টের বাসিন্দা তামান্না হক। তিনি দেশের প্রথম নারী বক্সার। ছোটবেলা থেকেই তিনি বক্সিং দেখতে ভালোবাসতেন। কিক বক্সিং এবং সেলফ ডিফেন্সের ওপর প্রশিক্ষণও নিয়েছেন তিনি। অসহায়, নির্যাতিত-নিপীড়িত নারীদের সহায়তার জন্য নিজেকে প্রস্তুত করেছেন। এখন কমবেক্ট স্পোর্টসে রয়েছেন। সেলফ ডিফেন্স নিয়ে কাজ করছেন।

তামান্না হক কালবেলাকে বলেন, কন্যা বক্সার হবে, এটা বাঙালি পরিবারের সদস্যদের মানিয়ে নিতে প্রথমদিকে কিছুটা আপত্তি ছিল। এটি একেবারে ভিন্ন পেশা। কিন্তু স্বপ্ন যদি থাকে, তা পূরণে কোনো বাধাকে বাধা মনে হবে না।

অনেক টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন তামান্না হক। তার উচ্চতা ৫ ফুট ৮ ইঞ্চি হওয়ায় অনেক খেলাই তিনি খেলতে পারেননি প্রতিপক্ষ না পাওয়ার কারণে। জাতীয় পর্যায়ে বক্সিং খেললেও আন্তর্জাতিক পর্যায়ে খেলার সুযোগ এখনো হয়ে ওঠেনি। বর্তমানে একটি আন্তর্জাতিক সংস্থা থেকে আত্মরক্ষার কৌশল জানতে কুংফু প্রশিক্ষণ নিচ্ছেন তিনি।

শবনম ফেরদৌসী, চলচ্চিত্র নির্মাতা

টাঙ্গাইলের মেয়ে শবনম ফেরদৌসী একজন চলচ্চিত্র নির্মাতা। তিনি যুদ্ধশিশুদের নিয়ে নির্মাণ করেছেন ‘জন্ম সাথী’ নামে একটি চলচ্চিত্র।

শবনম কালবেলাকে বলেন, যুদ্ধশিশুদের ওপর ‘জন্ম সাথী’ চলচ্চিত্রটি যখন নির্মাণ করি, তখন রাজনৈতিক চ্যালেঞ্জ ছিল। ওপর মহলের চাপ ছিল। ২০১৫-১৬ সালে চলচ্চিত্রটার যখন নির্মাণকাজ হচ্ছিল তখন যুদ্ধাপরাধীদের কিছু মামলা চলছিল। তখন চাপ ছিল যুদ্ধাপরাধীদের ইন্টারভিউ নেওয়া যাবে না। এ কারণে যুদ্ধাপরাধীদের ইন্টারভিউ নিতে পারিনি। তবে সব বাধা পেরিয়ে কাজটি সম্পন্ন করেছি।

তিনি বলেন, নারী নির্মাতারা যখন কাজ শুরু করেন, পুরুষ নির্মাতারা তা ভালোভাবে গ্রহণ করেন না। এটাও একটা চ্যালেঞ্জ। একজন নারী যখন কাজ করেন তিনি নারী হিসেবে নয়,Ñমানুষ হিসেবেই কাজ করেন। আমি নারী নির্মাতা হিসেবে পরিচিত হতে চাই না। আমি নির্মাতা হিসেবে পরিচিত হতে চাই। পুরুষ নির্মাতাকে নারী নির্মাতার কাজের প্রশংসা করতে দেখি না। বিপরীতে আমরা যখন একটি ভালো নির্মাণ নিয়ে আলোচনা করি, তখন নির্মাতাদের প্রশংসা করি। সে পুরুষ নাকি নারী তা দেখি না। আমাদের দেশে হাতে গোনা যে কয়েকজন নারী চলচ্চিত্র নির্মাণের সঙ্গে জড়িত, তারা সবাই ভালো কাজ করেন।

তিনি আরও বলেন, সহকর্মীদের কাছ থেকে সব ধরনের সহযোগিতা পাই বলেই কাজটা করতে পারি। পারিবারিকভাবে একেকজনের একেক অবস্থান। পুরুষ নির্মাতার ক্ষেত্রে স্ত্রীরা তাদের প্রতি খুবই যত্নশীল। ছোটখাটো বিষয়ে তাদের ভাবতে হয় না। স্ত্রীরা সামলে নেন। একজন-দুজন বাদে বাকি নারী নির্মাতারা একাকি জীবন যাপন করেন। হয়তো অবিবাহিত বা বিবাহবিচ্ছেদ হয়েছে। এর কারণ সংসারের চাপ। নারীকে শিল্পী হিসেবে মেনে নিতে পুরুষ এখনো কুণ্ঠা বোধ করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসিফ নজরুলের সঙ্গে জাপানিজ পার্লামেন্টারিয়ান লীগের প্রতিনিধিদলের সাক্ষাৎ

‘ডাকসু হবে যথাসময়ে’

শেখ হাসিনা-কামালের নির্দেশেই জুলাই-আগস্ট গণহত্যা : মামুন

রাজ রিপার অভিনয় ছাড়া প্রসঙ্গে যা বললেন বর্ষা

পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

কিশোরীকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

পদের অপব্যবহার, ঘানার প্রধান বিচারপতি বরখাস্ত

নুরের ওপর হামলায় জামায়াত জড়িত : ছাত্রদল নেতা আমান

নারী নিপীড়নের প্রতিবাদে জবি ছাত্রদলের বিক্ষোভ

প্রশাসনের সভায় মামলার আসামি আ.লীগ নেতা

১০

দেশের সামনে মুখ দেখানো কঠিন হবে মোদির, হুঁশিয়ারি রাহুল গান্ধীর

১১

জুলাইয়ের ঘটনার জন্য অনুতপ্ত ও লজ্জিত : রাজসাক্ষী মামুন

১২

২৯ বছর পর যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

১৩

মানুষ কেন পরচর্চা করতে ভালোবাসে?

১৪

পরিবারের সবাইকে বেঁধে বিএনপি নেতার বাড়িতে ডাকাতি

১৫

নেপালের বিপক্ষে খেলবেন না হামজা

১৬

ঢাবির হলে বহিরাগত থাকায় নিষেধাজ্ঞা

১৭

ধর্ষণের হুমকির প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ, শাস্তির দাবি শিবিরেরও

১৮

নারী নিপীড়নের প্রতিবাদে সাতক্ষীরায় ছাত্রদলের বিক্ষোভ

১৯

রাত ১১টার পর হলে ঢোকায় রাবির ৯১ ছাত্রীকে তলব, অতঃপর...

২০
X