অর্থ আত্মসাৎ মামলায় মার্কেন্টাইল ব্যাংকের সাবেক অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্টের (এভিপি) হাবিবুর রহমানসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
গতকাল রোববার (২৮ এপ্রিল) ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত আসামিদের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করে এ আদেশ দেন।
গ্রেপ্তার পরোয়ানা জারি হওয়া অন্য দুই আসামি হলেন প্যাট্রিক ফ্যাশনস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ঋণগ্রহীতা কাজী ফরহাদ হোসেন এবং মার্কেন্টাইল ব্যাংকের সাবেক অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ফরেন এক্সচেঞ্জ ইনচার্জ কাজী জাহিদ হাসান। দুদকের সহকারী পরিচালক মো. জাহাঙ্গীর আলম ২০১৮ সালের ৫ ডিসেম্বর বাদী হয়ে মামলাটি করেন। দুদকের উপসহকারী পরিচালক মোহাম্মদ মনিরুল ইসলাম ১৮ জানুয়ারি আদালতে পাঁচজনের বিরুদ্ধে চার্জশিটটি দাখিল করেন।