চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২০ জুলাই ২০২৩, ০৯:৪৮ এএম
প্রিন্ট সংস্করণ

চাঁদা না দেওয়ায় নির্মাণকাজে বাধা চবি ছাত্রলীগ কর্মীদের

প্রক্টর বরাবর চিঠি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। পুরনো ছবি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। পুরনো ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রলীগের বেশ কয়েকজন নেতার বিরুদ্ধে চাঁদা না দেওয়ায় নির্মাণকাজে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। গত রোববার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর চিঠি দিয়ে অভিযোগ করে রেনিসা এন্টারপ্রাইজ নামে একটি নির্মাণ প্রতিষ্ঠান। বিষয়টি গতকাল জানাজানি হয়। তবে চিঠিতে শাখা ছাত্রলীগের কোনো নেতার নাম উল্লেখ করা হয়নি।

চিঠিতে উল্লেখ করা হয়, ভর্তি পরীক্ষার আগে জরুরি ভিত্তিতে রাস্তা সংস্কারের জন্য রেনিসা এন্টারপ্রাইজকে কার্যাদেশ দেওয়া হয়। কার্যাদেশের পরদিনই সাময়িক রাস্তা নির্মাণ করা হয়। ভর্তি পরীক্ষা শেষে ১৬ জুন থেকে পুরোদমে কাজ শুরু হয়। কয়েক দিনের মধ্যে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা এতে বাধা দেন। একপর্যায়ে প্রতিষ্ঠানটিকে কাজ বন্ধ করতে হয়। বিষয়টি প্রক্টর ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদারকে জানানোর পর গত ৯ জুলাই বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলীর নির্দেশে আবার কাজ শুরু করা হয়; কিন্তু চাঁদা না দেওয়ায় বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা কাজ বন্ধ করে দেন।

বিশ্ববিদ্যালয় প্রকৌশল দপ্তর সূত্র থেকে জানা গেছে, রেনিসা এন্টারপ্রাইজকে গত ১১ মে সোহরাওয়ার্দী হল থেকে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর ফটক পর্যন্ত রাস্তা সংস্কার করার কার্যাদেশ দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। রাস্তাটির দৈর্ঘ্য ৯০০ মিটার ও প্রস্থ ৪ দশমিক ৫ মিটার। কার্যাদেশের মূল্য ছিল ৫১ লাখ ৯০ হাজার টাকা।

রেনিসা এন্টারপ্রাইজের ঠিকাদার মোহাম্মদ ইলিয়াস কালবেলাকে বলেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে দুই দফা চিঠি দেওয়ার পরও বিষয়টি সুরাহা হয়নি। মালপত্র প্রস্তুত থাকার পরও কাজ বন্ধ রাখতে হচ্ছে, শ্রমিকদের বেতন দিতে হচ্ছে। এ কারণে আমাকে আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। এ ছাড়া আমার কর্মচারীদের মারধর করা হয়েছে চাঁদা চেয়ে। অভিযুক্তরা ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। দেখলে চিনব, তবে তাদের কারও নাম জানি না।

সংশ্লিষ্টদের অভিযোগ, চাঁদা দাবি করা নেতাকর্মী সবাই সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী। তাদের মধ্যে শাখা ছাত্রলীগের সহসভাপতি সাদেক হোসেন ও মোফাজ্জল হায়দার ছিলেন। এ বিষয়ে জানতে মোফাজ্জল হায়দার ও সাদেক হোসেনের মোবাইল ফোনে একাধিকবার কল করা হলে সেটি বন্ধ পাওয়া যায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোহাম্মদ নূরুল আজিম সিকদার কালবেলাকে বলেন, চিঠি পেয়েছি। এরই মধ্যে হাটহাজারী থানা ও বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়িতে অভিযোগ জানানো হয়েছে। তদন্ত কমিটি গঠনের জন্য বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকেও জানানো হয়েছে। এ বিষয়ে জানতে চেয়ে বুধবার রেজিস্ট্রার কে এম নূর আহমদের কার্যালয়ে গেলে তাকে পাওয়া যায়নি। পরে মোবাইল ফোনে একাধিকবার কল করেও তার বক্তব্য পাওয়া যায়নি।

শিক্ষার্থীরা জানান, মোফাজ্জল হায়দার ক্যাম্পাসে ‘টাইগার মোফা’ নামে পরিচিত। এর আগেও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। গত ৬ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গুদামঘর থেকে দরপত্র ছাড়া মালপত্র নিয়ে যাওয়ার চেষ্টার অভিযোগ উঠেছিল। এর আগে ২০১৫ সালের ২ নভেম্বর ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের সময় মোফাজ্জল হায়দারের রামদা শান দেওয়ার ছবি গণমাধ্যমে ফলাও করে প্রকাশিত হয়। এরপর ৬ নভেম্বর মোফাজ্জলকে সাময়িক বহিষ্কার করে কর্তৃপক্ষ। বহিষ্কারের পর পরীক্ষা দিতে না পেরে পরের বছর ৫ এপ্রিল চারুকলা ইনস্টিটিউটের পরীক্ষার হলে তালা ঝুলিয়ে দেন মোফাজ্জল। এ কারণে ওই দিনের পরীক্ষা স্থগিত করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২০১৮ সালের নির্বাচনের বদনাম ঘোচাতে চায় পুলিশ : ডিএমপি কমিশনার

ওয়েস্ট হ্যামের বিরুদ্ধে চেলসির বড় জয়

নরসিংদী জেলা সাংবাদিক সমিতি, ঢাকা’র নতুন কমিটিকে সংবর্ধনা

কেইনের হ্যাটট্রিকে লেইপজিগকে উড়িয়ে দিল বায়ার্ন

নিখোঁজের একদিন পর যুবকের মরদেহ মিলল পুকুরে

বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্রয়ের তারিখ ঘোষণা করলেন ট্রাম্প

এশিয়া কাপ দলে জায়গা পেয়ে সোহানের কৃতজ্ঞতার বার্তা

ঘুষ কেলেঙ্কারিতে পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

প্রবীণদের বিশেষ যত্ন নিয়ে বার্ধক্যের প্রস্তুতি নিন: স্বাস্থ্য সচিব

বিভুরঞ্জন সরকারের মৃত্যু অনাকাঙ্ক্ষিত: রাষ্ট্রদূত আনসারী

১০

লা লিগার কাছে যে অনুরোধ করতে চায় বার্সা

১১

‘নির্বাচনে আমলাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করে গ্রহণযোগ্যতার প্রমাণ দিতে হবে’

১২

সাবেক এডিসি শচীন মৌলিক কারাগারে

১৩

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন শনিবার, যেসব বিষয়ে আলোচনা

১৪

সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের শানে রিসালাত সম্মেলন

১৫

শেষ দিনেও ‘জুলাই সনদ’ নিয়ে মতামত দেয়নি ৭ রাজনৈতিক দল

১৬

ইউরোপের লিগগুলোতে দল কমানোর প্রস্তাব ব্রাজিল কোচ আনচেলত্তির

১৭

নেপালে মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকের প্রচার, তাসনিম জারার ব্যাখ্যা

১৮

মাওয়া এক্সপ্রেসওয়ে মৃত্যুর মিছিল, তিন বছরে প্রাণ হারান ১৮৩ জন

১৯

স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি 

২০
X