

গাইবান্ধা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসিফ সরকারকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (১৪ জানুয়ারি) রাতে শহরের কলেজপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, রাত সোয়া ৯টার দিকে গাইবান্ধা জেলা গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে নাশকতার মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিবি পুলিশের ওসি নজরুল ইসলাম বলেন, গ্রেপ্তার আসিফ সরকারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গাইবান্ধা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
গাইবান্ধা সদর থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন কালবেলাকে বলেন, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা আসিফের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। কোন মামলায় গ্রেপ্তার হয়েছে, এখন বলা সম্ভব নয়। বিষয়টি পরে জানানো হবে।
মন্তব্য করুন