পদযাত্রা কর্মসূচিতে মঙ্গলবার লক্ষ্মীপুরে কৃষক দল নেতা সজীব হোসেনকে হত্যার প্রতিবাদে আজ বৃহস্পতিবার ঢাকাসহ সারা দেশে মহানগর ও জেলা পর্যায়ে শোক র্যালি করবে বিএনপি। ঢাকায় এদিন শোক র্যালিটি বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মগবাজারে গিয়ে শেষ হবে। এ ছাড়া সরকারের পদত্যাগ ও একদফা দাবিতে আগামীকাল শুক্রবার বাদ জুমা ঢাকাসহ সারা দেশে বিএনপির পক্ষ থেকে মসজিদে মসজিদে লিফলেট বিতরণ করা হবে। গতকাল বুধবার রাতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
মন্তব্য করুন