স্বাস্থ্যসেবায় মৌলিক গবেষণার জন্য পুরস্কার পেল বেসরকারি গবেষণা সংস্থা আইপিডিআই ফাউন্ডেশন। বুধবার স্বাধীনতা চিকিৎসক পরিষদ আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির জেনারেল সেক্রেটারি হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মহসীন আহমদের হাতে সম্মাননা তুলে দেন বিশিষ্টজন। আয়োজকরা জানান, আন্তর্জাতিক মৌলিক গবেষণাবিষয়ক ‘ডেভেলপমেন্ট অব এ ট্রান্সলেশন রিসার্চ ইন বাংলাদেশ’ ওয়ার্কশপ ও সিম্পোজিয়ামের এটি প্রথম আয়োজন। কর্মশালায় সারা দেশ থেকে ৫ শতাধিক গবেষণায় চিকিৎসক অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক মালয়েশিয়া থেকে ওয়েবিনারে অংশগ্রহণ করেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মেডিকেলে অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। এ ছাড়া অধ্যাপক মাহমুদুল হাসান, অধ্যাপক এম এ ফয়েজ, অধ্যাপক মোদাচ্ছের আলী, অধ্যাপক আজিজ এমপি, অধ্যাপক দীন মোহাম্মদ, অধ্যাপক আবুল কালাম আজাদ, অধ্যাপক টিটু মিয়াসহ অনেক বিশিষ্টজন অংশগ্রহণ করেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান ও বাংলাদেশের গবেষকরা প্রবন্ধ উপস্থাপন করেন।
মন্তব্য করুন