

নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্রমপুর স্টিল লিমিটেড নামক কারখানার ভাট্রি বিস্ফোরণে আলম হোসেন নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলার তারাব পৌরসভার বরপা এলাকায় এ ঘটনা ঘটে।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি সাবজেল হোসেন বলেন, মঙ্গলবার দুপুরে তারাব পৌরসভার বরপা বিক্রমপুর স্টিল লিমিটেড নামক একটি কারখানার ভাট্রি বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় আলম হোসেন নামের এক শ্রমিকের মৃত্যু হয়। এ সময় আরও দুইজন শ্রমিককে আহত অবস্থায় উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। আহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। তদন্ত শেষে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
মন্তব্য করুন