ষড়যন্ত্র করে নির্বাচন বানচাল করা যাবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী। তিনি বলেন, আগামী নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। অন্য দেশে যে পদ্ধতিতে হয়, বাংলাদেশেও একই পদ্ধতিতে নির্বাচন হবে। গতকাল শনিবার ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমিতে জেলা আওয়ামী লীগ আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সুজিত রায় নন্দী বলেন, বাংলাদেশ কোনো বিচ্ছিন্ন দ্বীপ না। নির্বাচন কমিশনের অধীনেই অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। সম্প্রতি যে নির্বাচনগুলো হয়েছে, প্রত্যেকটিই অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। তিনি বলেন, দেশকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়ার জন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্র চালাচ্ছে। এর বিরুদ্ধে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ হয়ে জেগে উঠতে হবে। আমরা প্রতিহিংসায় বিশ্বাস করি না, আমরা শান্তিতে বিশ্বাস করি। যতই ষড়যন্ত্র হোক আর যতই চক্রান্ত হোক, জনগণই তা রুখে দেবে। বর্ধিত সভায় আরও ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন, দলের উপপ্রচার সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীম, কার্যনির্বাহী সদস্য সফুরা বেগম রুমী, হোসনে আরা লুৎফা ডালিয়া, ঠাকুরগাঁও-২ আসনের এমপি দবিরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি মুহাম্মদ সাদেক কুরাইশী, সাধারণ সম্পাদক দীপক কুমার রায় প্রমুখ।
মন্তব্য করুন