

চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচকে সামনে রেখে প্রাক্-ম্যাচ অনুশীলনে সতীর্থদের সঙ্গে শুরু থেকে অংশ নেননি কিলিয়ান এমবাপ্পে। ফলে ফরাসি তারকাকে নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে রিয়াল শিবিরে।
অনুশীলনে না নামায় এমবাপ্পের খেলা নিয়ে শঙ্কা বাড়ছে। জানা গেছে, ভাঙা আঙুলের সমস্যার পাশাপাশি বাঁ পায়ের পেশিতে অস্বস্তি ভুগছেন তিনি। এসব কারণে অনুশীলনে পূর্ণমাত্রায় অংশ নিতে পারেননি এই ফরোয়ার্ড। ক্লাব সূত্রে জানা গেছে, ম্যাচের ঘণ্টা কয়েক আগে শারীরিক অবস্থার ওপর নির্ভর করেই তার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে এদুয়ার্দো কামাভিঙ্গাকেও দেখা যায়নি অনুশীলনে। যদিও তার অনুপস্থিতি প্রত্যাশিত ছিল। অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে ম্যাচে গোড়ালির চোট পাওয়ার পর থেকেই তিনি সমস্যায় ভুগছেন।
ক্লাবের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, এমবাপ্পে শেষ পর্যন্ত খেলতে পারলেও পুরোপুরি ফিট থাকবেন না। এমন পরিস্থিতিতে তাঁকে একাদশে রাখলে ম্যাচ পরিকল্পনায় বড় প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা কোচ জাভি আলোনসোর। তাই সতর্কতার দিকেই বেশি ঝুঁকছে কোচিং স্টাফ, যদিও ম্যাচের গুরুত্বের কারণে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চান তারা।
এক সূত্রের ভাষায়, “এমবাপ্পে এখনো বড় ধরনের সন্দেহে আছে। খেললোও সে খুব সীমিত অবস্থায় থাকবে।”
এমবাপ্পেকে নিয়ে অনিশ্চয়তার মাঝেই রিয়াল মাদ্রিদ নিশ্চিতভাবে পাচ্ছে না আরও সাতজন খেলোয়াড়কে। চোটের কারণে বাইরে আছেন কারভাহাল, ট্রেন্ট, হুইসেন, মিলিতাও, আলাবা, মেন্ডি ও কামাভিঙ্গা।
এই সংকট সামাল দিতে যুব দল থেকে তিনজন খেলোয়াড়কে দলে ডাক দিয়েছেন জাভি আলোনসো। ভ্যালদেপেনিয়াস, হোয়ান মার্টিনেজ ও সেসতেরো—এই তিন তরুণের মধ্যে অন্তত একজন ম্যাচে সুযোগ পেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
সব মিলিয়ে, চ্যাম্পিয়নস লিগের মঞ্চে ম্যানচেস্টার সিটির বিপক্ষে নামার আগে ইনজুরি দুশ্চিন্তায় নড়বড়ে অবস্থায় রিয়াল মাদ্রিদ। এখন শেষ মুহূর্তের বড় প্রশ্ন—এমবাপ্পে খেলবেন, নাকি বেঞ্চ থেকেই দেখতে হবে মৌসুমের অন্যতম গুরুত্বপূর্ণ লড়াই?
মন্তব্য করুন