

তৃতীয় টেস্ট শুরুর এক সপ্তাহ আগে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। বুধবার (১০ ডিসেম্বর) অ্যাডিলেড টেস্টের জন্য এই দল প্রকাশ করে সংস্থাটি।
প্রথম দুই টেস্ট খেলতে না পারলেও তৃতীয় টেস্টের দলে রয়েছেন প্যাট কামিন্স। জুলাইয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্টে পিঠের ইনজুরিতে পড়েন কামিন্স। তার পর থেকেই দলের বাইরে ছিলেন তিনি। ৫ মাস পর মাঠের লড়াইয়ে নামছেন ৩২ বছর বয়সী এই পেসার। ইনজুরির সমস্যায় থাকা উসমান খাজা ও নাথান লায়নও দলে জায়গা ধরে রেখেছেন।
কামিন্স একাদশে জায়গা পেলে এবং নাথান লায়নও ফিরলে অস্ট্রেলিয়ার দলে বেশকিছু পরিবর্তন দেখা যাবে। স্কট বোল্যান্ড, মাইকেল নেসার এবং ডগেটের মধ্যে যে কোনো দুজনকে সেক্ষেত্রে বেঞ্চে বসতে হতে পারে।
এরই মধ্যে প্রথম দুই ম্যাচ জিতে সিরিজে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। অ্যাডিলেড টেস্ট জিতলে সিরিজ জয় নিশ্চিত হবে স্বাগতিকদের।
তৃতীয় টেস্টের জন্য অস্ট্রেলিয়ার স্কোয়াড- প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ব্রেন্ডন ডগেট, ক্যামেরুন গ্রিন, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মাইকেল নেসার, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, জ্যাক ওয়েদারল্ড ও বিউ ওয়েবস্টার।
মন্তব্য করুন