রাজকুমার নন্দী
প্রকাশ : ০৭ জুলাই ২০২৪, ০২:০২ এএম
আপডেট : ০৭ জুলাই ২০২৪, ১০:৪৮ এএম
প্রিন্ট সংস্করণ

বিএনপি আগস্টে যুগপৎ আন্দোলনে ফিরছে

চলতি মাসেই বসবে লিয়াজোঁ কমিটি
বিএনপি আগস্টে যুগপৎ আন্দোলনে ফিরছে

জাতীয় নির্বাচনের পর দলীয়ভাবে নানা কর্মসূচি পালনের পর এবার যুগপৎ আন্দোলন নিয়ে মাঠে নামার চিন্তা করছে বিএনপি। সরকারের পদত্যাগ ও নতুন নির্বাচনের দাবির পাশাপাশি দুর্নীতি-লুটপাট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ বিভিন্ন ইস্যুতে মিত্রদের সঙ্গে সমন্বয় করে কর্মসূচি পালন করবে দলটি। সেই লক্ষ্যে চলতি মাসের শেষদিকে মিত্র রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের বৈঠকে বসতে যাচ্ছে যুগপতের প্রধান শরিক বিএনপি। এরপর আগামী মাস থেকে নতুন করে মাঠে গড়াতে পারে যুগপৎ আন্দোলন। তবে ‘শোকের মাস’ বিবেচনায় শুরুতে এই আন্দোলন নরম কর্মসূচিতে সীমাবদ্ধ থাকতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটি ও যুগপতের লিয়াজোঁ কমিটির সদস্য সেলিমা রহমান কালবেলাকে বলেন, ‘এ মুহূর্তে যুগপতের কর্মসূচি না থাকলেও একই ইস্যুতে আমরা সবাই আন্দোলন করছি। শরিকদের সঙ্গেও আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে। যথাসময়ে যুগপৎ আন্দোলন মাঠে গড়াবে।’

যুগপৎ আন্দোলনের শরিক গণতান্ত্রিক বাম ঐক্যের অন্যতম শীর্ষ নেতা ও সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক আবুল কালাম আজাদ বলেন, ‘বিএনপির সঙ্গে আমাদের আনুষ্ঠানিক-অনানুষ্ঠানিক আলাপ-আলোচনা চলছে। যুগপতের কর্মসূচি নির্ধারণে চলতি মাসের শেষ সপ্তাহে লিয়াজোঁ কমিটির বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপর আগামী মাস থেকে নতুন করে যুগপৎ আন্দোলন শুরু হতে পারে।’

দ্বাদশ সংসদ নির্বাচনের আগে সরকারের পদত্যাগের একদফা দাবিতে বিভিন্ন দল ও জোটের সঙ্গে সমন্বয় করে প্রায় এক বছর যুগপৎ আন্দোলন করে বিএনপি। এই প্রক্রিয়ায় সব মিলিয়ে ৪০টির মতো রাজনৈতিক দল যুক্ত ছিল। বিএনপি ও মিত্র দলগুলোর আন্দোলন এবং বর্জনের মধ্যেই গত ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে টানা চতুর্থবার সরকার গঠন করে আওয়ামী লীগ। নির্বাচনের পর ১২ ও ১৩ জানুয়ারি মিত্রদের সঙ্গে ধারাবাহিক বৈঠকে নির্দলীয় সরকারের অধীনে নতুন নির্বাচন দাবিতে আন্দোলন অব্যাহত

রাখার সিদ্ধান্ত নেয় বিএনপি। এরপর আগামীর আন্দোলনের কর্মকৌশল ও যুগপতের কর্মসূচি নির্ধারণে মে মাসের মাঝামাঝি সময়ে মিত্রদের সঙ্গে ফের বৈঠক করে বিভিন্ন প্রস্তাবনা নেয় দলটি। কিন্তু এখনো যুগপৎ আন্দোলন মাঠে গড়ায়নি।

তবে বিএনপি ও যুগপতের শরিক দল ও জোটগুলো নিজস্ব কর্মসূচি নিয়ে রাজপথে সক্রিয় রয়েছে। তবে তারা থেমে থেমে কর্মসূচি পালন করছে। এই সময়ে শরিক দু-একটি দল সাংগঠনিকভাবে নিজেদের শক্তি-সামর্থ্য বাড়ানোরও উদ্যোগ নেয়। অন্যদিকে প্রধান শরিক বিএনপি দলীয় কর্মসূচির পাশাপাশি সংগঠন পুনর্গঠনে মনোযোগী হয়। বিগত আন্দোলন ব্যর্থতার সংক্ষিপ্ত মূল্যায়নে আগামীর আন্দোলন সামনে রেখে ঘুরে দাঁড়াতে এ পুনর্গঠন শুরু করেছে দলটি। এরই মধ্যে গত ২১ জুন রাতে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি ঘটে। তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ২৫ জুন তার হৃদযন্ত্রে পেসমেকার বসানো হয়। ১০ দিন হাসপাতালে থাকার পর ২ জুলাই গুলশানের বাসায় ফেরেন তিনি।

এ পরিস্থিতিতে গুরুতর অসুস্থ খালেদা জিয়ার এই মুক্তির দাবি সামনে নিয়ে আসে বিএনপি। এই ইস্যুতে তারা ঢাকাসহ মহানগর ও জেলা শহরে সমাবেশসহ তিন দিনের কর্মসূচি পালন করেছে দলটি।

দলীয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে আন্দোলন অব্যাহত রাখবে বিএনপি। তবে আগামীতে এই দাবির সঙ্গে দুর্নীতি-লুটপাট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ কয়েকটি ইস্যু যুক্ত হতে পারে। নতুন কর্মসূচি এখনো চূড়ান্ত না হলেও আগামীতে পর্যায়ক্রমে ঢাকাসহ সব মহানগর, জেলা ও উপজেলায় বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন, অনশন, অবস্থানের মতো কর্মসূচি আসতে পারে। পাশাপাশি দুর্নীতি ও ভারত-বাংলাদেশের ‘অসম’ চুক্তি-সমঝোতার বিষয়ে জনগণকে জানাতে বিভাগীয় শহরে সেমিনারও করা হতে পারে। আগামীকাল সোমবার স্থায়ী কমিটির সভায় নতুন কর্মসূচি চূড়ান্ত হওয়ার কথা রয়েছে।

জানা গেছে, বিএনপির পাশাপাশি নিজস্ব কর্মসূচি নিয়ে রাজপথে সক্রিয় রয়েছে যুগপতের মিত্ররাও। ভারতের সঙ্গে চুক্তির প্রতিবাদে গত শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গণতন্ত্র মঞ্চ। একই দাবিতে আগামী ৮ জুলাই চট্টগ্রামে, ১১ জুলাই সিলেট ও ১৪ জুলাই ঢাকায় লিফলেট বিতরণের পর সমাবেশের কর্মসূচি দিয়েছে ১২ দলীয় জোট। তবে বন্যা পরিস্থিতির উন্নতি না হলে সিলেটে কর্মসূচির তারিখ পরিবর্তন হতে পারে। এ ছাড়া দুর্নীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে আগামীকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করবে গণতান্ত্রিক বাম ঐক্য। এদিকে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ কয়েকটি ইস্যুতে আগামী বুধবার একই স্থানে বিক্ষোভ সমাবেশ করবে জাতীয়তাবাদী সমমনা জোট।

জানতে চাইলে গণতন্ত্র মঞ্চের অন্যতম শীর্ষ নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, ‘এ মুহূর্তে গণতন্ত্র মঞ্চসহ যুগপৎ আন্দোলনের শরিক দল ও জোটগুলো নিজেদের মতো করে কর্মসূচি করছে। গণতন্ত্র মঞ্চ নিজেরা কর্মসূচি অব্যাহত রাখবে। এ ছাড়া বিএনপির সঙ্গে আমাদের সামগ্রিকভাবে আলাপ-আলোচনা চলছে। আমরা যত দ্রুত সম্ভব যুগপৎ ধারায় যাওয়ার চেষ্টা করছি।’

জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ‘বিরোধী দলবিহীন একতরফা প্রহসনের নির্বাচনের মধ্য দিয়ে আওয়ামী লীগ ফের ক্ষমতায় এসেছে। সরকারের দুর্নীতি-লুটপাট ও দুঃশাসনে মানুষ আজ অতিষ্ঠ। জনগণ এই সরকারের পরিবর্তন চায়। তাই এদের বিরুদ্ধে নতুন করে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগির আমরা যুগপৎভাবে কর্মসূচি নিয়ে মাঠে নামব।’

১২ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা ও লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান কালবেলাকে বলেন,‘ ৭ জানুয়ারির একতরফা নির্বাচনের পর থেকেই নতুন নির্বাচনসহ কয়েকটি ইস্যুতে ১২ দলীয় জোট নিজস্ব কর্মসূচি নিয়ে মাঠে সক্রিয় রয়েছে। রাজধানী ঢাকা ছাড়াও ঢাকার বাইরেও কর্মসূচি পালন করেছে। যুগপৎ আন্দোলন শুরুর ব্যাপারেও আলোচনা চলছে। আশা করছি, শিগগির আন্দোলন মাঠে গড়াবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

আমিরাতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত, আহত ২

খোলামেলা মন্তব্য করে বিপাকে পাকিস্তানি অভিনেত্রী

জাহ্নবী আমাকে ঘুমের ওষুধ খাইয়ে দিয়েছিল: বরুণ ধাওয়ান

ট্রাম্পের প্রস্তাব নিয়ে মাহাথিরের কড়া সমালোচনা

নিষেধাজ্ঞার খবরে ইলিশের দাম আকাশচুম্বী 

মাঠে ঘাস কাটার সময় গৃহবধূকে কুপিয়ে হত্যা

৩ অক্টোবর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

এখনো ধরাছোঁয়ার বাইরে গাজামুখী নৌযান ‘মারিনেট’ 

মাছ ধরতে গিয়ে বজ্রপাতে স্বামীর মৃত্যু, স্ত্রী হাসপাতালে

১০

কানসাটে ‘ক্যান্সার সচেতনতা: স্বাস্থ্যই সম্পদ’ সেমিনার অনুষ্ঠিত

১১

এদেশে পিআর পদ্ধতি সম্পর্কে মানুষের ধারণা নেই : সেলিমুজ্জামান

১২

নিহত যুবদল নেতা রাহুল সরকারের পরিবারের পাশে তারেক রহমান 

১৩

সাংবাদিকতা ও মিডিয়ার সেরাদের অ্যাওয়ার্ড দেবে ডিজিটাল মিডিয়া ফোরাম (ডিএমএফ)

১৪

সহজ ম্যাচ ঘাম ঝড়িয়ে জিতল বাংলাদেশ

১৫

ফ্লোটিলায় ইসরায়েলের হামলা / শুক্রবার বিক্ষোভ মিছিল করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ

১৬

ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আঘাতে মালয়েশিয়া প্রবাসী আহত

১৭

বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেনে আগুন!

১৮

সুপারির বাম্পার ফলন, লাভের মুখ দেখছেন চাষিরা

১৯

প্রতিমা বিসর্জনেও ‘ফিলিস্তিন মুক্তির’ প্রার্থনা

২০
X