গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ০১ জানুয়ারি ২০২৬, ০৯:০২ পিএম
অনলাইন সংস্করণ

খালেদা জিয়ার কাছে লেখা ছাত্রদল নেতার যে চিঠি ফেরত এসেছিল 

আলিমেল হাকিম মুন্সী শাকিব। ছবি : সংগৃহীত
আলিমেল হাকিম মুন্সী শাকিব। ছবি : সংগৃহীত

প্রায় ৮ বছর আগের কথা। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তখন রাজধানী ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরাতন কারাগারে। ওই সময় বেগম খালেদা জিয়ার কাছে চিঠি লেখে ডাকযোগে পাঠান তৎকালীল ময়মনসিংহের গৌরীপুর পৌর শাখা ছাত্রদলের সহসভাপতি মো. আলিমেল হাকিম মুন্সী শাকিব। কিন্তু কারা কর্তৃপক্ষ চিঠিটি গ্রহণ না করায় পুনরায় ফেরত আসে শাকিবের ঠিকানায়।

এদিকে, খালেদা জিয়ার মৃত্যুর পর ওনাকে লেখা সেই চিঠির ছবি দিয়ে নিজের ফেসবুকে শেয়ার করে স্মৃতিকাতর হয়েছেন আলিমেল হাকিম মুন্সী শাকিব। ফেসবুকে চিঠিসহ ছবির ক্যাপশনে শাকিব লেখেন, ‘মা জননী, আপনি চলে গেলেন। আপনার প্রতি ভালোবাসা আর শ্রদ্ধা জানিয়ে জেলগেটে একটা চিঠি দিয়েছিলাম। ভেবেছিলাম কোনো এক বিকালে অবসরে আপনি পড়বেন আমার মনে কথাগুলো। কিন্তু সেই চিঠি আপনার হাত পর্যন্ত পৌঁছায়নি।’ এদিকে চিঠিসহ ছবিটি শেয়ার করার পর মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।

পাঠকের জন্য পুরো চিঠিটা তুলে ধরা হলো- প্রিয় মা জননী, আসসালামু আলাইকুম, আজ আপনি দেশ, জনগণ ও ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য মিথ্যা বানোয়াট মামলায় কারাবন্দি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শাহাদতের পরেও দেশের সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে আপনি স্বৈরাচারবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়ে গণতন্ত্র পূর্ণ উদ্ধার করেছিলেন। ৯ মার্চ ১৯৯১ সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হয়েছিলেন। ১/১১ দেশ-বিদেশি ষড়যন্ত্রের পরেও আপনি জনগণকে নিয়ে তা মোকাবিলা করেছেন।

৫ জানুয়ারি নির্বাচনে জনগণের ভোটের অধিকার আদায়ে গৃহবন্দি হয়ে নিজের সন্তানের মৃত্যুর পরেও নীতিতে অটল ছিলেন, ঠিক তেমনি করে আমরাও আপনার পাশে আছি থাকব, সাজানো মিথ্যা মামলা দিয়ে আপনাকে কারাবন্দি রাখতে পারবে না। মুক্তির অপেক্ষা দেশের তৃণমূল সাধারণ জনগণ আজ ঐক্যবদ্ধ। নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নেবেন, মুক্তি পেয়ে আবারও দেশের নেতৃত্ব দেবেন আপনি, ইনশাআল্লাহ, উঠবে নতুন আশার আলো, সোনালি ধানের শীষে। আল্লাহ হাফেজ।

ইতি বারবার কারা নির্যাতিত ছাত্রদল কর্মী আলিমেল হাকিম মুন্সী শাকিব তাং : ২০-২-১৮

জানা গেছে, আলিমেল হাকিম মুন্সী শাকিবের বাড়ি গৌরীপুর পৌর শহরের নয়াপাড়া এলাকায়। তিনি গৌরীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান ও পৌর বিএনপির সাবেক সভাপতি প্রয়াত আব্দুল খালেক মুন্সীর ছেলে। শাকিব এখন গৌরীপুর পৌর বিএনপির সদস্য পদে দায়িত্ব আছেন। এছাড়াও তিনি একজন শিক্ষানবীশ আইনজীবী।

২০১৮ সালের ২০ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়ার উদ্দেশে লেখা চিঠিটি রেজিস্ট্রি ডাকযোগে পাঠায় শাকিব। ৪২৫ নং রেজিস্ট্রি রশিদমূলে প্রাপকের ঠিকানায় বেগম খালেদা জিয়া, সাবেক প্রধানমন্ত্রী, ঢাকা কেন্দ্রীয় কারাগার, পুরাতন নাজিমউদ্দিন রোড, ঢাকা লিখে পাঠানো হয়। ঢাকা পুরাতন কারা কর্তৃপক্ষ গ্রহণ না করায় ২০ ফেব্রুয়ারি চিঠি ফেরত দেয়। চিঠিটা রেজিস্ট্রিযুক্ত হওয়ায় প্রেরক মো. গোলাম আলিমেল হাকিম মুন্সী শাকিবের ঠিকানায় ওই বছরের ১ মার্চ গৌরীপুর ডাক বিভাগের পিয়ন পৌঁছে দেন।

সেদিনের সেই ঘটনার স্মৃতিচারণ করতে গিয়ে মুন্সী শাকিব বলেন, ‘মিথ্যা মামলায় দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কারাগারে পাঠানোর পর নেত্রীর সার্বিক খোঁজ-খবর নেওয়ার পাশাপাশি আমরা যে আন্দোলন সংগ্রামে মাঠে আছি, সেটা জানানোর জন্যই রেজিস্ট্রি ডাকে চিঠিটা পাঠিয়েছিলাম।’

তিনি আরও বলেন, ‘শেখ হাসিনা সরকারের দুঃশাসনের কারণে কারা কর্তৃপক্ষ চিঠিটি গ্রহণ না করায় ফেরত আসে। দেশনেত্রীকে লেখা চিঠিটি এখনো পরম যত্নে আমার সংগ্রহে আছেই। আপনারা সবাই আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন। আল্লাহপাক যেন ওনাকে জান্নাতের বাসিন্দা করেন।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুপার ওভারের নাটকে রংপুরকে হারাল রাজশাহী

বাড়ি-গাড়ি নেই আখতারের, নগদ আছে ১৩ লাখ টাকা 

নগদের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ লেনদেনের রেকর্ড

শীত ও শৈত্যপ্রবাহ নিয়ে সুখবর দিল আবহাওয়া অধিদপ্তর

নতুন বছরে রিয়াল মাদ্রিদের জন্য দুঃসংবাদ

তাসনিম জারার দেশ-বিদেশের বার্ষিক আয় কত?

বছরের প্রথম দিনেই স্বর্ণের দামে সুখবর

খালেদা জিয়ার মৃত্যুতে শুক্রবার বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানাতে বিএনপি কার্যালয়ে ছারছীনার পীর

ইডেন কলেজে খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

১০

বিটিআরসি ভবন ভাঙচুরের ঘটনায় আটক ২০

১১

খেলতে খেলতেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন পুলিশ সদস্য

১২

বিক্ষোভে উত্তাল ইরান, নিহত একাধিক

১৩

ওসমান হাদি হত্যাকাণ্ডে সঞ্জয়-ফয়সালের দায় স্বীকার

১৪

ফ্রান্সে দোয়া মাহফিল / ‘আপসহীন খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের ঐক্যের প্রতীক’

১৫

মোবাইল ফোন আমদানির শুল্ক কমলো

১৬

খালেদা জিয়ার কাছে লেখা ছাত্রদল নেতার যে চিঠি ফেরত এসেছিল 

১৭

চট্টগ্রামে ১৫ হাজার কুকুরকে জলাতঙ্কের টিকা দেবে চসিক

১৮

চট্টগ্রামে বিমান যাত্রীর ব্যাগেজে মিলল বিপুল সিগারেট

১৯

উইকেট না পেলেও সেরা ছাপ রিশাদের, ঝড়ো রানের ম্যাচে সাশ্রয়ী বোলিং

২০
X