কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৪, ০৩:৪৮ এএম
আপডেট : ২৬ জুলাই ২০২৪, ০৮:০২ এএম
প্রিন্ট সংস্করণ

গ্রাহকের চাহিদা মেটাতে ব্যাংকগুলো হিমশিম খাচ্ছে

সীমিত পরিসরে লেনদেন
গ্রাহকের চাহিদা মেটাতে ব্যাংকগুলো হিমশিম খাচ্ছে

সীমিত পরিসরে লেনদেনের দ্বিতীয় দিনে ব্যাংকগুলোতে গ্রাহকের উপচে পড়া ভিড় দেখা গেছে। গতকাল বৃহস্পতিবারও অধিকাংশ গ্রাহককে দেখা গেছে টাকা উত্তোলন করতে। সেই তুলনায় জমার হার ছিল খুবই কম। ফলে গ্রাহকের নগদ টাকার চাহিদা মেটাতে অনেক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকেই হিমশিম খেতে হয়েছে। কলমানি বাজারের পাশাপাশি বাংলাদেশ ব্যাংক থেকেও বড় অঙ্কের টাকা ধার করেছে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো।

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে দেশজুড়ে হওয়া সহিংসতা ও সাপ্তাহিক ছুটির দিনসহ টানা পাঁচ দিন ব্যাংক বন্ধ ছিল। এটিএম বুথেও টাকার স্বল্পতা ও ইন্টারনেট বন্ধ থাকায় মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থাৎ বিকাশ, রকেট বা নগদের মাধ্যমেও লেনদেন না করতে পারায় ভোগান্তিতে পড়েন মানুষ। এমন পরিস্থিতিতে গত বুধবার ও গতকাল সীমিত পরিসরে অর্থাৎ সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ব্যাংকে লেনদেন করার সুযোগ পান গ্রাহক।

জানা গেছে, সীমিত পরিসরে লেনদেনের প্রথম দিনেই ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ ব্যাংক থেকে সাড়ে ২৫ হাজার কোটি টাকা ধার করেছে। এর মধ্যে শরিয়াহভিত্তিক ব্যাংকগুলো নিয়েছে প্রায় দেড় হাজার কোটি টাকা। বাকি টাকা নিয়েছে অন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। তবে দ্বিতীয় দিনে ধারের পরিমাণ কিছুটা কমেছে। এদিন প্রায় ১০ হাজার কোটি টাকা ধার করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। এর মধ্যে ইসলামী ধারার ব্যাংকগুলো নিয়েছে প্রায় ১ হাজার কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি কলমানি বাজারেও এক ব্যাংক আরেক ব্যাংক থেকে ধার করে গ্রাহকের নগদ টাকার চাহিদা পূরণ করছে। ফলে কলমানিতে সুদের হারও কিছুটা বেড়েছে। গতকাল কলমানিতে গড় সুদহার ছিল ৯ দশমিক ০৪ শতাংশ।

অর্থনীতিবিদরা বলছেন, এমনিতেই ব্যাংকগুলোতে তারল্য সংকট রয়েছে। এর মধ্যে বেশ কয়েকদিন ব্যাংক বন্ধ থাকায় গ্রাহকের চাহিদা বেড়েছে। এটা স্বাভাবিক। তবে এ সময় যদি বাংলাদেশ ব্যাংক ব্যাংকগুলোকে বেশি টাকা দেয়, তাহলে বাজারে টাকার সরবরাহ বেড়ে গিয়ে মূল্যস্ফীতিকে উসকে দিতে পারে। তাই এ বিষয়ে বাংলাদেশ ব্যাংককে সতর্কতা অবলম্বন করতে হবে।

এত বেশি টাকা ধার নেওয়ার কারণ জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট এক ঊর্ধ্বতন কর্মকর্তা কালবেলাকে বলেন, এখন থেকে সপ্তাহে দুদিন রেপোর মাধ্যমে ধার নিতে পারে ব্যাংকগুলো। নির্ধারিত এই দুদিন হচ্ছে সোমবার ও বুধবার। আর টানা তিন কার্যদিবস ব্যাংক বন্ধ থাকার পর গত বুধবার সীমিত পরিসরে ব্যাংকে লেনদেন চালু হয়। এদিন গ্রাহকের নগদ টাকার চাহিদাও ছিল অনেক বেশি। আর সেদিন নির্ধারিত রেপোর নিলামের তারিখ হওয়ায় বেশি ধার নেয় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। তবে গতকাল ধারের মাত্রা কিছুটা কমেছে।

ব্যাংকের ট্রেজারি বিভাগের কর্মকর্তারা জানান, ধার নেওয়া এই অর্থ বাংলাদেশ ব্যাংকের সঙ্গে থাকা হিসাবে ঘাটতি ও নগদ জমায় (সিআরআর) ঘাটতি হিসেবে ব্যবহার করে অনেক ব্যাংক। আবার অনেক ব্যাংক নগদ টাকা নিয়ে গ্রাহকের চাহিদা মেটায়।

এদিকে, গতকাল সকাল ১১টায় মতিঝিলে সোনালী ব্যাংকের লোকাল অফিসের সামনে লম্বা লাইন দেখা গেছে। যাদের অধিকাংশই টাকা তুলতে এসেছেন। হাফিজ উদ্দিন নামে এক গ্রাহক বলেন, টানা পাঁচ দিন ব্যাংক বন্ধ ছিল। বুধবার এসে লাইনে দাঁড়িয়েও টাকা তুলতে পারিনি। আমার বাবা হাসপাতালে ভর্তি আছেন। তাই আজ আমাকে টাকা তুলতেই হবে। তা না হলে বড় বিপদে পড়ে যাব। মগবাজারে উত্তরা ব্যাংকের লাইনে দাঁড়ানো মনিরুল ইসলাম বলেন, টাকার অঙ্ক বেশি বলে আমাকে অপেক্ষা করতে বলেছে। দিতে পারবে কি না, জানি না।

জানতে চাইলে সোনালী ব্যাংকের লোকাল অফিসের ম্যানেজার শফিকুল ইসলাম কালবেলাকে বলেন, ছাত্র আন্দোলনের কারণে তিন কার্যদিবস ব্যাংক বন্ধ ছিল। এ সময়ে হয়তো অনেক গ্রাহকই নগদ টাকায় কেনাকাটা করেছেন। তাই বেশিরভাগ গ্রাহক টাকা উত্তোলন করছেন। আবার অনেকে টাকা জমাও দিয়েছেন। তবে কোনো ধরনের সংকট হয়নি।

একই বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক কালবেলাকে বলেন, কয়েকদিন ধরে শিক্ষার্থীদের আন্দোলন পরিস্থিতির কারণে টানা তিন দিন ব্যাংক বন্ধ ছিল। সে কারণে ব্যাংকে ভিড় বাড়াটা স্বাভাবিক। তবে কোথাও টাকা দিতে পারছে না এ ধরনের তথ্য আমাদের কাছে নেই।

এদিকে বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, গত বুধবার বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য বাংলাদেশ ব্যাংক রেপো, অ্যাসিউরড রেপো, অ্যাসিউরড লিকুইডিটি সাপোর্ট (এএলএস) ও শরিয়াহভিত্তিক ব্যাংকগুলোর জন্য ইসলামিক ব্যাংকস লিকুইডিটি ফ্যাসিলিটির (আইবিএলএফ) নিলাম হয়। এতে সাত দিন মেয়াদি রেপো সুবিধার আওতায় ১৪টি ব্যাংক ও দুটি আর্থিক প্রতিষ্ঠানকে ৫ হাজার ৭ কোটি টাকা, ১৪ দিন মেয়াদি রেপো সুবিধার আওতায় ৯টি ব্যাংককে ২ হাজার ৩৭০ কোটি টাকা, ২৮ দিন মেয়াদি রেপো সুবিধার আওতায় ১২টি ব্যাংক ও দুটি আর্থিক প্রতিষ্ঠানকে ৭ হাজার ১৯৭ কোটি টাকা দেওয়া হয়। এ ছাড়া ১৮০ দিন মেয়াদি অ্যাসিউরড রেপো আওতায় তিনটি ব্যাংককে ৫ হাজার ৬৯১ কোটি টাকা এবং এক দিন মেয়াদি অ্যাসিউরড লিকুইডিটি সাপোর্ট আওতায় ১১টি প্রাইমারি ডিলার ব্যাংককে ৩ হাজার ৭৭৪ কোটি টাকা দেওয়া হয়। পাশাপাশি ১৪ দিন মেয়াদি ইসলামিক ব্যাংকস লিকুইডিটি ফ্যাসিলিটির আওতায় একটি ব্যাংককে ৪৯৭ কোটি টাকা ও ২৮ দিন মেয়াদে পাঁচটি ইসলামী ধারার ব্যাংককে ৯৮৪ কোটি টাকা দেওয়া হয়। সব মিলিয়ে বুধবারে ২৫ হাজার ৫২১ কোটি টাকা ধার দেওয়া হয়।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, সাত দিন মেয়াদে টাকা ধারের সুদহার ৮ দশমিক ৬০ শতাংশ, ১৪ দিন মেয়াদে সুদহার ৮ দশমিক ৭০ শতাংশ ও ২৮ দিন মেয়াদি টাকা ধারের সুদহার ৮ দশমিক ৭৫ শতাংশ। এ ছাড়া অ্যাসিউরড রেপো ও অ্যাসিউরড লিকুইডিটির সুদহার সাড়ে ৮ শতাংশ। ইসলামি ধারার ব্যাংকের জন্য মুনাফার হার সাড়ে ৫ শতাংশ। ২৮ দিন মেয়াদি ইসলামী ধারার ব্যাংকের জন্য মুনাফার হার ৩ দশমিক ২৫ শতাংশ থেকে সাড়ে ৬ শতাংশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ে ‘সাংবাদিকতায় কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার’ শীর্ষক কর্মশালা

মিরপুরের সেই গুদাম থেকে বের হচ্ছে বিষাক্ত গ্যাস, দূরে থাকার পরামর্শ

বাচ্চাকে কোলে নিয়ে ভোট দিলেন মা

এবার ধানমন্ডিতে আগুন

কাশিমপুর কারাগার থেকে মুক্তি পেলেন বিডিআর বিদ্রোহ মামলার ৯ জন

জামায়াত আমিরের সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

অভিনেতা পঙ্কজ ধীর আর নেই

শিক্ষকদের বাড়ি ভাড়া বাড়ানোর প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে

দুই শতাধিক ভুয়া ভোটারকে আটকে দিল প্রশাসন   

দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে প্রথম টেস্টে সহজ জয় পাকিস্তানের

১০

ফেব্রুয়ারিতে নির্বাচন করতে সরকার বদ্ধপরিকর : আইন উপদেষ্টা

১১

শিক্ষকদের ৩ দাবিতে উত্তাল শাহবাগ

১২

কলাবাগানে স্বামীর হাতে স্ত্রী খুনের লোমহর্ষক বর্ণনা দিল পুলিশ

১৩

সন্ধ্যায় দলগুলোর সঙ্গে জরুরি বৈঠকে বসছে ঐকমত্য কমিশন 

১৪

বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন নির্বাচনের তারিখ ঘোষণা

১৫

সেই দুই পুলিশ কর্মকর্তার দুদকে বদলির আদেশ বাতিল

১৬

সরকারি কাজে বাধা, যুবদল নেতা বহিষ্কার

১৭

সাড়ে ৪ ঘণ্টায় ভোট পড়েছে ৪০ শতাংশ

১৮

দুঃসাহসী সেই চিকিৎসকের ভাগ্যে কী ঘটেছে?

১৯

আসলেই কি নোয়াখালীতে গান্ধীর ছাগল চুরি হয়েছিল?

২০
X