দেশে ইসলামবিরোধী আইন সংযুক্তির চেষ্টা করা হলে শাপলা চত্বরে নতুন কারবালা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন খেলাফত মজলিশের মহাসচিব মাওলানা মামুনুল হক। তিনি বলেন, বিগত সরকার যেসব আইন পাস করেছে, সেখানে কোরআনবিরোধী ধারা রয়েছে, সেগুলো সংশোধনের উদ্যোগ নিন। নতুন করে যদি ইসলামবিরোধী, কোরআন-সুন্নাহবিরোধী কোনো ধারা আইনে সংযুক্তির চেষ্টা করা হয়, তাহলে শাপলা চত্বরে নতুন কারবালা হবে।
গতকাল দুপুরে জামালপুর শহরের সিংহজানী বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মামুনুল হক। ‘শাপলা চত্বরে হেফাজতে ইসলামের আন্দোলন এবং ছাত্র-জনতার বিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার ও নৈরাজ্যবাদের বিরুদ্ধে গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে’ এ কর্মসূচির আয়োজন করা হয়। তিনি বলেন, নরেন্দ্র মোদিরা গত তিনটি জাতীয় নির্বাচনে ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। তাদের একতরফা প্রশ্রয়ের সুযোগ নিয়ে স্বৈরাচারী শেখ হাসিনা ভোটের অধিকার কেড়ে নিয়েছিলেন।
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে খেলাফতের এই নেতা বলেন, আজ জেলা শহরের মঞ্চ থেকে বলছি, কয়েকদিন পর ঢাকা থেকে বলব। এরপরে শাপলা চত্বরে যাব, এর পরও যদি কথায় কর্ণপাত না করা হয়, তাহলে গণভবন-বঙ্গভবন কোনো কিছুই ছাড়ব না।
দলটির জামালপুর জেলা শাখার আহ্বায়ক মুহাম্মদ আলী খানের সভাপতিত্বে গণসমাবেশে নেতারা বক্তব্য দেন।
এদিন শেরপুরের শহীদ দারোগ আলী পৌর পার্কে আরেক সমাবেশে মামুনুল হক বলেন, কোনো অজুহাতে স্বৈরাচার হাসিনা ও তার দোসরদের পুনর্বাসনের চেষ্টা বাংলাদেশের মানুষ বরদাশত করবে না।
একই দিন ময়মনসিংহ নগরের আঞ্জুমান ঈদগাহ মাঠে আরেক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন মামুনুল হক। এসব কর্মসূচিতে দলটির কেন্দ্রীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।