আলী ইব্রাহিম
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ০২:৪৮ এএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ০৭:৫৩ এএম
প্রিন্ট সংস্করণ

জেনেক্সের সঙ্গে এনবিআরের চুক্তি বাতিল হতে পারে

ইএফডি সরবরাহ
জেনেক্সের সঙ্গে এনবিআরের চুক্তি বাতিল হতে পারে

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সঙ্গে ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস (ইএফডি) সংক্রান্ত চুক্তির পর থেকে সরবরাহের ক্ষেত্রে ধাপে ধাপে মিথ্যার আশ্রয় নিয়েছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। এসিনো করপোরেশন থেকে ইএফডি মেশিন আনার বাধ্যবাধকতা থাকলেও জেনেক্স নিয়ে এসেছে অন্য কোম্পানি থেকে। দুই বছর তথ্য সংরক্ষণ করার বাধ্যবাধকতা থাকলেও সেটি করেনি জেনেক্স। নির্ধারিত সময়ে ২০ হাজার ইএফডি বসানোর কাজও করতে পারেনি প্রতিষ্ঠানটি। যার কারণে কোম্পানির কাছে চুক্তির শর্তভঙ্গের ব্যাখ্যা চেয়েছে এনবিআর। সন্তোষজনক জবাব না পেলে জেনেক্সের সঙ্গে চুক্তি বাতিল করতে পারে রাজস্ব আদায়ের এ সংস্থাটি। তবে জেনেক্স কর্তৃপক্ষ বলছে, এসিনো করপোরেশনের সরবরাহ বন্ধ থাকায় অন্য প্রতিষ্ঠান থেকে ইএফডি আমদানি করেছে তারা। এনবিআর সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ইএফডি সরবরাহের ক্ষেত্রে জেনেক্স ইনফোসিসের মিথ্যা তথ্যের কারণে দুটি কমিটি গঠন করে এনবিআর। দুই কমিটির প্রতিবেদনে জেনেক্সের নানা ধরনের ভুল তথ্য ও অসংগতি ধরা পড়েছে। প্রাথমিকভাবে চুক্তিতে উল্লিখিত প্রতিষ্ঠান এসিনো করপোরেশন থেকে ইএফডি নিয়ে আসার বাধ্যবাধকতা থাকলেও জেনেক্স ইনফোসিস আরেকটি প্রতিষ্ঠান থেকে এনে সরবরাহ করেছে। এ ছাড়া নির্ধারিত সময়ের মধ্যে ২০ হাজার ইএফডি মেশিন সরবরাহের কথা থাকলেও প্রতিষ্ঠানটি সর্বসাকুল্যে ১২ হাজার মেশিন স্থাপন করেছে। এ ছাড়া চুক্তির অন্যতম শর্ত ছিল দুই বছর কাস্টমারের ডাটা সংরক্ষণ করা; কিন্তু এনবিআরের দুটি কমিটির প্রতিবেদনে ডাটা সংরক্ষণের কোনো তথ্যই পায়নি।

চুক্তির এসব শর্তের ব্যত্যয় কেন করেছে, তার কারণ জানতে চেয়ে জেনেক্স ইনফোসিসকে চিঠি দিয়েছে এনবিআর।

জানতে চাইলে এনবিআরের ভ্যাট বাস্তবায়নের দায়িত্বপ্রাপ্ত সদস্য ড. আব্দুর রউফ কালবেলাকে বলেন, জেনেক্স ইসফোসিস চুক্তিতে নির্ধারিত প্রতিষ্ঠানের ইএফডি মেশিন সরবরাহ করেনি। যার কারণে কোম্পানিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশের জবাবের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

সূত্র আরও জানায়, ইএফডি সরবরাহের ক্ষেত্রে গুরুতর অনিয়মের প্রাথমিক সত্যতা পেয়েছে এনবিআরের গঠিত তদন্ত কমিটি। চুক্তির শর্তাবলিতে নানা অসংগতির প্রমাণও মিলেছে। এর মধ্যে অন্যতম হচ্ছে, এসিনো করপোরেশনের ইএফডি। যাতে ফাইভ-জি সাপোর্ট মিলবে। কিন্তু কোম্পানি দাবি করছে, এসিনো করপোরেশন এ ধরনের ইএফডি সরবরাহ করা বন্ধ করেছে। তাই তারা এসিনো করপোরেশন থেকে ইএফডি আনতে পারেনি। চুক্তিতে ইএফডি পরিচালনার জন্য কর্মকর্তাদের দেশে-বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা থাকলেও কোনো ধরনের প্রশিক্ষণের ব্যবস্থা করেনি জেনেক্স। এ ছাড়া মানবসম্পদ পদায়নসহ নানা চুক্তি থাকলেও তা সঠিকভাবে পরিপালন করেনি প্রতিষ্ঠানটি। এসব কারণে জেনেক্স ইনফোসিসকে আগামী ২৮ কার্যদিবসের মধ্যে প্রয়োজনীয় দলিলাদিসহ নোটিশের জবাব দিতে বলেছে এনবিআর। সংস্থাটির চেয়ারম্যান আব্দুর রহমান খান স্বাক্ষরিত এক নোটিশে এসব বলা হয়েছে। এ ছাড়া নোটিশে চুক্তির সঠিক জবাব না পেলে চুক্তিভঙ্গের শর্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে এনবিআর।

জানতে চাইলে জেনেক্স ইনফোসিসের করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্সের প্রধান আশিকুর রহমান কালবেলাকে বলেন, এসিনো করপোরেশন থেকে ইএফডি নিয়ে আসার কথা থাকলেও প্রতিষ্ঠানটির সরবরাহ বন্ধ হওয়ার কারণে তা সম্ভব হয়নি। প্রযুক্তিগত জটিলতার বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা অন্য কোম্পানি থেকে ইএফডি আমদানি করেছি। এসিনো ডিভাইসের যে মেশিন ফোর-জি সাপোর্ট করলেও আমাদের মেশিন ফাইভ-জি সাপোর্ট করতে সক্ষম। আর সরকারের কৃচ্ছ্রসাধনের বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করিনি। এ ছাড়া মেশিন বসানোর ক্ষেত্রে খুচরা ব্যবসায়ীরা অসহযোগিতা করেছেন। যার কারণের নির্ধারিত সময়ে ২০ হাজার ইএফডি সরবরাহ করতে পারিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আলোচনায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোপুত্র গুয়েরা

হাতাহাতি ও লাল কার্ডের ম্যাচে তহুরাদের ২৩ গোল

নিজের সাফল্য দেখে যেতে পারল না শিশু আয়েশা

এবার আর্থিক সহযোগিতা চাইলেন ব্যারিস্টার ফুয়াদ

ঘুরতে গিয়ে প্রেমিকাসহ স্ত্রীর হাতে ধরা স্বামী, অতঃপর...

ঘনকুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

তারেক রহমানের সঙ্গে জাতীয় প্রেসক্লাব নেতাদের সাক্ষাৎ

জাবিতে ২০ বোতল মদসহ শিক্ষার্থী আটক

তারেক রহমানের সঙ্গে দেশের শীর্ষ ব্যবসায়ীদের বৈঠক

১২ জানুয়ারি ঢাকায় আসছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত

১০

ঢাবির ভর্তি পরীক্ষায় ৯০ শতাংশই অকৃতকার্য

১১

ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটের ফল প্রকাশ

১২

সবচেয়ে বেশি ও কম ভোটার কোন কোন আসনে

১৩

ভেনেজুয়েলা পরিচালনা নিয়ে অন্তর্বর্তী প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের আলাপ

১৪

আশুলিয়ায় খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় কোরআন খতম ও দোয়া

১৫

স্বাভাবিক জীবনে ফেরার আহ্বান ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রীর

১৬

ভেনেজুয়েলায় নির্বাচন নিয়ে আলোচনা এখনই নয় : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১৭

হঠাৎ ভালুকের মুখোমুখি দুই বন্ধু, অতঃপর...

১৮

খালেদা জিয়া ১৮ কোটি মানুষের হৃদয়ের নেত্রী হয়ে চিরস্মরণীয় থাকবেন : চসিক মেয়র

১৯

কালবেলায় একাধিক পদে চাকরির সুযোগ 

২০
X