এনায়েত শাওন
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ০২:৩০ এএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ০৮:৪৪ এএম
প্রিন্ট সংস্করণ

খালেদা জিয়ার নিরাপত্তায় বেতার তরঙ্গ বরাদ্দ চায় বিএনপি

খালেদা জিয়ার নিরাপত্তায় বেতার তরঙ্গ বরাদ্দ চায় বিএনপি

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে তরঙ্গ বরাদ্দ চেয়েছে বিএনপি। দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য বেতার যন্ত্র আমদানি করতে ও তরঙ্গ ব্যবহারের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে বলে কালবেলাকে নিশ্চিত করেছেন চেয়ারপারসনের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এক কর্মকর্তা।

এদিকে বিটিআরসির পক্ষ থেকে জানানো হয়, বিএনপি একটি রাজনৈতিক দল। এর আগে কোনো রাজনৈতিক দলকে তরঙ্গ বরাদ্দ দেওয়া হয়নি। তবে দল হিসেবে বিএনপির অনুকূলে তরঙ্গ বরাদ্দ না দিয়ে দলের চেয়ারপারসনের নিরাপত্তা প্রদানের জন্য যদি কোনো নিরাপত্তা সংস্থা নিয়োজিত থাকে, তাহলে সেই সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় যাচাই-বাছাই সাপেক্ষে সংস্থাটির অনুকূলে তরঙ্গ বরাদ্দ দেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

এ প্রসঙ্গে খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী এবিএম আবদুস সাত্তার কালবেলাকে বলেন, খালেদা জিয়ার নিরাপত্তার জন্য সরকারের কাছে তরঙ্গ বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে। তবে এখনো অনুমতির বিষয়ে কোনো কিছু জানানো হয়নি।

আবেদনের চিঠি থেকে জানা যায়, খালেদা জিয়ার নিরাপত্তা বাড়াতে বেতার যন্ত্র আমদানি করতে বিটিআরসির কাছে অনুমোদন চায়। এসব যন্ত্রপাতি ব্যবহার করতে তরঙ্গের বরাদ্দ চায়। সেই পরিপ্রেক্ষিতে বিটিআরসি স্পেকট্রাম বিষয়টি বিষদ আলোচনা শেষে রাজনৈতিক দলকে তরঙ্গ বরাদ্দ দেওয়ার নিয়ম না থাকায় নাকচ করে দেয়। তবে খালেদা জিয়ার নিরাপত্তায় নিয়োজিত কোনো প্রতিষ্ঠান থাকলে তাদের অনুকূলে তরঙ্গ বরাদ্দ দেওয়ার বিষয়ে ইতিবাচক অবস্থান প্রকাশ করে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ (সংশোধিত-২০১০)-এর ধারা ৫৫(১) অনুযায়ী, ‘লাইসেন্স ব্যতিরেকে বাংলাদেশ ভূখণ্ডে বা আঞ্চলিক সমুদ্রসীমায় বা উহার উপরস্থ আকাশসীমান্ত বেতার যোগাযোগের উদ্দেশ্যে কোন বেতার যন্ত্রপাতি স্থাপন, পরিচালনা বা ব্যবহার বা কোন বেতার যন্ত্রপাতিতে কমিশন কর্তৃক বরাদ্দকৃত তরঙ্গ ব্যতীত অন্য কোন তরঙ্গ ব্যবহার আইনানুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ। একই সঙ্গে, এই বিধানের আলোকে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের অনুকূলে আবেদনের ভিত্তিতে এবং প্রয়োজনের যৌক্তিকতা বিবেচনায় নিয়ে বেতার তরঙ্গ ব্যবহার করে রেডিও লিঙ্ক স্থাপন এবং বেতার যন্ত্রপাতি আমদানি, ক্রয়, বিক্রয়, পরিচালনা, ব্যবহারের অনুমোদন প্রদান করা হয়। নিরাপত্তার স্বার্থে বা অন্য যে কোনো কারণেই হোক এজাতীয় যন্ত্র আমদানি ও বেতার তরঙ্গ ব্যবহারের জন্য বিটিআরসির পূর্বানূমতি নেওয়ার বিধান রয়েছে।’

বিটিআরসির জনসংযোগ কর্মকর্তা (উপপরিচালক) জাকির হোসেন খান কালবেলাকে বলেন, আইনানুযায়ী লাইসেন্সি প্রতিষ্ঠান ছাড়া কোনো রাজনৈতিক দলের অনুকূলে তরঙ্গ বরাদ্দ দেওয়ার নিয়ম নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাকসুতে প্যানেল দ্বন্দ্ব, পদত্যাগ করে বাগছাস নেতার মিষ্টি বিতরণ

সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবা আন্তর্জাতিক মানের করতে চাই : বেবিচক চেয়ারম্যান

‘আ. লীগ বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল’

আ.লীগ নেত্রী রুনু গ্রেপ্তার

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

ভোলায় পাঁচ দিন ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

থানা ব্যারাকে নারী পুলিশ সদস্যকে ধর্ষণ, তিনজন ক্লোজড

পিআর পদ্ধতিতে সব ভোটারের মূল্যায়ন হয় : চরমোনাই পীর

১০

তিস্তায় কার্টুন বক্সে ভাসছিল নবজাতকের মরদেহ

১১

দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : চসিক মেয়র

১২

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

১৩

চট্টগ্রামে সাংবাদিকদের সতর্কবার্তা / ‘সাংবাদিকরা চুপ থাকলে সমাজ অন্ধকারে ডুবে যাবে’

১৪

যেসব অনিয়মে বাতিল হবে এজেন্সির নিবন্ধন

১৫

অবৈধ কার্যক্রম প্রতিরোধে সিলেট জেলা পুলিশ অঙ্গীকারবদ্ধ : পুলিশ সুপার

১৬

বগুড়ায় সাহিত্য উৎসব শুক্রবার, অংশ নিবে দুই শতাধিক কবি

১৭

বিমানবন্দরে যাত্রী হয়রানি রোধে নতুন নির্দেশনা

১৮

জুলাই শহীদদের স্মরণে জবিতে গ্রিন ভয়েসের বৃক্ষরোপণ ও সচেতনতামূলক ক্যাম্পেইন

১৯

মার্কিন বিনিয়োগকৃত প্রতিষ্ঠানে রুশ হামলা

২০
X