এনায়েত শাওন
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৫, ০২:৩০ এএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৫, ০৮:৪৪ এএম
প্রিন্ট সংস্করণ

খালেদা জিয়ার নিরাপত্তায় বেতার তরঙ্গ বরাদ্দ চায় বিএনপি

খালেদা জিয়ার নিরাপত্তায় বেতার তরঙ্গ বরাদ্দ চায় বিএনপি

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে তরঙ্গ বরাদ্দ চেয়েছে বিএনপি। দলটির চেয়ারপারসন খালেদা জিয়ার নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য বেতার যন্ত্র আমদানি করতে ও তরঙ্গ ব্যবহারের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে বলে কালবেলাকে নিশ্চিত করেছেন চেয়ারপারসনের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এক কর্মকর্তা।

এদিকে বিটিআরসির পক্ষ থেকে জানানো হয়, বিএনপি একটি রাজনৈতিক দল। এর আগে কোনো রাজনৈতিক দলকে তরঙ্গ বরাদ্দ দেওয়া হয়নি। তবে দল হিসেবে বিএনপির অনুকূলে তরঙ্গ বরাদ্দ না দিয়ে দলের চেয়ারপারসনের নিরাপত্তা প্রদানের জন্য যদি কোনো নিরাপত্তা সংস্থা নিয়োজিত থাকে, তাহলে সেই সংস্থার আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় যাচাই-বাছাই সাপেক্ষে সংস্থাটির অনুকূলে তরঙ্গ বরাদ্দ দেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে।

এ প্রসঙ্গে খালেদা জিয়ার ব্যক্তিগত সহকারী এবিএম আবদুস সাত্তার কালবেলাকে বলেন, খালেদা জিয়ার নিরাপত্তার জন্য সরকারের কাছে তরঙ্গ বরাদ্দ চেয়ে আবেদন করা হয়েছে। তবে এখনো অনুমতির বিষয়ে কোনো কিছু জানানো হয়নি।

আবেদনের চিঠি থেকে জানা যায়, খালেদা জিয়ার নিরাপত্তা বাড়াতে বেতার যন্ত্র আমদানি করতে বিটিআরসির কাছে অনুমোদন চায়। এসব যন্ত্রপাতি ব্যবহার করতে তরঙ্গের বরাদ্দ চায়। সেই পরিপ্রেক্ষিতে বিটিআরসি স্পেকট্রাম বিষয়টি বিষদ আলোচনা শেষে রাজনৈতিক দলকে তরঙ্গ বরাদ্দ দেওয়ার নিয়ম না থাকায় নাকচ করে দেয়। তবে খালেদা জিয়ার নিরাপত্তায় নিয়োজিত কোনো প্রতিষ্ঠান থাকলে তাদের অনুকূলে তরঙ্গ বরাদ্দ দেওয়ার বিষয়ে ইতিবাচক অবস্থান প্রকাশ করে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ (সংশোধিত-২০১০)-এর ধারা ৫৫(১) অনুযায়ী, ‘লাইসেন্স ব্যতিরেকে বাংলাদেশ ভূখণ্ডে বা আঞ্চলিক সমুদ্রসীমায় বা উহার উপরস্থ আকাশসীমান্ত বেতার যোগাযোগের উদ্দেশ্যে কোন বেতার যন্ত্রপাতি স্থাপন, পরিচালনা বা ব্যবহার বা কোন বেতার যন্ত্রপাতিতে কমিশন কর্তৃক বরাদ্দকৃত তরঙ্গ ব্যতীত অন্য কোন তরঙ্গ ব্যবহার আইনানুযায়ী একটি দণ্ডনীয় অপরাধ। একই সঙ্গে, এই বিধানের আলোকে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের অনুকূলে আবেদনের ভিত্তিতে এবং প্রয়োজনের যৌক্তিকতা বিবেচনায় নিয়ে বেতার তরঙ্গ ব্যবহার করে রেডিও লিঙ্ক স্থাপন এবং বেতার যন্ত্রপাতি আমদানি, ক্রয়, বিক্রয়, পরিচালনা, ব্যবহারের অনুমোদন প্রদান করা হয়। নিরাপত্তার স্বার্থে বা অন্য যে কোনো কারণেই হোক এজাতীয় যন্ত্র আমদানি ও বেতার তরঙ্গ ব্যবহারের জন্য বিটিআরসির পূর্বানূমতি নেওয়ার বিধান রয়েছে।’

বিটিআরসির জনসংযোগ কর্মকর্তা (উপপরিচালক) জাকির হোসেন খান কালবেলাকে বলেন, আইনানুযায়ী লাইসেন্সি প্রতিষ্ঠান ছাড়া কোনো রাজনৈতিক দলের অনুকূলে তরঙ্গ বরাদ্দ দেওয়ার নিয়ম নেই।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাড়ি থেকে পালিয়ে প্রেমিককে বিয়ে, সেই তরুণীর রহস্যজনক মৃত্যু

টটেনহ্যামকে উড়িয়ে প্রিমিয়ার লিগে শীর্ষস্থান মজবুত করল আর্সেনাল

যে কারণে ক্ষমা চাইলেন বাফুফে সভাপতি

গাজায় সেনা পাঠানো নিয়ে নতুন সংকটে পাকিস্তান

তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ৬১ ক্রিকেট ব্যাট-বল বিতরণ

ভূমিকম্পে আহত হামীমের চিকিৎসার খোঁজ নিলেন ডা. কাঁকন

৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যা

খালেদা জিয়ার হাসপাতালে ভর্তির কারণ জানালেন চিকিৎসক

ফাইনালে সুপার ওভারে হেরে বাংলাদেশের স্বপ্নভঙ্গ

বিদেশিদের হাতে বন্দরের ব্যবস্থাপনা তুলে দেওয়া অদূরদর্শী সিদ্ধান্ত : লায়ন ফারুক

১০

হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় / পূর্বপরিকল্পিতভাবে হত্যা করা হয় মেজর সিনহাকে

১১

কর্মী নিয়োগ নিয়ে বাংলাদেশকে সুখবর দিল সৌদি আরব

১২

সোনালী ব্যাংকে ‘শয়তানের নিঃশ্বাস’ দিয়ে প্রতারণা

১৩

জাল টাকার নোটসহ আটক ২

১৪

রাজশাহীতে ৬ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

১৫

এসএ সিদ্দিক সাজুকে বিএনপির শোকজ

১৬

বিএনপি নারীর ক্ষমতায়ন ও স্বাবলম্বিতা বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : সেলিমা রহমান

১৭

মুফতি মামুনুর রশিদ কাসেমী গ্রেপ্তার

১৮

রাজনীতি রাজনীতিবিদদের হাতেই থাকা উচিত : রিজভী

১৯

যুদ্ধবিরতির মধ্যে গাজায় হামলা, কমান্ডারকে নিহতের দাবি ইসরায়েলের

২০
X