কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৫, ০৩:১১ এএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৫, ০২:০৭ পিএম
প্রিন্ট সংস্করণ
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

মায়ের কাছেই নিরাপদ এরিক

মায়ের কাছেই নিরাপদ এরিক

জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ এবং তার সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিকের ছেলে শাহাতা জারাব এরশাদ এরিক মায়ের কাছে নিরাপদ ও ঝুঁকিহীন রয়েছেন বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি লিখেছেন। গত ১০ জানুয়ারি ট্রাস্টের চেয়ারম্যান ফখর উজ জামান জাহাঙ্গীর এরিকের নিরাপত্তা ও ট্রাস্টের নীতিমালা রক্ষার্থে প্রশাসনের হস্তক্ষেপ চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে এরিক এরশাদ গত মঙ্গলবার স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে পাঠানো এক চিঠিতে মায়ের কাছেই নিরাপদ আছেন বলে উল্লেখ করেন।

চিঠিতে কাজী মামুনের বিরুদ্ধে মা বিদিশার কাছ থেকে দূরে রাখার ষড়যন্ত্রের অভিযোগ তুলে এরিক লেখেন, ফখর উজ জামান নিজেই ট্রাস্টের অবৈধ চেয়ারম্যান। কাজী মামুন ও ফখর উজ জামানের বিরুদ্ধে অনিয়মের সপক্ষে কিছু নথিপত্রও মন্ত্রণালয়ে উপস্থাপন করেন। এমনকি ট্রাস্টের পক্ষ থেকে পাওয়া অর্থ তার দৈনন্দিন খরচ মেটানোর জন্য যথেষ্ট নয় বলে নিয়মিত মায়ের কাছ থেকে আর্থিক সহায়তা নিতে হয় বলেও জানান এরিক।

এদিকে, চিঠি দেওয়ার পরদিনই রওশন এরশাদ নেতৃত্বাধীন জাপা অংশের মহাসচিব কাজী মামুন বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে ট্রাস্ট আয়োজিত ‘এরশাদপুত্র শাহাতা জারাব এরশাদ এরিকের নিরাপত্তাজনিত বিষয়, ট্রাস্টি বোর্ড সদস্যদের হয়রানি এবং ট্রাস্টের সম্পত্তি জবরদখলের ষড়যন্ত্র’ বিষয়ক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উত্থাপন করেন।

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করে বলেন, এরশাদের রেখে যাওয়া সম্পত্তি বেদখল হয়ে যাচ্ছে। ট্রাস্টের পক্ষ থেকে এরশাদপুত্র এরিকের খরচ বাবদ প্রতি মাসে বনানীর কুয়েত মৈত্রী মার্কেটে একটি দোকান, গুলশান ও বনানীতে দুটি ফ্ল্যাট থেকে প্রাপ্ত ভাড়া প্রায় তিন লাখ বিশ হাজার টাকা দেওয়া হয়। এরিকের ভরণ-পোষণের উসিলা দিয়ে প্রতি মাসে মোটা অঙ্কের অর্থ দাবি এবং এরিককে এক প্রকার জিম্মি করে রেখেছেন বিদিশা।

কাজী মামুন আরও বলেন, ২০১৯ সালের ৭ এপ্রিল এক ট্রাস্ট গঠন করে তার বিষয়-সম্পত্তির বড় অংশ সেখানে দান করেন এরশাদ। ট্রাস্টের অর্থ ছেলে এরিকের ভরণ-পোষণ ও জনহিতকর কাজে ব্যয় হবে বলে উল্লেখ ছিল। ট্রাস্টের আয়ের অর্থ ভোগ ও কর্মকাণ্ডে অংশীদার হতে পারবেন না বিদিশা। বিদিশা এমন দাবি করলে তা আইনের দৃষ্টিতে গ্রহণযোগ্য হবে না।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ট্রাস্টের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এসএম ফখর উজ জামান জাহাঙ্গীর ও সদস্য খন্দকার মনিরুজ্জামান টিটু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৯তম বিসিএসের প্রবেশপত্র নিয়ে পিএসসির জরুরি নির্দেশনা

ফাঁদ দিয়ে বক শিকার, যুবকের কারাদণ্ড

ছেলের বিরুদ্ধে থানায় অভিযোগ করলেন মা

পাঁচ ইসলামী ব্যাংক এক করার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ

নারীদের বন্ধ্যাত্বের সাধারণ ৬ লক্ষণ, যা জানা জরুরি

পদ্মায় প্রকাশ্যে ইলিশ শিকার, মিলছে হোম ডেলিভারিতে

টাইমস হায়ার এডুকেশন র‌্যাংকিংয়ে গবেষণায় মাভাবিপ্রবি ৭৪৬তম

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের জন্য বড় সুখবর

জানা গেল এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

বিশ্ব র‌্যাংকিংয়ে এগিয়েছে ঢাবি, আবারও দেশসেরা

১০

বিচারকের গাড়ির যন্ত্রাংশ চুরির চেষ্টা, পিটুনি দিয়ে পুলিশে

১১

সফল হতে চান? রাতে এই সহজ ৫ কাজ করুন

১২

টাইফয়েড টিকার পার্শ্ব-প্রতিক্রিয়া কেমন হতে পারে, জানালেন ডা. সায়েদুর

১৩

অ্যাম্বুলেন্স চালকদের সংঘর্ষে বন্ধ হাসপাতাল, চিকিৎসা নিতে আসা একজনের মৃত্যু

১৪

বিজয় থালাপতির বাড়ি ঘিরে রেখেছে পুলিশ

১৫

বাংলাদেশ-হংকং চায়না ম্যাচ দেখতে দর্শকদের মানতে হবে যেসব নির্দেশনা

১৬

মুফতি ফয়জুল করিমকে লিগ্যাল নোটিশ

১৭

শিল্পের ক্যানভাসে টিটুর মুনশিয়ানা

১৮

ওএসডি হলেন এনবিআরের বেলাল চৌধুরী

১৯

বিশেষ অভিযানে আরও ১৬৩২ জন গ্রেপ্তার

২০
X