শুক্রবার, ২২ আগস্ট ২০২৫, ৭ ভাদ্র ১৪৩২
আকরাম হোসেন
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০২:০১ এএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৬ এএম
প্রিন্ট সংস্করণ
প্রতিষ্ঠাবার্ষিকী

৪৬ বছর ধরে সুবাস ছড়াচ্ছে ‘সুরভি’

মানবিক উদ্যোগ
৪৬ বছর ধরে সুবাস ছড়াচ্ছে ‘সুরভি’

‘সুরভি’, যার অর্থ হচ্ছে সুগন্ধ। সমাজের অবহেলিত এবং সুবিধাবঞ্চিত শিশু ও নারীর অধিকার প্রতিষ্ঠা এবং শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে ৪৬ বছর ধরে ছড়াচ্ছে সুবাস। সৃষ্টির শুরু থেকে প্রতিষ্ঠানটি এ পর্যন্ত প্রায় ২৮ লাখ শিশুকে সাক্ষরতার আওতায় নিয়ে এসেছে। গতকাল শনিবার ছিল প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাবার্ষিকী। সুরভীর রাজধানীর ধানমন্ডির কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি সুরভির শিক্ষার্থী, অভিভাবক ও পরিচালকদের শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে সুরভির নির্বাহী পরিচালক আবু তাহের বক্তব্য দেন।

১৯৭৯ সালে ১ ফেব্রুয়ারি সেবামূলক এ প্রতিষ্ঠানটি গড়ে তোলেন প্রখ্যাত সমাজ সংস্কারক ও শিক্ষানুরাগী সৈয়দা ইকবাল মান্দ বানু। সৈয়দা ইকবাল বানু ১৯৪১ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী। স্বামী প্রয়াত নৌবাহিনী প্রধান এবং সাবেক যোগাযোগ ও কৃষিমন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী।

শৈশবকাল থেকেই নিপীড়িত, অসহায় মানুষের সেবা করে চলেছেন ইকবাল বানু। বাংলাদেশের আনাচে-কানাচে অসহায় মানুষের কাছে ছড়িয়ে আছে তার মমতাময়ী স্পর্শ। শিক্ষাজীবনে সৈয়দা ইকবাল মান্দ বানু ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর। একই সঙ্গে চারুকলা থেকেও ফাইন আর্টসে ডিগ্রি রয়েছে তার। ব্যক্তিজীবনে সৈয়দা ইকবাল মান্দ বানু একজন চিত্রকর, লেখক। পিয়ানো বাদক হিসেবেও তার খ্যাতি রয়েছে। তার লেখা বইয়ের মধ্যে ‘ঝরাপাতা, মনে পড়ে’ উল্লেখযোগ্য।

জনকল্যাণমূলক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে ১৯৯৫ সালে দেশের সর্বোচ্চ সম্মাননা স্বাধীনতা পদক পেয়েছেন তিনি। তা ছাড়া কাজী মাহাবুব উল্লাহ ট্রাস্ট স্বর্ণপদক, নিপা শিশু ফাউন্ডেশন স্বর্ণপদক, অতীশ দীপংকর পদক, চন্দ্রাবতী পদক, কমলকুড়ী পদক, সন্ধানী পদক, আঞ্জুমান মুফিদুল ইসলাম পদক, আজিজুর রহমান পাটোয়ারী পদকসহ বিভিন্ন সম্মাননা পেয়েছেন তিনি। তার দুই কন্যা সন্তান। বড় মেয়ে শাহিনা খান জামান এবং ছোট মেয়ে ডা. জুবাইদা খান রহমান। জুবাইদা রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী। তিনিও সেবামূলক সংস্থা ‘সুরভি’র সঙ্গে যুক্ত রয়েছেন।

১৯৭৯ সালের ১ ফেব্রুয়ারি নিজের বাসার গৃহকর্মী সানুকে নিয়ে যাত্রা ‘সুরভি’র। ছোট পরিসরে শুরু হওয়া প্রতিষ্ঠানটি এখন মহিরুহ। এ পর্যন্ত ছিন্নমূল, অসহায় ও শ্রমজীবী শিশু-কিশোর-কিশোরী এবং দুস্থ নারীদের নিয়ে কাজ করে আসছে। প্রথমে রাজধানীর ধানমন্ডির ৫ নম্বর রোডের ৩৫ নম্বর বাড়িতে ‘সুরভি’ নামে স্কুল প্রতিষ্ঠা করেন সৈয়দা ইকবাল মান্দ বানু। বাড়িটি তিনি মায়ের থেকে পেয়েছিলেন। সমাজের অবহেলিত শিশুদের শিক্ষাব্যবস্থা নিয়ে কাজ করতে গিয়ে নিজের গহনাও বিক্রি করতে হয়েছিল তাকে। পরবর্তী সময়ে স্বামী এবং আত্মীয়স্বজনের সহযোগিতায় ক্রমান্বয়ে ‘সুরভি’র এই শিক্ষা কর্মসূচি প্রসারিত হয়। বর্তমানে দেশের বিভিন্ন জেলায় সুরভি পরিচালিত আনুষ্ঠানিক ও উপানুষ্ঠানিক শিক্ষা কর্মসূচিতে লক্ষাধিক শিশু-নারী-পুরুষ লেখাপড়া করছে। পাশাপাশি বৃত্তিমূলক প্রশিক্ষণ, প্রাথমিক স্বাস্থ্য শিক্ষা ও সেবা, সামাজিক সচেতনতা এবং আয় বৃদ্ধিমূলক কর্মসূচির মাধ্যমে নারীর ক্ষমতায়ন ও অধিকার রক্ষায় সুরভি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

শিক্ষা কর্মসূচি: সুরভির শিক্ষা কর্মসূচির মধ্যে রয়েছে প্রাক-প্রাথমিক শিক্ষা। যেটি সুরভির শিক্ষা কর্মসূচির একটি গুরুত্বপূর্ণ অংশ। যেখানে ৪-৬ বছর বয়েসের শিশুদের প্রাথমিক শিক্ষার উপযোগী হিসেবে গড়ে তোলা হয়। প্রতি শ্রেণিতে শিশুর সংখ্যা ২৫ থেকে ৩০ জন। তারপর সুরভির প্রাথমিক শিক্ষা। যেটা আনুষ্ঠানিক এবং উপানুষ্ঠানিক দুইভাবে বাস্তবায়িত হচ্ছে। আনুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা স্কুলভিত্তিক এবং উপানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা কেন্দ্রভিত্তিক। তা ছাড়া রয়েছে নিম্ন-মাধ্যমিক ও মাধ্যমিক শিক্ষা, মৌলিক শিক্ষা ও জীবন দক্ষতা। এ ছাড়া বিশেষ ক্ষেত্রে দক্ষ মানবসম্পদ তৈরি সুরভির দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। প্রান্তিক জনগোষ্ঠী, বিশেষ করে হতদরিদ্র পরিবারের কিশোর-কিশোরী, দুস্থ নারী, গ্রামীণ অদক্ষ বেকার তরুণ-তরুণী, যাদের যথেষ্ট সম্ভাবনা থাকলেও দক্ষতার অভাবে পর্যাপ্ত উপার্জন করে পারিবারিক প্রয়োজন মেটাতে পারছে না, সুরভি তাদের বিভিন্ন আয়বর্ধনমূলক বিষয়ের ওপর দক্ষতা প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের সহায়তা করছে। স্থানীয় চাহিদা ও বিপণনের সুবিধা বিবেচনায় রেখে দর্জির কাজ, বিউটি পার্লার, এমব্রয়ডারি, ব্লক-বাটিক, টাই-ডাই ও স্ক্রিন প্রিন্ট, মৎস্য চাষ, মৌমাছি পালন, সাবান ও মোমবাতি তৈরি, বৈদ্যুতিক কাজ, টেলিভিশন ও রেফ্রিজারেটর মেরামত, খাদ্য প্রক্রিয়াজাতকরণ প্রভৃতি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। তা ছাড়া শিক্ষার্থীদের স্পন্সরশিপ ও স্কলারশিপ কর্মসূচির আওতায় শিক্ষা সহায়তা করছে সুরভি।

শিক্ষা ও দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ প্রকল্পগুলো: ১৯৯৬ সাল থেকে দাতা সংস্থা প্ল্যান ইন্টারন্যাশনালের সহযোগিতায় ঢাকা মহানগরীতে ১৩টি বিদ্যালয় পরিচালনা করছে সুরভি। যেখানে ৪ হাজার ৫৬০ জন শিক্ষার সুযোগ পেয়েছে। তাছাড়া ২০০৭ সালে ইউরোপিয়ান কমিশনের অর্থায়নে এবং ঢাকা আহছানিয়া মিশনের সহযোগিতায় স্কুলবহির্ভূত এবং প্রাথমিক বিদ্যালয় থেকে ঝরেপড়া শিশুদের প্রাথমিক শিক্ষার সুযোগ সৃষ্টির লক্ষ্য নিয়ে ইউনিক প্রকল্পের যাত্রা শুরু করে। যেখানে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জ জেলায় এ প্রকল্পের আওতায় ২৪০টি শিশু শিখন কেন্দ্র, ১৬৩টি প্রাক-প্রাথমিক শিশু শিখন কেন্দ্র এবং ২৪০টি শিখন ক্যাম্প পরিচালনা করা হয়। এ পর্যন্ত ইউনিক প্রকল্পের আওতায় ১৩ হাজার ৯১৩ শিশুকে উপানুষ্ঠানিক প্রাথমিক শিক্ষা, ৪ হাজার ৭৫ শিশুকে প্রাক-প্রাথমিক শিক্ষা এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩ হাজার ৬০০ জন পিছিয়ে পড়া শিক্ষার্থীকে ইংরেজি ও গণিত বিষয়ে বিশেষ কোচিং দেওয়া হয়েছে। এ ছাড়াও শহরের কর্মজীবী শিশুদের জন্য মৌলিক শিক্ষা প্রকল্প-২ এর আওতায় ঢাকা ও চট্টগ্রাম মহানগরীতে সুরভির ৪১৫টি উপানুষ্ঠানিক শিখন কেন্দ্র রয়েছে, যার মোট শিক্ষার্থীর সংখ্যা ১০ হাজার ৩৭৫ জন। শিক্ষার্থীদের শতকরা ৬০ ভাগ মেয়ে এবং ৪০ ভাগ ছেলে।

মানব উন্নয়ন সাক্ষরতা-উত্তর অব্যাহত শিক্ষা প্রকল্পে শিক্ষার্থীদের মৌলিক শিক্ষা সমাপ্তির পর শিক্ষার্থীদের জন্য রয়েছে তিন মাসের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ। যেখানে ৪ হাজার ৫০০ জন নারী-পুরুষকে সফলতার সঙ্গে মৌলিক শিক্ষ এবং দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তাছাড়া নারায়ণগঞ্জ জেলার পাঁচটি উপজেলায় প্রকল্পের দ্বিতীয় পর্ব বাস্তবায়ন করেছে সুরভি, যেখানে ৫টি সাইকেলে শিক্ষার্থীর সংখ্যা ৫১ হাজার। এ ছাড়া সুরভির রিচিং আউট অব স্কুল চিলড্রেন প্রকল্পে রাজশাহী, নাটোর, জামালপুর ও হবিগঞ্জ জেলায় কাজ করছে ১ হাজার ১২০টি আনন্দ স্কুল। এসব স্কুলে রয়েছে ৩৩ হাজার ২০০ শিক্ষার্থী।

তাছাড়াও রয়েছে শিক্ষার মাধ্যমে গৃহকর্মীদের অধিকার সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্প। যেখানে ২০টি শিখন কেন্দ্রে ৪০০ জন গৃহকর্মে নিয়োজিত শিশু লেখাপড়া করবে। শহরের দরিদ্র শিশুদের জন্য প্রাথমিক শিক্ষা প্রকল্পের আওয়ায় ঢাকা মহানগরীতে ৩টি বিদ্যালয়ে দেড় হাজার শিক্ষার্থী রয়েছে। দর্জি বিজ্ঞান ও পুতুল তৈরি প্রকল্পের আওতায় ১৩ বছরের বেশি বয়সের শিক্ষার্থীদের দর্জি বিজ্ঞান ও পুতুল তৈরির ওপর ছয় মাসের বৃত্তিমূলক প্রশিক্ষণ দিচ্ছে। আরও রয়েছে কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্প এবং জীবিকায়ন দক্ষতা প্রশিক্ষণ প্রকল্প।

এসব কার্যক্রমে নির্বাহী পরিচালক হিসেবে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন মো. আবু তাহের। তিনি জানান, শিক্ষা মানুষের সর্বজনীন মৌলিক অধিকার। সুরভি বিশ্বাস করে শিক্ষা ছাড়া আত্মোন্নয়ন এবং মানবসম্পদ তৈরি করা সম্ভব নয়। সৈয়দা ইকবাল মান্দ বানু ৪৬ বছর ধরে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে লাখ লাখ শিশুর শিক্ষাজীবন নিশ্চিত করেছেন। মায়ের কাজে তার দুই মেয়েও অনুপ্রাণিত। তারাও সুরভির সঙ্গে যুক্ত রয়েছেন।

সুরভির প্রতিষ্ঠাতা সৈয়দা ইকবাল মান্দ বানু বলেন, ‘ছোট সময় যখন স্কুলে যেতাম, তখন দেখতাম অনেক শিশু স্কুলে যায় না। তখন জিজ্ঞেস করতাম তারা কেন স্কুলে যায় না। তখন মা বলতেন, তুমি শুরু করো। তাহলে তারাও স্কুলে যাবে। যখন সুযোগ হলো তখন শুরু করলাম সুরভি। আসলে যেটাকে দেখা যায় না, অথচ সুগন্ধ ছড়ায় সেটাই তো সুরভি। এখনো আমাদের অনেক কাজ বাকি।’

তিনি বলেন, ‘যখন দেখি লাখ লাখ ছেলে-মেয়ে সুরভিতে পড়াশোনা করে আজ শিক্ষক হয়েছে, আইনজীবী হয়েছে, বিভিন্ন পেশায় তারা নিয়োজিত, মানবিক মানুষ হচ্ছে, তখন আনন্দ পাই, মনটা ভরে যায়। আসলে নিজের ইচ্ছা এবং অন্যের সহযোগিতা থাকলেই একটা শিক্ষিত সমাজ গড়ে তোলা যায়।’

সুরভি নিয়ে নিজের স্বপ্ন সম্পর্কে জানতে চাইলে সৈয়দা ইকবাল মান্দ বানু বলেন, ‘আমার স্বপ্ন যতটা সুরভিকে নিয়ে তার থেকে বেশি স্বপ্ন দেখি অবহেলিত শিশুদের নিয়ে। আমি চাই আগামীতে এমনকিছু হোক যাতে সর্বজনীন মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হয়। আর কোনো শিশু সুবিধাবঞ্চিত না হয়। সবাই শিক্ষার সুযোগ পায়। সমাজের অবহেলিত এবং ছিন্নমূল শিশুদের শিক্ষা নিশ্চিত করা লক্ষ্যে বর্তমান সরকার এবং আগামীতে যারা সরকারের দায়িত্বে আসবেন, একই সঙ্গে সমাজের বিত্তবান যারা আছেন, তাদের সহযোগিতা চাই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনজো ফার্নান্দেজের মুখে রিয়াল মাদ্রিদের নাম, বাড়ছে গুঞ্জন

কেশবপুরে নারী সমাবেশ/ / ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি

সাভারে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের শুভ উদ্বোধন

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রীও হবেন : এ্যানি

দলবদলের বাজারে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর রেকর্ড ভাঙা খরচ

ধর্মগড় সীমান্তে বিজিবির হাতে আটক চার বাংলাদেশি

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে মোদিকে ওয়েইসির প্রশ্ন

জাকসুতে প্যানেল দ্বন্দ্ব, পদত্যাগ করে বাগছাস নেতার মিষ্টি বিতরণ

সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবা আন্তর্জাতিক মানের করতে চাই : বেবিচক চেয়ারম্যান

‘আ. লীগ বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল’

১০

আ.লীগ নেত্রী রুনু গ্রেপ্তার

১১

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

১২

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

১৩

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

১৪

ভোলায় পাঁচ দিন ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

১৫

থানা ব্যারাকে নারী পুলিশ সদস্যকে ধর্ষণ, তিনজন ক্লোজড

১৬

পিআর পদ্ধতিতে সব ভোটারের মূল্যায়ন হয় : চরমোনাই পীর

১৭

তিস্তায় কার্টুন বক্সে ভাসছিল নবজাতকের মরদেহ

১৮

দেশের উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসতে হবে : চসিক মেয়র

১৯

কৃষক দল সম্পাদক বাবুলের মুক্তির দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল

২০
X