বন্ধু মানে এমন একজন, যার সঙ্গে জীবনের প্রায় সব গল্প আর অনুভূতি ভাগ করে নেওয়া যায়। বন্ধুর সঙ্গে হাসি-তামাশার নানা কর্মকাণ্ড হরহামেশাই দেখা যায় নানা মাধ্যমে। তবে এবার ফিনল্যান্ডে একটি গ্রামে ঘটল ভিন্ন ঘটনা। মজা করে বন্ধুর দুই গাড়িতে সাড়ে ২৬ পাউন্ড বা ১২ কেজি ডিনামাইট (বিস্ফোরক) রেখেছিলেন এক যুবক। এর শাস্তি হিসেবে দুই বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন তিনি।
মার্কিন গণমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদন বলছে, পশ্চিম ফিনল্যান্ডের অস্ট্রোবোথনিয়া অঞ্চলের পেডেসর গ্রামে বাস করেন ওই দুই বন্ধু। পুলিশ জানায়, গত ৩ আগস্ট বন্ধুর দুটি গাড়িতে ডিনামাইট রাখেন অভিযুক্ত যুবক। তবে বন্ধুর এমন কাজে বেশ আতঙ্কিত হয়ে পড়েন গাড়ির মালিক। তার ফোন পেয়ে পুলিশ এসে বিস্ফোরকগুলো উদ্ধার করে এবং অভিযুক্ত যুবককে জিজ্ঞাসাবাদ করে। তখন এর দায় স্বীকার করে তিনি জানান, বন্ধুর সঙ্গে মজা করতেই কাজটি করেছেন। তবে সেগুলোর বিস্ফোরণ ঘটানোর কোনো পরিকল্পনা ছিল না তার। পরে পুলিশ ওই যুবককে আটক করে ও গাড়িতে বিস্ফোরক রাখার দায়ে দুই বছরের সাজা হয়।
মন্তব্য করুন