ঝড়-বাদলে বজ্রপাত কিংবা তীব্র শীতে তুষারপাতের কথা সবারই জানা; কিন্তু শুষ্ক আর রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় বরফপাতের কথা শুনেছেন কেউ। তাও যদি হয় ৮ থেকে ৯ কেজি ওজনের বরফখণ্ড। রাতের বেলা বাড়ির ছাদে যদি এমন বিশাল আকৃতির বরফখণ্ড এসে পড়ে, তখন কী করবেন? গত রোববার রাতে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে ওই ঘটনা ঘটেছে বলে এক প্রতিবেদনে জানায় নিউইয়র্ক পোস্ট। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে একটি ভবনের ছাদ। তবে সৌভাগ্যবশত বাড়ির মালিক দম্পতি এবং তাদের দুই সন্তানের কেউই কোনো আঘাত পাননি।
যদিও বাড়ির মালিক জেফ ইলগ ও তার স্ত্রী আমেলিয়া রেইনভ্যালির ধারণা, বোস্টন লোগান বিমানবন্দর থেকে ছেড়ে আসা কোনো বিমান থেকে এটি পড়েছে।
ইলগ জানান, হঠাৎ করেই শুনলাম ধুমধাম বিকট শব্দ!! মনে হলো বিকট বিস্ফোরণ হয়েছে। বাইরে গিয়ে বাড়ির পেছনের দিকটায় দেখি একটি দৈত্যাকৃতির বরফখণ্ডের কিছু অংশ পড়ে আছে। বাকিটা ভেঙেচুরে ছড়িয়ে ছিটিয়ে আছে ছাদ আর আঙিনাজুড়ে। এরপর আবিষ্কার করলাম, বাড়ির ছাদে বড় ধরনের গর্ত হয়েছে। গর্তটি সর্বোচ্চ দুই ফুট পর্যন্ত হলেও গভীরতায় ছিল আরও অনেক বেশি।
মন্তব্য করুন