শেখ হারুন
প্রকাশ : ১২ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ০৭:৩৪ এএম
প্রিন্ট সংস্করণ

দিনে একবার হলেও ইন্টারনেট ব্যবহার করে ৭৫% মানুষ

বিবিএসের জরিপ
দিনে একবার হলেও ইন্টারনেট ব্যবহার করে ৭৫% মানুষ

দেশে ইন্টারনেট ও স্মার্টফোনের ব্যবহার বেড়েছে। বর্তমানে দেশের দুই-তৃতীয়াংশেরও বেশি পরিবার স্মার্টফোন ব্যবহার করে। সবার কাছে ঠিকমতো ইন্টারনেট সেবা না পৌঁছালেও দেশের অর্ধেকের বেশি পরিবার এখন ইন্টারনেট ব্যবহার করে। ব্যক্তি পর্যায়ে দিনে একবার হলেও ইন্টারনেট ব্যবহার করে দেশের ৭৫ ভাগের বেশি মানুষ। তবে সেই তুলনায় বাড়ছে না কম্পিউটারের ব্যবহার।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রকাশিত আইসিটির প্রয়োগ ও ব্যবহারবিষয়ক জরিপ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সম্প্রতি চলতি ২০২৪-২৫ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকের (অক্টোবর-ডিসেম্বর) জরিপ প্রতিবেদন প্রকাশ করে বিবিএস। ত্রৈমাসিক ভিত্তিতে পরিচালিত এ জরিপে দেশের ২ হাজার ৫৬৮টি এলাকার ৬১ হাজার ৬৩২টি পরিবার থেকে তথ্য সংগ্রহ করা হয়।

জরিপের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, দেশে প্রতি বছর ইন্টারনেট ব্যবহারের হার বাড়ছে। বর্তমানে দেশের অর্ধেকের বেশি পরিবার ইন্টারনেট ব্যবহার করে। সর্বশেষ প্রান্তিকে খানা পর্যায়ে ইন্টারনেট ব্যবহারের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ৪ শতাংশে, যা ২০২৩ সালে ছিল ৪৩ দশমিক ৬ শতাংশ। অর্থাৎ বছরের ব্যবধানে খানায় ইন্টারনেট ব্যবহারের হার বেড়েছে প্রায় ১০ শতাংশ। একইভাবে বছরের ব্যবধানে ব্যক্তি পর্যায়েও ইন্টারনেট ব্যবহারের হার প্রায় ১০ শতাংশ বেড়েছে।

এখনো খানা পর্যায়ে ইন্টারনেট ব্যবহারে শহরের চেয়ে পিছিয়ে গ্রামের মানুষ। শহরের ৬০ শতাংশ পরিবার ইন্টারনেট ব্যবহার করে, যে হার গ্রামে ৪৬ শতাংশ। তবে ব্যক্তি পর্যায়ে ইন্টারনেট ব্যবহারের হার তুলনামূলক কম। শহর-গ্রাম মিলিয়ে ব্যক্তি পর্যায়ে ইন্টারনেট ব্যবহারকারীর হার ৪৭ দশমিক ২ শতাংশ। এর মধ্যে শহরের ৬৮ দশমিক ৪ শতাংশ মানুষ ইন্টারনেট ব্যবহার করে। গ্রামে এ হার মাত্র সাড়ে ৩৭ শতাংশ।

জরিপ প্রতিবেদনে বলা হয়েছে, ব্যক্তি পর্যায়ে দিনে একবার হলেও ইন্টারনেট ব্যবহার করে দেশের ৭৫ ভাগের বেশি মানুষ। সপ্তাহে একবার হলেও ইন্টারনেট ব্যবহার করে ১৮ দশমিক ৪ শতাংশ মানুষ। আর সপ্তাহে একবারেরও কম ইন্টারনেট ব্যবহার করে ৬ দশমিক ৩ শতাংশ মানুষ।

বিবিএসের তথ্য অনুযায়ী, বর্তমানে দেশের ৯৮ দশমিক ৭ শতাংশ পরিবারের কাছে মোবাইল ফোন রয়েছে। গত বছর এই হার ছিল ৯৭ দশমিক ৯ শতাংশ। অর্থাৎ সার্বিকভাবে খানা পর্যায়ে মোবাইল ফোনের ব্যবহারের হার বেড়েছে প্রায় ১ শতাংশ। ব্যক্তিপর্যায়ে মোবাইল ফোনের মালিকানা ও ব্যবহারের হার কিছুটা কম, সর্বশেষ জরিপ অনুযায়ী, এই হার ৯০ দশমিক ২ শতাংশ।

এদিকে, কয়েক বছর ধরে পরিবার পর্যায়ে স্মার্টফোনের ব্যবহার উল্লেখযোগ্য হারে বেড়েছে। সর্বশেষ প্রান্তিকের তথ্য অনুসারে, দেশের ৭২ দশমিক ৩ শতাংশ পরিবারের কাছে স্মার্টফোন রয়েছে। ২০২৩ সালে এই হার ছিল ৬৩ দশমিক ৩ শতাংশ। অর্থাৎ বছরের ব্যবধানে স্মার্ট ফোনের ব্যবহার বেড়েছে প্রায় ১০ শতাংশ। এ সময় শহর-গ্রাম উভয় জায়গাতেই স্মার্টফোনের ব্যবহার বেড়েছে। তবে গ্রাম এলাকার তুলনায় শহরে স্মার্টফোন ব্যবহারের প্রবণতা বেশি।

ত্রৈমাসিকে জরিপ প্রতিবেদনে বলা হয়েছে, খানা পর্যায়ে ৯ দশমিক ২ শতাংশ পরিবার কম্পিউটার ব্যবহার করে, ২০২৩ সালেও এই হার একই ছিল। অর্থাৎ এক বছরে কম্পিউটার ব্যবহারের হার বাড়েনি। তবে খানা পর্যায়ে টেলিভিশনের ব্যবহার বেড়েছে। বর্তমানে ৬৩ দশমিক ৬ শতাংশ পরিবারে টেলিভিশন রয়েছে, যা ২০২৩ সালে ছিল ৬২ দশমিক ২ শতাংশ। জরিপ অনুযায়ী, ৯৯ দশমিক ১ শতাংশ পরিবার বিদ্যুৎ ব্যবহার করে।

বিবিএস জানিয়েছে, জরিপে শহর ও গ্রাম এলাকায় খানা পর্যায়ে পাঁচ বছর ও তার বেশি বয়সীদের থেকে তথ্যপ্রযুক্তি পরিষেবা এবং এ-সংক্রান্ত উপকরণ ব্যবহারের তথ্য সংগ্রহ করা হয়েছে। এতে একদিকে তথ্যপ্রযুক্তি খাতে খানার জনতাত্ত্বিক ও আর্থসামাজিক অবস্থা জানা যাবে। পাশাপাশি আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ), এসডিজি ট্র্যাকারসহ অন্যান্য ক্ষেত্রে প্রদানের জন্য প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে। জরিপে যেসব বিষয়ে তথ্য সংগ্রহ করা হয়, তার মধ্যে রয়েছে এলাকাভেদে খানা পর্যায়ে রেডিও, টেলিভিশন, কম্পিউটার, মোবাইল ফোন, স্মার্টফোন, ইন্টারনেট অ্যাকসেস এবং ব্যক্তিপর্যায়ে মোবাইল ফোন, কম্পিউটার, ইন্টারনেট ব্যবহার, মোবাইল ফোনের মালিকানা প্রভৃতি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো দুশ্চিন্তা নেই’

বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের প্রতি দৃঢ় সমর্থন যুক্তরাষ্ট্রের 

স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত ভবন এখন মাদকসেবীদের আঁখড়া

যে কৌশলে বুঝবেন খেজুরের গুড় আসল নাকি নকল

তীব্র শীতে বেড়েছে পিঠার চাহিদা

হাইমচর সমিতির সভাপতি আজাদ, সম্পাদক মাহবুব

আমাকে ‘মাননীয়’ সম্বোধন করবেন না : সাংবাদিকদের তারেক রহমান

বাইরের দুনিয়া থেকে বিচ্ছিন্ন দেশ, কী হচ্ছে ইরানে

আমরা ৫ আগস্টের আগের অবস্থায় ফিরতে চাই না : তারেক রহমান 

‘আমরা রাস্তা চাই না, জমি না থাকলে না খেয়ে মরতে হবে’

১০

বিএনপির চেয়ারম্যান হওয়ায় তারেক রহমানকে ন্যাশনাল লেবার পার্টির অভিনন্দন 

১১

তামিমকে এখনো ‘ভারতের দালাল’ দাবি করে নতুন করে যা জানালেন নাজমুল

১২

ব্যাডমিন্টন খেলা নিয়ে ঝগড়ায় প্রাণ গেল মায়ের

১৩

অজয় দাশগুপ্তের ৬৭তম জন্মদিন

১৪

শোধনাগার বন্ধ, পানি সংকটে ৬০০ পরিবার

১৫

পাকিস্তান-সৌদি প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিতে চায় তুরস্ক 

১৬

যেসব লক্ষণে বুঝবেন আপনার শরীর বিরতি চাইছে

১৭

কারাগারে হাজতির মৃত্যু

১৮

শিয়ালের কামড়ে ঘুমন্ত বৃদ্ধার মৃত্যু

১৯

১৯ জেলায় বইছে মৃদু শৈত্যপ্রবাহ, থাকবে কতদিন 

২০
X