স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬, ১০:৪৩ এএম
অনলাইন সংস্করণ

ভারত-বাংলাদেশ সম্পর্ক ভাইয়ের মতো, দাবি আশরাফুলের

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক । ছবি : সংগৃহীত
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল হক । ছবি : সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সাধারণ সম্পাদক ও এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সাবেক প্রধান নির্বাহী সৈয়দ আশরাফুল হক এশিয়ার ক্রিকেট প্রশাসনের কড়া সমালোচনা করেছেন । তার মতে, এশিয়ার ক্রিকেট এখন আর ক্রীড়া প্রশাসকদের হাতে নেই; বরং তা রাজনীতিকদের হাতে ‘জিম্মি’। একইসঙ্গে ভারত-বাংলাদেশ সম্পর্ককে ভাইয়ের মতো বলেও দাবি করেন তিনি।

ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে আশরাফুল হক জানান, ভারত, বাংলাদেশ ও পাকিস্তান—এই তিন দেশের ক্রিকেট ব্যবস্থাপনাই এখন রাজনৈতিক নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে। তার ভাষায়, ‘জগমোহন ডালমিয়া, আইএস বিন্দ্রা, মাধবরাও সিন্ধিয়া কিংবা এন শ্রীনিবাসনের মতো পরিণত ও অভিজ্ঞ মানুষ দায়িত্বে থাকলে আজকের এ অবস্থা তৈরি হতো না। তারা ক্রিকেট বুঝতেন এবং এর সামাজিক ও কূটনৈতিক প্রভাবও অনুধাবন করতেন।’

মুস্তাফিজুর রহমানের আইপিএল প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, রাজনৈতিক স্বার্থে ধর্মীয় আবেগকে ব্যবহার করা হচ্ছে। তার দাবি, পশ্চিমবঙ্গ ও আসামে নির্বাচনের জন্য এ পরিস্থিতি তৈরি হয়েছে, যা বিশ্বকাপ আয়োজনকেই ঝুঁকির মুখে ফেলছে। ভারত-বাংলাদেশ সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, দুই দেশ ভাইয়ের মতো এবং বাংলাদেশের টেস্ট মর্যাদা পেতেও বিসিসিআই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তবে ম্যাচ শ্রীলঙ্কায় সরানো না হলে বাংলাদেশ ভারতে খেলতে যাবে কি না, সে বিষয়ে তিনি সংশয় প্রকাশ করেন। তার মতে, আর্থিক ক্ষতির চেয়েও জাতীয় মর্যাদা রক্ষা করা বেশি গুরুত্বপূর্ণ।

বর্তমান প্রশাসকদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন আশরাফুল। ভারতের ক্ষেত্রে বিসিসিআই সচিব জয় শাহ এবং বাংলাদেশের ক্ষেত্রে ক্রীড়া উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করে বলেন, বিশ্বকাপের মতো একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট নিয়ে এভাবে হঠকারী মন্তব্য করা অনুচিত। তিনি বলেন, ‘এটি কোনো আইপিএল নয়। আইপিএল একটি ঘরোয়া প্রতিযোগিতা, আর বিশ্বকাপ একটি আন্তর্জাতিক আসর। এখানে দায়িত্বশীল আচরণ প্রত্যাশিত।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

২৪-০ গোলে জিতল ঋতুপর্ণারা

ডাকসু নেতার ‘কোটা না সংস্কার’ স্লোগানের বিপরীতে শিক্ষার্থীদের ‘ইউরেনিয়াম, ইউরেনিয়াম’

বাংলাদেশের প্রস্তাবে সাড়া দিল না আয়ারল্যান্ড

জামালপুরের একমাত্র নারী প্রার্থী পূথির মনোনয়ন বৈধ

বিএনপি জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করে : শামা ওবায়েদ

খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বিজ্ঞান, স্বাস্থ্য ও প্রযুক্তির সমন্বিত কাজ অপরিহার্য : উপদেষ্টা ফরিদা

খোলা জায়গায় প্রস্রাব করায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ : সেলিমুজ্জামান

এমপি প্রার্থীর কর্মীকে হত্যা, মরদেহ নিয়ে বিক্ষোভ

প্রাণ গেল নারী-শিশুসহ ৩ জনের

১০

ঢাকায় জার্মান রাষ্ট্রদূতের সম্মানে এএজিইউবি’র সংবর্ধনা, এজিম ও সেমিনার অনুষ্ঠিত

১১

রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের সেলস কনফারেন্স অনুষ্ঠিত

১২

একুশ শতাব্দীতে যে কীর্তিতে দ্বিতীয় দ্রুততম এমবাপ্পে

১৩

মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর

১৪

খালেদা জিয়ার কফিন বহনের সুযোগ পেয়ে যাদের কৃতজ্ঞতা জানালেন রাষ্ট্রদূত মুশফিক

১৫

ডার্বিতে সিটিকে গুঁড়িয়ে দিল ইউনাইটেড! 

১৬

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ২ জনের

১৭

দুর্দান্ত শুরুর পরও জিততে পারল না বাংলাদেশ

১৮

থানায় আগুন, পুড়ল সাংবাদিকের মোটরসাইকেল

১৯

প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে নীতিগত সমন্বয় ও সম্মিলিত উদ্যোগের আহ্বান 

২০
X