কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ০৭:৩৯ এএম
প্রিন্ট সংস্করণ
অক্সফোর্ড

নৈশভোজে থাকত মানুষের খুলির পাত্র!

নৈশভোজে থাকত মানুষের খুলির পাত্র!

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উর্সেস্টার কলেজ নিয়ে বিস্ময়কর তথ্য সামনে এসেছে। কলেজটিতে কয়েক দশক ধরে মানুষের মাথার খুলি দিয়ে তৈরি একটি পাত্রে পানীয় পরিবেশনের রীতি চালু ছিল। সম্প্রতি ‘এভরি মনুমেন্ট উইল ফল’ শিরোনামে প্রকাশিত একটি বইয়ে উঠে এসেছে এমন তথ্য।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম গার্ডিয়ান মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে, চাঞ্চল্যকর বিষয়টি তুলে ধরেছেন বিশ্ববিদ্যালয়ের পিট রিভার্স মিউজিয়ামের প্রত্নতত্ত্ববিদ অধ্যাপক ড্যান হিক্স।

ড্যান হিক্স জানিয়েছেন, আনুমানিক সোয়া দুইশ বছরের পুরোনো খুলিটি সম্ভবত ক্যারিবীয় অঞ্চলের কোনো দাস নারীর ছিল। খুলির ওপর রুপার কাজ করা এই পাত্র ২০১৫ সাল পর্যন্ত কলেজের আনুষ্ঠানিক নৈশভোজে ব্যবহার করা হতো।

বইটিতে বলা হয়েছে, যখন এই পাত্রে মদ রাখা যেত না, তখন এটি চকলেট পরিবেশনের জন্য ব্যবহৃত হতো। তবে সহকর্মী ও অতিথিদের ক্রমবর্ধমান অস্বস্তির কারণে এই রীতি বন্ধ হয়ে যায়। ২০১৯ সালে কলেজ কর্তৃপক্ষ হিক্সকে খুলিটির উৎস সম্পর্কে তদন্ত করার জন্য আমন্ত্রণ জানায়।

ড্যান হিক্স জানান, যার খুলি দিয়ে পাত্রটি তৈরি হয়েছিল, তার পরিচয় পাওয়া যায়নি। তবে কার্বন ডেটিংয়ে জানা গেছে, এটির আনুমানিক বয়স ২২৫ বছর। আকৃতি ও প্রাসঙ্গিক প্রমাণ বলছে, এটি সম্ভবত ক্যারিবীয় অঞ্চল থেকে আনা।

অন্যদিকে, পাত্রটির ব্রিটিশ মালিকদের পরিচয় বিস্তারিতভাবে নথিবদ্ধ আছে। এটি ১৯৪৬ সালে উর্সেস্টার কলেজে দান করেছিলেন সাবেক ছাত্র জর্জ পিট-রিভার্স। তার নামটি রুপার রিমে খোদাই করা রয়েছে। তিনি ছিলেন একজন ইউজেনিসিস্ট (জিনগত উৎকর্ষবাদে বিশ্বাসী) এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্যাসিস্ট নেতা অসওয়াল্ড মোসলিকে সমর্থনের কারণে ব্রিটিশ সরকার তাকে বন্দি করেছিল।

জর্জ পিট-রিভার্সের দাদা—বিখ্যাত ব্রিটিশ সৈনিক ও প্রত্নতত্ত্ববিদ অগাস্টাস হেনরি লেন ফক্স পিট রিভার্সের ব্যক্তিগত সংগ্রহশালায় ছিল পাত্রটি। তিনি ১৮৮৪ সালে পিট রিভার্স মিউজিয়াম প্রতিষ্ঠা করেন এবং ওই বছরই সথোবির এক নিলামে পাত্রটি কিনেছিলেন।

পাত্রটির আগের মালিক ছিলেন আইনজীবী বার্নহার্ড স্মিথ, যিনি অক্সফোর্ডের ওরিয়েল কলেজের গ্র্যাজুয়েট। ধারণা করা হয়, তিনি এটি উপহার হিসেবে পেয়েছিলেন তার বাবার কাছ থেকে; যিনি রাজকীয় ব্রিটিশ নৌবাহিনীর হয়ে ক্যারিবীয় অঞ্চলে কর্মরত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছয় ম্যাচে ছয় হার নোয়াখালীর

কুমিল্লা-৪ আসনে নির্বাচন করতে পারবেন না বিএনপি প্রার্থী মঞ্জুরুল

খেজুর গাছ প্রতীকে কতটা আত্মবিশ্বাসী জমিয়ত?

বিশ্বকাপ বাছাইয়ের জন্য বাংলাদেশের দল ঘোষণা

ভর্তি পরীক্ষায় ওএমআর বদল করতে গিয়ে ধরা, ২ শিক্ষার্থী বহিষ্কার

এশিয়ান স্পোর্টস জার্নালিস্ট অ্যাওয়ার্ডে সম্মানিত কালবেলার রানা হাসান

এলপিজি সিলিন্ডার বিক্রি বন্ধের ঘোষণা প্রত্যাহার

সারা দেশে স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি ঘোষণা

জনগণের টাকা মেরে জনসেবার প্রয়োজন নেই : হাসনাত আব্দুল্লাহ

ট্রাম্পের বিরুদ্ধে ইউরোপীয়দের একজোট হয়ে হুঁশিয়ারি

১০

৬৬ সংস্থা থেকে যুক্তরাষ্ট্রের নাম প্রত্যাহার

১১

৫ ব্যবসায়ীর ভাগ্য আগুনে পুড়ে ছাই

১২

দুর্নীতি দমনে শুধু প্রতিশ্রুতি নয়, কার্যকর বাস্তবায়ন চান নাগরিকরা

১৩

জলদস্যু রূপে প্রিয়াঙ্কা

১৪

সব ব্যাংকের শাখা-উপশাখার জন্য জরুরি নির্দেশনা

১৫

প্রথম আলোতে হামলার মামলায় ২ দিনের রিমান্ডে ৮ আসামি

১৬

গুলি ছুড়ে এনসিপি নেতার মোটরসাইকেল নিয়ে গেল দুর্বৃত্তরা 

১৭

‘জুলাই বার্তাবীর’ সম্মাননায় ভূষিত হলেন কালবেলার ৬ সাংবাদিক

১৮

হাসিনা-টিউলিপ-আজমিনার প্লট দুর্নীতি মামলায় যুক্তিতর্ক ১৩ জানুয়ারি

১৯

ফাঁদ পেতে হরিণ শিকার, জবাই করতেই ধরা

২০
X