জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৬, ১২:১৭ এএম
অনলাইন সংস্করণ

শৈশবের শহরে ড. শাহীনার পাঁচ বইয়ের মোড়ক উন্মোচন

বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে লেখক ডা. শাহীনা সোবহান মিতু ও অন্যরা। ছবি : কালবেলা
বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে লেখক ডা. শাহীনা সোবহান মিতু ও অন্যরা। ছবি : কালবেলা

রাজধানীর কোলাহল ছাপিয়ে শৈশবে নিজের বেড়ে উঠার শহর জামালাপুরে হয়ে গেল কবি অধ্যাপক ডা. শাহীনা সোবহান মিতুর লেখা পাঁচটি বইয়ের মোড়ক উন্মোচন।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে পৌর শহরের অ্যাডভোকেট সৈয়দ আব্দুস সোবহান সড়কের আমলাপাড়া এলাকায় এ উপলক্ষে অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে অংশ নেন জামালপুরের কবি, লেখক ও গণমাধ্যমকর্মীরা। অনুষ্ঠানে ডা. মিতুর তিনটি উপন্যাস ও দুটি কবিতার বই উন্মোচন করা হয়। এর মধ্যে ছিল বালিকার জ্বলন্ত সময়, অর্ধেক আকাশ ও দিন যাপনের খসড়া নামের তিনটা উপন্যাস এবং যে তুমি হেঁটে যাও ও বসন্তের রৌদ্র ছায়া নামের দুটি কবিতার বই। যাতে উঠে এসেছে দৈনন্দিন জীবনের নানা অনুষঙ্গ, গভীর জীবনবোধ, মানবীয় অনুভূতি আর সামাজিক বাস্তবতার চিত্র।

কবি অধ্যাপক ডা. শাহীনা সোবহান মিতু বর্তমানে অন্তর্বতী সরকার গঠিত জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য হিসেবে কাজ করছেন। পেশায় চিকিৎসক মিতু এর আগে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি জামালপুর পৌর শহরের আমলাপাড়া এলাকার প্রয়াত অ্যাডভোকেট সৈয়দ আব্দুস সোবহানের বড় মেয়ে। মোড়ক উন্মোচন হওয়া বইগুলোতে ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধ, যুদ্ধ পরবর্তী ও পূর্ববর্তী ইতিহাস-ঐতিহ্য, ৮০ দশকে কবির স্কুল জীবনের স্মৃতিচারণ ও জামালপুরের সাংস্কৃতির চিত্র তুলে ধরা হয়েছে।

এ বিষয়ে কবি অধ্যাপক ডা. শাহীনা সোবহান মিতু বলেন, ‘আমার লেখা বালিকার জ্বলন্ত সময়, অর্ধেক আকাশ, দিন যাপনের খসড়া নামের তিনটা উপন্যাস এবং যে তুমি হেঁটে যাও, বসন্তের রৌদ্র ছায়া নামের দুইটা কবিতার বই প্রকাশ করা হয়েছে। এগুলোর মধ্যে দুটি বই আগেই প্রকাশিত হলেও তিনটি নতুন। তবে বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান করা হয়নি। আমি চাইলে ঢাকাতেই করতে পারতাম। কিন্তু আমার শৈশবের স্মৃতিবিজড়িত পৈত্রিক বাড়িতে মোড়ক উন্মোচন করার ইচ্ছে থেকেই এখানে করা। যেখানে আমার বাবা-মা’র স্মৃতি জড়িয়ে আছে।’

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, কবি সাযযাদ আনসারী, কবি আলী জহির মোহাম্মদ খালেকুজ্জামান, মাহবুব বারী, অধ্যাপক আব্দুল হাই আল হাদী, অবসরপ্রাপ্ত লে. কর্নেল মো.জায়েদ হোসেন, ফারজানা ইসলাম প্রমুখ বক্তব্য দেন ও কবি শাহীনা সোবহান মিতুর কবিতা আবৃত্তি করেন। এ সময় তারা শাহীনা সোবহান মিতুর কবিতা ও উপন্যাসের ভূয়সী প্রসংশা করেন। সেই সঙ্গে তার উত্তর-উত্তর সমৃদ্ধি ও সু-সাস্থ্য কামনা করেন।

এ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে কবি ও মানববাধিকার কর্মী জাহাঙ্গীর সেলিম, অ্যাডভোভেকট ইউসুফ আলী, অধ্যাপক ফজলুল হক মন্টু এবং কবির শৈশবের বন্ধু-বান্ধবসহ অনেকেই উপস্থিত ছিলেন। পরে ওস্তাদ ফজলুল হকের বড় ছেলে ফায়জুল হকের একক মনোজ্ঞ গানের আসর বসে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচনী জনসভায় জামায়াত আমিরের তিন শর্ত

রাজধানীর ভাষানটেকে নির্বাচনী জনসভায় তারেক রহমান

বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি ও বুলিং প্রতিরোধে কাজ করবে ঢাবি-ব্র্যাক

মায়ের সঙ্গে পূজায় ইয়ালিনি

ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের গোপন আঁতাত ফাঁস

নতুন পে-স্কেল বাস্তবায়ন নিয়ে যা জানা গেল

ছেলে এনসিপির প্রার্থী, বাবা ভোট চাইলেন বিএনপির জন্য

১৪ জেলায় ২১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ

যুদ্ধ বন্ধে ইউক্রেনকে যে শর্ত জুড়ে দিল রাশিয়া

জয়ের সুবাস পাচ্ছে বাংলাদেশ

১০

হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেলের রজতজয়ন্তী উদযাপিত

১১

পুলিশকে কোপানোর ঘটনায় বাবা-ছেলে গ্রেপ্তার

১২

একা থাকা আর একাকিত্ব অনুভব করা এক বিষয় নয়, বলছে গবেষণা

১৩

ফেব্রুয়ারিতে দুই দফায় মিলবে ৮ দিনের ছুটি

১৪

‘মৃত্যুর পর জাভেদের সম্মাননা’ প্রত্যাখ্যান করলেন নায়কের স্ত্রী

১৫

তৃতীয় বারের মতো সরস্বতী পূজায় নারী পুরোহিত সমাদৃতা

১৬

বিদেশি কূটনীতিকদের সঙ্গে রোববার বৈঠকে বসছে নির্বাচন কমিশন

১৭

শনিবার ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৮

সুখবর পেলেন বিএনপির আরও ২ নেতা

১৯

সিডনির কাছে বড় হার, ফাইনালে যাওয়া হলো না রিশাদদের

২০
X