মোমেনা আক্তার পপি
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৩, ০২:৫০ এএম
প্রিন্ট সংস্করণ

মুক্তির আশা দেখছেন ইমরান খান!

মুক্তির আশা দেখছেন ইমরান খান!

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান অনেকদিন ধরেই কারাগারে বন্দিজীবন কাটাচ্ছেন। মাথার ওপর রয়েছে শতাধিক মামলা। পাকিস্তান ইলেকশন কমিশন তাকে পাঁচ বছরের জন্য নির্বাচনে নিষিদ্ধ করেছেন। তার পরও যেন কোনো কিছু নিয়ে তার আক্ষেপ নেই। বরাবরই নিজের অবস্থানে থেকেছেন অবিচল। বলেছেন, দেশের জন্য প্রয়োজনে হাজার বছর কারাবাস সহ্য করতেও প্রস্তুত। তবে পরিস্থিতি দেখে মনে হচ্ছে, তাকে হয়তো আর বেশি দিন কারাগারে থাকতে হবে না। তোশাখানা দুর্নীতি মামলায় দেশটির একটি জেলা ও দায়রা আদালত ইমরানের বিরুদ্ধে যে রায় দিয়েছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ বলেছে, রায়ে গুরুতর ত্রুটি ছিল। এতে বোঝা যাচ্ছে, তোশাখানা মামলা নিয়ে এবার পুরোপুরি সরব হচ্ছে দেশটির সুপ্রিম কোর্ট। এতে সাবেক এই প্রধানমন্ত্রীর মুক্তির আলামত পাওয়া যাচ্ছে। কারণ ইমরান ও তার দলের নেতারা বরাবরই বলে এসেছেন, তাদের হয়রানির পেছনে রয়েছে রাজনৈতিক উদ্দেশ্য।

এর আগে গত মে মাসে আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় ইমরানকে আদালত থেকে গ্রেপ্তার করে দেশটির আধা সামরিক বাহিনী। এ ঘটনায় উত্তাল হয়ে ওঠে গোটা দেশ। সহিংসতা ছড়িয়ে পড়ে দেশটির সর্বত্র। সহিংসতা-সংঘর্ষে ১০ জন নিহত ও প্রায় দুই হাজার মানুষ আহত হন। এ ছাড়া দুই হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিনটি প্রদেশে সেনাবাহিনী মোতায়েন করেও জনগণকে দমানো যায়নি। এখানেই রাজনীতিবিদ হিসেবে ইমরানের সার্থকতা। তখনো এ নিয়ে সরব হয়েছিলেন দেশটির সুপ্রিম কোর্ট। ইমরানকে জামিন মুক্তি দিয়েছিলেন প্রধান বিচারপতি ওমর আতা বান্দিওয়ালা।

পাকিস্তানের সুপ্রিম কোর্ট বরাবরই বেশ শক্তিশালী। এ পর্যন্ত বেশ কয়েকটি যুগান্তকারী রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। তার মধ্যে দেশটির সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মামলাটি বেশ উল্লেখযোগ্য। দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়ে ক্ষমতাচ্যুত হন নওয়াজ। এ ছাড়া তার বেশ কয়েক বছরের কারাদণ্ড হয়। চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার পর তিনি আর পাকিস্তানে ফিরে আসেননি।

গত বুধবার দেশটির প্রধান বিচারপতি বান্দিয়াল তার পর্যবেক্ষণে বলেন, দায়রা আদালত একদিনে রায় দিয়েছে, যেটি সঠিক ছিল না। প্রথম দৃষ্টিতে দায়রা আদালতের রায়ে ত্রুটি ছিল। সুপ্রিম কোর্টের তিন সদস্যের এই বেঞ্চে বিচারপতি বান্দিয়ালে সঙ্গে আছেন বিচারক জামাল খান মান্দোখালিল ও বিচারক সৈয়দ মাজহার আলী আকবর নকবী। সুপ্রিম কোর্টের এই পর্যবেক্ষণ নিয়ে ইমরানের দল ও সরকারি আইনজীবীদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এদিকে পিটিআই চেয়ারম্যান ইমরান তোশাখানা দুর্নীতি মামলার দণ্ড বাতিলের জন্য ইসলামাবাদ হাইকোর্টে আপিল করেছেন। আইনজীবীর মাধ্যমে করা এ আপিলের ওপর গত শুক্রবার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু মামলা দায়ের করা নির্বাচন কমিশনের আইনজীবী উপস্থিত না হওয়ায় শুনানি হয়নি। এ নিয়ে ইমরানের আইনজীবীরা ক্ষোভ প্রকাশ করেন। আদালত অবশ্য আগামীকাল (সোমবার) শুনানির নতুন তারিখ ঠিক করেছেন।

এর আগে সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ তাদের গত ৪ আগস্ট ইসলামাবাদ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ইমরান খানের আপিলটি আমলে নিয়েছে। তোশাখানা মামলা গ্রহণযোগ্যতার যে রায় দায়রা আদালত দিয়েছে সেটি অবৈধ উল্লেখ করেছিলেন ইসলামাবাদ হাইকোর্ট। নিম্ন আদালতকেও নির্দেশ দেওয়া হয়, পিটিআই চেয়ারম্যান মামলা চলমান রাখার বিরুদ্ধে যে আপিল করেছেন, সেটির ব্যাপারে যেন শুনানি করা হয়। কিন্তু মামলাটি অন্য আদালতে স্থানান্তরের আপিলটি প্রত্যাখ্যান করা হয়। অথচ, গত ৫ আগস্ট বিচারক হুমায়ুন দিলাওয়ারের দায়রা আদালত তোশাখানা মামলায় ইমরানকে তিন বছরের কারাদণ্ড দেন।

গত বুধবার এ নিয়ে প্রশ্ন করেন পাকিস্তান সুপ্রিম কোর্ট। সাবেক প্রধানমন্ত্রী এ মামলায় আত্মপক্ষ সমর্থনে সাক্ষী উপস্থাপন করতে চেয়েছিলেন। দায়রা আদালত কেন সেটিকে অগ্রাহ্য করলেন সেই প্রশ্নও করেন সুপ্রিম কোর্ট। তারা জানতে চান, যে সাক্ষ্য ইমরান উপস্থাপন করতে চেয়েছিলেন তা রেকর্ড না করেই কেন দায়রা আদালত তাড়াহুড়ো করে রায় ঘোষণা করলেন। এ ব্যাপারে সুপ্রিম কোর্টের তিন সদস্যের বেঞ্চ সদস্য বিচারক সৈয়দ মাজহার আলী আকবর নকবী বলেছেন, দায়রা আদালত ইসলামাবাদ হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের আদেশ অমান্য করেছেন। বেঞ্চ তাদের পর্যবেক্ষণে জানিয়েছেন, ইসলামাবাদ হাইকোর্ট এ বিষয়ে রায় দেওয়া পর্যন্ত তারা অপেক্ষা করবেন। এরপর প্রয়োজন হলে ব্যবস্থা নেবেন।

প্রসঙ্গত, গত বছরের এপ্রিলের শুরুতে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হন ইমরান। এর পেছনে ইমরান বরাবরই দেশটির সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্রকে দায়ী করে গেছেন। যদিও সেনাবাহিনী ও যুক্তরাষ্ট্র বরাবরই তা অস্বীকার করে আসছে। তবে সম্প্রতি ফাঁস হওয়া এক গোপন নথিতে দেখা গেছে, ইমরানকে ক্ষমতাচ্যুত করতে পেছন থেকে কলকাঠি নেড়েছে যুক্তরাষ্ট্র। দেশটির সংবাদমাধ্যম দ্য ইন্টারসেপ্ট পাকিস্তান সরকারের একটি গোপন নথির বরাতে এ তথ্য ফাঁস করেছে।

এতে বলা হয়, গত বছরের ফেব্রুয়ারিতে যখন রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বাধে তখন নিরপেক্ষ অবস্থান নেন ইমরান খান। এতে ক্ষুব্ধ হয় যুক্তরাষ্ট্র। এরপর ২০২২ সালের ৭ মার্চ যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বৈঠকে পাকিস্তানি রাষ্ট্রদূতকে উদ্বুদ্ধ করে ইমরানকে যেন প্রধানমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হয়। যদি তা করা না হয় তাহলে পাকিস্তানকে বিচ্ছিন্ন করে দেওয়ার হুমকি দেওয়া হয়।

ইমরানকে ক্ষমতাচ্যুত করতে পাকিস্তানি রাষ্ট্রদূত এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালেয়ের কর্মকর্তাদের সেই বৈঠক নিয়ে দেড় বছর ধরে পাকিস্তানে বিভিন্ন বিতর্ক, চিন্তা ও জল্পনা-কল্পনা দেখা গেছে। কারণ এরপর থেকেই সেনাবাহিনী ও অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে ইমরানের দূরত্ব বৃদ্ধি পায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফরিদপুরে দুদকের মামলায় খাদ্য কর্মকর্তা কারাগারে

বগুড়ায় স্ত্রীর মামলায় স্বামীর জেল-জরিমানা

‘ক্ষমতায় এলে নারীদের নামে ফ্যামিলি কার্ড দেবে বিএনপি’

হাওরে নির্মিত অলওয়েদার সড়কে পর্যাপ্ত কালভার্ট রাখা হয়নি : উপদেষ্টা ফরিদা আখতার

মুন্সীগঞ্জের গ্রামে ভয়াবহ আগুন

আহত চবি ছাত্রদের খোঁজ নিতে হাসপাতালে জামায়াত নেতারা

পুলিশ দেখে নদীতে ঝাঁপ দেওয়া ব্যক্তির মরদেহ উদ্ধার

ম্যাজিস্ট্রেটের সামনেই কালোবাজারে ট্রেনের টিকিট বিক্রি, কারাগারে রেলকর্মী

মৌচাষ উন্নয়নে বিসিকের কার্যক্রম নিয়ে সেমিনার

নিশাঙ্কার শতকে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল লঙ্কানরা

১০

সিটির হারের পর রদ্রির হতাশ স্বীকারোক্তি: ‘আমি মেসি নই’

১১

ঝড়ো ফিফটি করেও দলকে জেতাতে পারলেন না সাকিব

১২

টঙ্গীতে ২ থানার ওসি একযোগে বদলি

১৩

তারেক রহমানের নেতৃত্বে গণআকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠা করা সম্ভব : হুমায়ূন কবির

১৪

সোবোশ্লাইয়ের দুর্দান্ত ফ্রি-কিকে আর্সেনালকে হারাল লিভারপুল

১৫

নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি আনোয়ার, সম্পাদক হিলালী

১৬

তারেক রহমানকে ঘিরেই রাজনীতিতে পরিবর্তন আনতে চায় বিএনপি

১৭

চীন থেকে ফিরেই নুরকে দেখতে গেলেন নাহিদ-সারজিসরা

১৮

৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ / বিএনপির অবারিত সুযোগ, আছে চ্যালেঞ্জও

১৯

বিএনপির প্রয়োজনীয়তা

২০
X