বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠন ‘ইউনিভার্সিটি টিচার্স লিংক (ইউটিএল)’ এর ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। ঘোষিত কমিটিতে সম্মতি ছাড়াই নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ তুলেছেন বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক।
তারা হলেন- বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালমা বেগম এবং সমাজকল্যাণ ইনস্টিটিউটের অধ্যাপক নুরুল ইসলাম।
তারা দুজনই ইউটিএলের এমন কার্যক্রমে আপত্তি জানিয়ে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। ইউটিএল জামায়াতপন্থী সংগঠন হিসেবে পরিচিত।
অভিযোগে অধ্যাপক সালমা বেগম ঢাবি সাদা দলের আহ্বায়কের কাছে লেখেন, ‘আমি হঠাৎ একটি তালিকা লক্ষ্য করলাম, যেখানে আমার নাম আছে। কিন্তু এ ব্যাপারে আমি কিছুই জানি না। তাই এ বিষয়ে আপনার সহযোগিতা দরকার। আমার অনুমতি ছাড়া কাজটি ঠিক হয়নি।’
একইভাবে অধ্যাপক নুরুল ইসলাম লেখেন, ‘হঠাৎ একটি তালিকা দেখলাম ইউটিএল নামক এক সংগঠনের সদস্য আমি। এ ব্যাপারে অবহিত নই। এ অবস্থায় আপনার সহযোগিতা কামনা করছি।’
বিষয়টি নিয়ে জানতে চাইলে ঢাবি সাদা দলের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আবদুস সালাম বলেন, সংগঠন করা আমাদের সাংবিধানিক অধিকার। সেই অর্থে জামায়াতপন্থি শিক্ষকগণ ইউটিএল কমিটি করতেই পারেন। গণতন্ত্রমনা সংগঠন হিসেবে সাদা দলের নেতৃবৃন্দ এ ধরনের উদ্যোগকে স্বাগত জানায়। তবে সম্মতি না নিয়ে কোনো ব্যক্তিকে কমিটিতে রাখা অনুচিত।
তিনি আরও বলেন, এরই মধ্যে আমাদের সংগঠনের দুইজন শিক্ষক লিখিতভাবে আপত্তি জানিয়েছেন। বিশ্ববিদ্যালয় শিক্ষক হিসেবে ইউটিএল নেতৃবৃন্দের এমন আচরণ অপ্রত্যাশিত।
বিশ্ববিদ্যালয় শিক্ষক সমাজে বিষয়টি নিয়ে নানামুখী আলোচনা চলছে। অনেকের মতে, সম্মতি ব্যতীত কোনো শিক্ষককে সংগঠনের কমিটিতে অন্তর্ভুক্ত করা নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ এবং বিশ্ববিদ্যালয়ের সহাবস্থানের সংস্কৃতির পরিপন্থি।
মন্তব্য করুন