দৈনিক কালবেলা সাফল্যের ৩য় বর্ষ পূর্তিতে কুষ্টিয়ায় আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ১টায় কুষ্টিয়া শহরের একটি রেস্টুরেন্টের সভাকক্ষে প্রতিষ্ঠা বার্ষিকীর এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেক কাটেন আব্দুর রাজ্জাক বাচ্চু, সভাপতি, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়ন, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন এনামুল হক, কোষাধ্যক্ষ, মাহফুজুর রহমান, দপ্তর সম্পাদক, লিপু খন্দকার, সভাপতি, কুমারখালী প্রেস, সোহাগ মাহমুদ, সাধারণ সম্পাদক, কাজী সাইফুল, কবি ও সাংবাদিক, নাব্বির আল নাফিস, ভারপ্রাপ্ত সম্পাদক, দৈনিক ইন্টারন্যাশনাল, মিরাজুল ইসলাম, ভারপ্রাপ্ত সম্পাদক, সময়ের দিগন্ত, শামীম হাসান খান, জেলা প্রতিনিধি, জাগরণী টিভিসহ জেলা সর্বস্তরের গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, দৈনিক কালবেলার কুষ্টিয়া জেলা প্রতিনিধি তুহিন আহমেদ ও এ সময় কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলা প্রতিনিধি মনোয়ার হোসেন, ভেড়ামারা উপজেলা প্রতিনিধি বুলবুল আহমেদ, নাজমুল ইসলাম দৌলতপুর উপজেলা প্রতিনিধি উপস্থিত ছিলেন।
কালবেলার তিন বছরের সাফল্যের নানান দিক তুলে ধরে বক্তারা বলেন, দুর্নীতি ও অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নিয়ে গণমানুষের কথা তুলে ধরে কালবেলা। জনসাধারণের কথা বলায় পাঠক হৃদয়ে জায়গা করে নিয়েছে দৈনিক কালবেলা। কালবেলা কুষ্টিয়ার ইতিহাস, ঐতিহ্য, শিল্প, সাহিত্য, কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য বিষয় নিয়ে আরও বেশি তুলে ধরে সাফল্যের এ ধারা অব্যাহত রাখবে প্রত্যাশা করেন অতিথিরা।
মন্তব্য করুন