অস্ট্রেলিয়ার তারকা ক্রিকেটোর গ্লেন ম্যাক্সওয়েল। দেশটির জার্সিতে দারুণ পারফরম্যান্স করে আন্তর্জাতিক ক্যারিয়ারে অনেকটাই সফল তিনি। ফ্র্যাঞ্চাইজি লিগেও তার রয়েছে ব্যাপক চাহিদা। অজি এই ক্রিকেটার ক্রিকেটের ‘বিগ থ্রি’ তথা ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের ক্রিকেটারদের সমন্বয়ে নিজের পছন্দের সেরা ওয়ানডে একাদশ বাছাই করেছেন।
নিজের সেই একাদশে ওপেনার হিসেবে ম্যাক্সওয়েল বেছে নিয়েছেন ভারতের রোহিত শর্মা ও তার সাবেক সতীর্থ ডেভিড ওয়ার্নারকে। তাদের নেওয়ার যুক্তি দেখি তিনি বলেন, ‘রোহিত শর্মার রেকর্ড দারুণ। আর ওয়ার্নারের গড় ৪৫, স্ট্রাইক রেট ৯৭, ২২টা শতরান। এই দুইজনই স্পষ্ট পছন্দের ওপেনার। শচীনকেও রাখতে পারতাম। তবে আমি ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন রাখতে চেয়েছি।’
ফক্স ক্রিকেটের নির্দিষ্ট নিয়ম অনুযায়ী একাদশে সর্বোচ্চ পাঁচজন অস্ট্রেলিয়ান খেলোয়াড় রাখতে হবে। আর এই নিয়মের ফাঁদে পড়ে ওয়ার্নারকে বাদ দিতে বাধ্য হন ম্যাক্সওয়েল। তার পরিবর্তে ওপেনার হিসেবে বেছে নেন শচীন টেন্ডুলকারকে। ম্যাক্সওয়েল মজার ছলে বলেন, ‘আমাকে হয়তো ডেভিকে (ওয়ার্নারকে) বাদ দিতেই হবে। ডেভির পরিবর্তে শচীন আসে। সত্যি বলতে, শচীনের রান তিনগুণ বেশি!’
ভারতের ক্রিকেটারদের মধ্যে ম্যাক্সওয়েল তার একাদশে রাখেন প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি, এমএস ধোনি, জাসপ্রিত বুমরাহ ও অনিল কুম্বলেকে। ইংল্যান্ডের কোনো ক্রিকেটারকেই নিজের একাদশে রাখেননি এই অজি ক্রিকেটার। ফলে অ্যান্ড্রু ফ্লিনটফ, জো রুট, বেন স্টোকসদের মতো ক্রিকেটারদের ঠাঁই হয়নি একাদশে।
গ্লেন ম্যাক্সওয়েলের অল-টাইম একাদশ: রোহিত শর্মা, শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি, রিকি পন্টিং, মাইকেল বেভান, এমএস ধোনি, শেন ওয়াটসন, অনিল কুম্বলে, জাসপ্রিত বুমরাহ, গ্লেন ম্যাকগ্রা ও ব্রেট লি।
মন্তব্য করুন