শনিবার, ১৮ অক্টোবর ২০২৫, ২ কার্তিক ১৪৩২
বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫, ১২:৩৪ এএম
অনলাইন সংস্করণ
বরিশালে কালবেলার বর্ষপূর্তি উদযাপন

‘আগামী দিনেও জনগণের কথা বলবে কালবেলা’

কেক কেটে দৈনিক কালবেলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছেন অতিথিরা। ছবি : কালবেলা
কেক কেটে দৈনিক কালবেলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছেন অতিথিরা। ছবি : কালবেলা

বরিশালে বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় পত্রিকাটির বরিশাল অফিসের আয়োজনে বরিশাল প্রেস ক্লাব মিলনায়তনে স্মৃতিচারণ, আলোচনা সভা এবং কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

অনুষ্ঠান ঘিরে রাজনৈতিক, সামাজিক, সামাজিক, সাংস্কৃতিক এবং গণমাধ্যম কর্মীদের মিলন মেলায় পরিণত হয় প্রেস ক্লাব প্রাঙ্গণ। শুরুতে কালবেলার বরিশাল ব্যুরো প্রধান প্রয়াত আরিফিন তুষারের রুহের মাগফেরাত কামনায় দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা শুরু হয়। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

আলোচনা সভায় বক্তব্য রাখেন- বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহীন, মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, বরিশাল প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম খসরু, বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী মেহেরুননেছা বেগম, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, বরিশাল দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলু এবং দৈনিক কালবেলার ব্যুরো প্রধান আরিফিন তুষারের বাবা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ভূইয়া।

এ সময় বক্তারা দৈনিক কালবেলার সাফল্য এবং কালবেলার বরিশাল ব্যুরো প্রধান মরহুম আরিফিন তুষারের স্মৃতিচারণ ও তার রুহের মাগফেরাত কামনা করেন।

বরিশাল দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন বলেন, মরহুম আরিফিন তুষারের স্মৃতি বিজড়িত কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে আরিফিন তুষারকে গভীরভাবে স্মরণ করছি। আমরা কালবেলা পত্রিকার মাধ্যমে সমাজের অসংগতি জানতে পারি।

তিনি আরও বলেন, আমরা রাজনীতিবিদরাও সংবাদপত্রের ওপর নির্ভরশীল। এদের মাধ্যমে আমরা সঠিক তথ্যটি জানতে পারি। অনেক সময় সঠিক তথ্যের অভাবে ভুল বার্তা চলে যায়, এজন্য সবাই খেয়াল রাখবেন বলে আমি প্রত্যাশা করছি।

মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার বলেন, কালবেলা সত্যের কথা বলে, দেশের কথা বলে। বিগত দিনের মতো আগামী দিনেও জনগণের ভোটাধিকারের কথা বলবে কালবেলা, এ প্রত্যাশা করি। আমি কালবেলার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

বরিশাল প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ আমিনুল ইসলাম খসরু বলেন, বর্তমানে সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। এর মধ্যেও কালবেলা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে আসছে। আমি কালবেলা পরিবারের সাফল্য কামনা করছি।

জ্যেষ্ঠ সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ বলেন, সাংবাদিকরা দেশের কল্যাণে কাজ করে। আশা করছি আগামীতে কালবেলা তাদের বস্তুনিষ্ঠতা অব্যাহত রাখবে। দেশ এবং গণতন্ত্রের কথা বলবে।

বরিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী মেহেরুননেছা বেগম বলেন, কালবেলা ব্যতিক্রমী একটি সংবাদপত্র। অল্প দিনেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে কালবেলা। আগামীতেও তারা তাদের এ ধারা অব্যাহত রাখবে বলে আমি প্রত্যাশা করছি।

বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ বলেন, কালবেলা মাল্টিমিডিয়া বিভাগ খুলে অল্প সময়েই এগিয়ে গেছে। সেই সঙ্গে অনলাইনেও তাদের সফলতা রয়েছে। এ দুটি প্লাটফর্মের ন্যায় কালবেলা পত্রিকাটিও আরও ভালো করবে বলে আমরা আশাবাদী।

বরিশাল প্রেস ক্লাবের সাবেক সভাপতি কাজী আল মামুনের সঞ্চালনায় এবং কালবেলার বরিশাল প্রতিনিধি খান রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- প্রয়াত আরিফিন তুষারে মা রজিনা হোসেন, সহধর্মিণী সানজিদা আক্তার, বরিশাল প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি এমএম আমজাদ হোসাইন, বর্তমান সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন, সহ-সভাপতি হুমায়ুন কবির, সহ-সাধারণ সম্পাদক এম মোফাজ্জেল।

বরিশাল জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আযাদ আলাউদ্দিন, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হিরা, বরিশাল ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাওসার হোসেন, সিনিয়র সাংবাদিক সাইফুর রহমান মিরন, কমল সেনগুপ্ত, গোপাল সরকার, কাওসার হোসেন রানা, সুমন চৌধুরী, খান রফিক, আজকের বার্তার সম্পাদক কাজী রাব্বি, সিনিয়র সাংবাদিক জিয়াউদ্দিন বাবু, শাহিন হাসান, শাহিন সুমন, রিপন হাওলাদার।

আলোচনা সভা শেষে কেক কেটে কালবেলার তৃতীয় বর্ষপূর্তি উদযাপন করেন অতিথিরা। এ সময় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, আইনজীবী এবং সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দূরন্ত গতিতে ছুটছে নারায়ণগঞ্জ গ্ল্যাডিয়েটর্স

সিনিয়রদের পথে হাঁটতে ব্যর্থ প্রীতিরা

নিজেদের স্বার্থে হিন্দুদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

পাবনায় কালবেলার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন 

চরফ্যাশনে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নারায়ণগঞ্জে আবু জাফর আহমদের নির্বাচনী প্রচারণা শুরু

গাইবান্ধায় কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ফেনীতে বর্ণাঢ্য আয়োজনে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রাঙামাটিতে প্রতিবন্ধী শিশুদের নিয়ে কালবেলার ৩য় বার্ষিকী উদযাপন

গোপালগঞ্জে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১০

সব ব্যাঙ এক পাল্লায় ওঠানো যাবে না : মির্জা আব্বাস

১১

সাংবাদিক লাঞ্ছনায় প্রতিবাদ সমাবেশ

১২

জুলাই সনদে সই না করার ব্যাখ্যা দিলেন সারোয়ার তুষার

১৩

নোয়াখালীতে বর্ণিল আয়োজনে কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৪

‘জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল কালবেলা’

১৫

নির্বাচন কীভাবে হবে, তা নিয়ে রাজনৈতিক নেতাদের প্রধান উপদেষ্টার আহ্বান

১৬

চাঁপাইনবাবগঞ্জে ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঘরে আগুন ধরিয়ে দিল দুর্বৃত্তরা

১৭

বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সেমিনার অনুষ্ঠিত

১৮

মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে কালবেলার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৯

নারী ক্রিকেটে নতুন ইতিহাস গড়লেন ভারতীয় ব্যাটার

২০
X