মায়ের অসুস্থতার কারণে পরীক্ষার প্রথম দিন কেন্দ্রে দেরিতে পৌঁছে পরীক্ষা দিতে না পারা সেই আনিসা আহমেদের ফলাফল জানা গেছে। চলতি বছরের এইচএসসির প্রকাশিত ফলাফল অনুযায়ী, তিনি ফেল করেছেন। আনিসা বাংলা ও ইসলামের ইতিহাস বিষয়ে অকৃতকার্য হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ঢাকা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম প্রফেসর কামাল উদ্দিন হায়দার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, এদিন সকাল ১০টায় একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষার অনলাইন ও স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানে ফল প্রকাশ করা হয়। এবার ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৫৮ দশমিক ৮৩ শতাংশ।
গত ২৬ জুন এইচএসসি পরীক্ষা শুরুর প্রথম দিন সকালে মায়ের অসুস্থতার কারণে পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে দেরি হয় আনিসার। সময় পেরিয়ে যাওয়ায় তাকে কেন্দ্রে প্রবেশ করতে দেননি দায়িত্বরতরা। ওই পরীক্ষাকেন্দ্র ছিল রাজধানীর সরকারি মিরপুর বাংলা কলেজ। গেটের সামনে কান্নায় ভেঙে পড়েছিলেন আনিসা। চোখের পানি আর আকুতিতে কেঁপে উঠেছিল সোশ্যাল মিডিয়া।
ঘটনাটি মুহূর্তেই ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। দেশজুড়ে শুরু হয় আলোচনা—‘আইন কি মানবিকতার ঊর্ধ্বে?’ নেটিজেনরা একবাক্যে বলেছিলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে হলেও মেয়েটিকে পরীক্ষা দিতে দেওয়া উচিত ছিল।
বিষয়টি তখন অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে শিক্ষা উপদেষ্টার বরাতে জানানো হয়, ‘পরীক্ষা দিতে না পারা আনিসার বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হচ্ছে।’
মন্তব্য করুন