ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুরে ডুবে যাওয়ার সময় দুই শিক্ষার্থীকে উদ্ধার করেছেন এক সিনিয়র। পরে তাদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটেছে।
উদ্ধারকৃত দুই শিক্ষার্থী হলেন— ফার্মেসি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শাহজাদা ইসলাম শান্ত ও মাহদী হাসান। উদ্ধারকারী সৌরভ একই বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
জানা যায়, সকালে বিশ্ববিদ্যালয়ের ফুটবল মাঠে ফার্মেসি বিভাগের বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ফুটবল খেলছিলেন। খেলা শেষে শাহ আজিজুর রহমান হল সংলগ্ন পুকুরে গোসল করতে যান তারা। এ সময় তাদের সঙ্গে শাহজাদা ইসলাম শান্ত ও মাহদী হাসান পুকুরে গোসল করতে নামেন। একপর্যায়ে সাঁতার কেটে পুকুরের একপাশ থেকে অন্যপাশে যাওয়ার সময় মাঝখানে গিয়ে ডুবে যাচ্ছিলেন শান্ত।
তাকে এ অবস্থায় দেখে উদ্ধার করতে আসেন মাহদী। শান্তকে টেনে পাড়ের দিকে আনার চেষ্টা করলে তিনও ডুবে যাওয়ার উপক্রম হন। এরপর একই বিভাগের ২০২৩-২৪ বর্ষের শিক্ষার্থী সৌরভ পুকুরের মাঝখানে গিয়ে তাদের পাড়ের দিকে নিয়ে আসেন। পরে তাদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান শিক্ষার্থীরা।
এ বিষয়ে সৌরভ বলেন, দুজন জুনিয়র গোসল করতে পুকুরে নামে। পুকুরের মাঝখান পার হলে একজন ডুবতে থাকে। অপরজন তাকে বাঁচানোর জন্য ধরতে গেলে তার পা টেনে সেও নিচের দিকে ডুবতে থাকে। এ সময় আমরা এ পাশ থেকে ফুটবল নিক্ষেপ করি। তবুও তাদের উদ্ধার করা সম্ভব হচ্ছিল না। এ সময় আমি তাদের উদ্ধারের জন্য নেমে পড়ি। পরে ফুটবলের সহায়তায় কষ্ট করে তাদের টেনে পাড়ে নিয়ে আসি।
কর্তব্যরত চিকিৎসক বলেন, ওরা এখানে আসার পর আমরা পালস, পিপি ও অক্সিজেন সার্কুলেশন দেখলাম। সবকিছু স্বাভাবিক আছে। তবে একজনের প্রেশার উপরেরটা একটু হাই। এ কারণে আমরা ওকে স্যালাইন দিয়েছি। বিশ্রামে রাখা হয়েছে।
এ বিষয়ে সহকারী প্রক্টর খায়রুল ইসলাম কালবেলাকে বলেন, ঘটনা শোনার পরপরই আমরা চিকিৎসাকেন্দ্রে আসি। প্রাথমিকভাবে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়া হয়েছে। সবকিছুই স্বাভাবিক আছে। এরপরেও যদি কোনো চেকআপ বা কোনো কিছু প্রয়োজন হয় আমরা সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করবো।
উল্লেখ, এর আগে গত ১৭ জুলাই শাহ আজিজুর রহমান হল পুকুর থেকে আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ২০২১-২২ বর্ষের শিক্ষার্থী সাজিদের লাশ উদ্ধার করা হয়। ভিসেরা রিপোর্ট অনুযায়ী সাজিদকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। সাজিদ হত্যার তদন্তের স্বার্থে পুকুরে গোসল করা নিষিদ্ধ করে কর্তৃপক্ষ।
মন্তব্য করুন