বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ ও বাস্তবায়নের দাবিতে ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে বাংলাদেশ বেসরকারি প্রাথমিক শিক্ষক সমিতি। গতকাল সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করে এ আলটিমেটাম দেন প্রাথমিক শিক্ষক নেতারা। সংগঠনের সভাপতি বদরুল আমিন সরকারের (ফরহাদ) ও মহাসচিব ফরিদুল ইসলাম এ কর্মসূচির নেতৃত্ব দেন।
সংগঠনটির পক্ষ থেকে লিখিত বক্তব্যে বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যুদ্ধবিধ্বস্ত দেশে প্রাথমিক শিক্ষার ভিত্তি মজবুত করতে ১৯৭৩ সালের ১ জুলাই ঐতিহাসিক ঘোষণায় প্রথমে ৩২ হাজার ও পরে বাদ পড়া আরও ৪ হাজার ৩২৩টি প্রাথমিক বিদ্যালয় ও কর্মরত শিক্ষকদের জাতীয়করণের ঘোষণা দেন। দীর্ঘ ৪০ বছর অতিবাহিত হওয়ার পর তার উত্তরসূরি শেখ হাসিনা ২০১৩ সালের ৯ জানুয়ারি ঐতিহাসিক ঘোষণায় ২৬ হাজার ১৯৩টি প্রাথমিক বিদ্যালয় ও কর্মরত শিক্ষকদেরকে জাতীয়করণের ঘোষণা দিয়ে বাবার মতো আরেকটি ইতিহাস রচনা করেন। কিন্তু দুঃখের বিষয়, জাতীয়করণকালীন যে পরিসংখ্যান করা হয়েছিল, তা সঠিক না হওয়ায় আরও জাতীয়করণযোগ্য উপজেলা, জেলা থেকে যাচাই-বাছাইকৃত ২০১২ সালের ২৭ মে আগের আবেদিত সব বিদ্যালের জাতীয়করণের আওতায় আনা হয়নি। আমরা বিশ্বাস করি, ওইসব বেসরকারি প্রাথমিক বিদ্যালয় অবিলম্বে জাতীয়করণ করা হবে। অবিলম্বে অবশিষ্ট বেসরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো জাতীয়করণ ও কর্মরত শিক্ষকদের সরকারীকরণের সুস্পষ্ট নির্দেশনা চাই।
মন্তব্য করুন