

পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি নৌযানে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। নৌযানটি মাদক পাচারের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হয়। খবর সিএনএনের।
শুক্রবারের (২৩ জানুয়ারি) এ হামলায় দুজন নিহত হয়েছেন। একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড জানিয়েছে, ‘জয়েন্ট টাস্কফোর্স সাউদার্ন স্পিয়ার’ এই অভিযান চালায়।
হামলার পর মার্কিন কোস্টগার্ড ঘটনাস্থলে গিয়ে বেঁচে যাওয়া ব্যক্তিকে উদ্ধারের কাজ শুরু করে।
মাদক পাচার ঠেকাতে চালু করা অভিযানে এ পর্যন্ত ১১৭ জন নিহত হয়েছে।
মার্কিন কর্মকর্তারা বলেন, এটি মাদকবিরোধী অভিযান। তবে বিশ্লেষকদের মতে, এর পেছনে ভেনেজুয়েলার সরকারকে চাপ দেওয়ার উদ্দেশ্যও রয়েছে।
মন্তব্য করুন