চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০৯:২৭ পিএম
অনলাইন সংস্করণ

হোটেল রেডিসন ব্লুতে তারেক রহমানের গাড়িবহর

গাড়িতে বসে হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান তারেক রহমান। ছবি : কালবেলা
গাড়িতে বসে হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান তারেক রহমান। ছবি : কালবেলা

চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে প্রবেশ করেছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহর। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত জনসভায় অংশ নিতে শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে বিমানযোগে চট্টগ্রাম পৌঁছান তিনি।

চট্টগ্রাম বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনসহ অন্য নেতাকর্মীরা। পরে হোটেল রেডিসন ব্লুর উদ্দেশ্যে বাসে উঠে রওয়ানা হন তিনি। তাকে দেখার জন্য বিমানবন্দর এবং বিমানবন্দর সড়কে দলীয় নেতাকর্মীরা অবস্থান নেন। এ সময় তারেক রহমান হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান।

শনিবার রাত পৌনে ৮টার দিকে তারেক রহমানের গাড়িবহর বিমানবন্দর সড়ক ধরে শহীদ ওয়াসিম আক্রাম ফ্লাইওভারের পথ ধরেন। এ সময় তার গাড়ি বহরের সামনে সিএসএফসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর গাড়ি ছিল।

বিএনপি চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব নাজিমুর রহমান বলেন, বিমানবন্দর থেকে তিনি (তারেক রহমান) হোটেল রেডিসন ব্লুতে যাচ্ছেন। রাতে সেখানে তিনি অবস্থান করবেন।

চট্টগ্রামে নির্বাচনী মহাসমাবেশে যোগ দিতে শনিবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। এর আগে বিকেল ৫টা ৪৯ মিনিটের দিকে তিনি গুলশানের ১৯৬ নম্বর বাসভবন থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। এরপর সন্ধ্যা সোয়া ৭টার দিকে বিমানযোগে চট্টগ্রাম পৌঁছান তিনি।

দলীয় সূত্র জানা গেছে, তারেক রহমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটযোগে চট্টগ্রামে যান। রোববার (২৫ জানুয়ারি) সেখানে তিনি দলের নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন।

ঘোষিত সফরসূচি অনুযায়ী, শনিবার সন্ধ্যায় আকাশপথে চট্টগ্রামে পৌঁছে রাতে সেখানে অবস্থান করবেন তারেক রহমান। রোববার বেলা সাড়ে ১১টায় পলোগ্রাউন্ড মাঠে জনসভায় বক্তব্য দেওয়ার পর বিকেলে চট্টগ্রাম ছাড়বেন তিনি।

এরপর বিকেল ৪টায় ফেনীর পাইলট স্কুল মাঠে, বিকেল সাড়ে ৫টায় কুমিল্লার চৌদ্দগ্রাম হাইস্কুল মাঠে এবং সন্ধ্যা ৭টায় সুয়াগাজীর ডিগবাজির মাঠে পর্যায়ক্রমে জনসভায় অংশ নেবেন। একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় দাউদকান্দির কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আরেকটি সমাবেশে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান।

ঢাকায় ফেরার পথে রাত সাড়ে ১১টায় নারায়ণগঞ্জের কাঁচপুর বালুর মাঠে শেষ জনসভায় অংশ নিয়ে গভীর রাতে গুলশানে নিজ বাসভবনে ফিরবেন তিনি।

এদিকে পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লু এবং এর আশপাশ এলাকা নিয়ন্ত্রণে নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কিছুক্ষণের জন্য চলাচলও সীমিত করা হয়।

কোতোয়ালি থানার ওসি আফতাব উদ্দিন কালবেলাকে বলেন, রেডিসন ব্লু হোটেলে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। সাধারণ মানুষের চলাচলে শিথিলতা আনা হয়েছে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রেডিসন ব্লুতে রাত্রিযাপন করবেন। এখানে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ সদস্যরা রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরাও এক আসন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

গভীর রাতে বিসিবি সভাপতি বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন!

ডাকসু নিয়ে বিতর্কিত বক্তব্য : দুঃখ প্রকাশ সেই জামায়াত নেতার

আর্সেনালকে হারিয়ে প্রিমিয়ার লিগ জমিয়ে তুলল ম্যানইউ

তৌহিদ হোসেন ও ইসহাক দারের ফোনালাপ

ইয়ামালের অসাধারণ গোলে আবারও লা লিগার শীর্ষে বার্সা

ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রীকে হত্যা করা হয়েছে, দাবি তার ভাইয়ের

কিশোরদের কানে ধরে ওঠবস বিতর্ক, ব্যাখ্যা দিলেন ডাকসুর সর্বমিত্র

বাগেরহাটের ডিসি-এসপিকে ফোন করে হুমকি

বিএনপির জনসভার ১৮টি মাইক, ৫ কয়েল তার চুরি

১০

দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতি : রিজভী

১১

সিরাজগঞ্জে বুদ্ধিস্ট ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

১২

তারেক রহমানই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে পারবেন :  সালাম

১৩

খালেদা জিয়ার মৃত্যুতে ঢামেকে শোক বই, উদ্বোধন করলেন ড্যাব সভাপতি 

১৪

শাকিবের গ্রিন কার্ড পাওয়ার ‘গোপন’ খবর ফাঁস করলেন অমিত হাসান

১৫

ইসিকে নিরপেক্ষতা ও স্বচ্ছ ভোট গণনা নিশ্চিত করতে হবে : রবিউল

১৬

ঢাবির মাঠে খেলতে আসায় কানে ধরালেন ডাকসুর সর্বমিত্র

১৭

সোমবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৮

তারেক রহমানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই : মঈন খান

১৯

মাদুরোকে গ্রেপ্তারে মার্কিন অভিযানের চাঞ্চল্যকর তথ্য ফাঁস

২০
X