

পাকিস্তানে একটি বিয়ের অনুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলা হয়েছে। এতে অন্তত সাতজন নিহত হয়েছেন। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে এ ঘটনা ঘটেছে।
শনিবার (২৪ জানুয়ারি) পুলিশের বরাতে আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় শুক্রবার রাতে এই হামলা হয়েছে। স্থানীয় পুলিশ কর্মকর্তা মুহাম্মদ আদনান জানান, একটি শান্তি কমিটির সদস্যদের ব্যবহৃত ভবনে বিয়ের অনুষ্ঠান চলাকালে আত্মঘাতী হামলাকারী বিস্ফোরণ ঘটায়।
তিনি বলেন, হামলার দিন শুক্রবার তিনজন নিহত হন। আহতদের মধ্যে চারজন পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শান্তি কমিটিগুলো স্থানীয় বাসিন্দা ও বয়োজ্যেষ্ঠদের নিয়ে গঠিত হয়ে থাকে। এটি আফগানিস্তান সীমান্তবর্তী অঞ্চলে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ে পাকিস্তান সরকারের সহযোগিতায় কাজ করে আসছে।
পাকিস্তানের সেনাবাহিনী আফগানিস্তান সীমান্তবর্তী এলাকায় সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে বড় ধরনের অভিযানের প্রস্তুতিকালে এ হামলা হয়েছে। অঞ্চলটিতে এরই মধ্যে তীব্র শীতের মধ্যেও ওই অঞ্চল থেকে কয়েক দশক হাজার মানুষকে ঘরবাড়ি ছাড়তে বাধ্য করা হয়েছে।
আলজাজিরা জানিয়েছে, এখন পর্যন্ত কোনো গোষ্ঠী হামলার দায় স্বীকার করেনি। তবে সন্দেহের তীর পড়ছে পাকিস্তানি তালেবান বা তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) দিকে। কেননা গোষ্ঠীটি সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে একাধিক হামলা চালিয়েছে।
টিটিপি শান্তি কমিটির সদস্যদের ‘বিশ্বাসঘাতক’ হিসেবে আখ্যা দিয়ে থাকে। সংগঠনটির লক্ষ্য পাকিস্তানের বর্তমান রাষ্ট্রব্যবস্থা বাতিল করে তাদের নিজস্ব ব্যাখ্যায় কঠোর ইসলামি আইন প্রতিষ্ঠা করা।
২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতায় ফেরার পর টিটিপি আরও শক্তিশালী হয়ে ওঠে। যুক্তরাষ্ট্র ও ন্যাটো বাহিনী ২০ বছরের যুদ্ধ শেষে আফগানিস্তান ত্যাগ করার পর টিটিপির বহু নেতা ও যোদ্ধা সেখানে আশ্রয় নিয়েছে। ইসলামাবাদের অভিযোগ, তালেবান টিটিপিকে আফগান ভূখণ্ড থেকে হামলার পরিকল্পনা করতে দিচ্ছে। তবে কাবুল এ অভিযোগ অস্বীকার করে বলেছে, টিটিপির তৎপরতা পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা।
মন্তব্য করুন