মহিন উদ্দিন রিপন, টঙ্গী থেকে
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৩:৩৩ এএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:৪১ এএম
প্রিন্ট সংস্করণ

বয়ানের মধ্য দিয়ে শুরু ইজতেমার দ্বিতীয় পর্ব

বয়ানের মধ্য দিয়ে শুরু ইজতেমার দ্বিতীয় পর্ব

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মূল আনুষ্ঠানিকতা আজ শুক্রবার শুরু হওয়ার কথা থাকলেও এর এক দিন আগে বৃহস্পতিবার জোহরের পর বয়ানের মাধ্যমে শুরু হয়েছে। গতকাল পাকিস্তানের মাওলানা হারুনের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় মাওলানা সা’দ কান্ধলভীর অনুসারীদের ইজতেমা।

বিষয়টি নিশ্চিত করে ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়ক সায়েম বলেন, বৃহস্পতিবার আছরের পর তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বি ওয়াসিফুল ইসলাম ও মাগরিবের পর বয়ান করেন ভারতের মাওলানা আব্দুস সাত্তার।

আজ বিশ্ব ইজতেমার ময়দানে দেশের বৃহত্তর জুমার জামাত অনুষ্ঠিত হবে। এর আগে জুমার ফজিলাত নিয়ে বয়াস করবেন মাওলানা মনির বিন ইউসুফ সাহেব। এতে ইমামতি করবেন মাওলানা ইউসুফ বিন সা’দ। পরে আরবিতে বয়ান করবেন শেখ মোফলে, বাংলা তরজমা করবেন মাওলানা শেখ আব্দুল্লাহ মনসুর, আছরের পর বাংলায় বয়ান করবেন মাওলানা মোশাররফ সাহেব, বাদ মাগরিব ভারতের মাওলানা ইউসুফ বিন সাদ, বাংলা তরজমা করবেন মাওলানা জিয়া বিন কাশেম।

এ পর্বে অংশ নিতে বুধবার রাত থেকে ইজতেমা ময়দানে আসতে শুরু করেছেন মুসল্লিরা। দেশের ৬৪টি জেলার মুসল্লিরা তাদের জন্য নির্ধারিত খিত্তায় অবস্থান নিয়ে ইবাদত-বন্দেগিতে মশগুল রয়েছেন।

ইজতেমার দ্বিতীয় পর্বে শতাধিক দেশের ১০ থেকে ১২ হাজার বিদেশি মেহমান আখেরি মোনাজাতে অংশ নেবেন বলে জানিয়েছেন আয়োজক কমিটির শীর্ষ মুরুব্বিরা। দেশি-বিদেশি ইসলামী চিন্তাবিদ ও আলেমরা ইসলাম সম্পর্কে বিভিন্ন দিকনির্দেশনামূলক মূল্যবান বয়ান রাখছেন। এ ছাড়া যৌতুকবিহীন বিয়ের মতো আনুষ্ঠানিকতা থাকছে দ্বিতীয় পর্বে।

নিরাপত্তা জোরদার: গতকাল দুপুরে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহাবুব আলম বলেন, বিশ্ব ইজতেমায় আইনশৃঙ্খলা অবনতির আশঙ্কা নেই। সব পক্ষের সঙ্গে আমাদের কথা হয়েছে। আশা করি শান্তিপূর্ণভাবে ইজতেমা সম্পন্ন হবে। প্রথম পর্বের মতো দ্বিতীয় পর্বে জিএমপির পক্ষ থেকে ৬ হাজার পুলিশ মোতায়েন থাকবে। পাশাপাশি র্যাব, ট্যুরিস্ট পুলিশ, এপিবিএন, নৌ পুলিশ মোতায়েন আছে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, মাওলানা সাদ আসবেন কি না, সে বিষয়ে কোনো তথ্য নেই আমার কাছে।

গতকাল দুপুরে ইজতেমা ময়দান পরিদর্শন করেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। এ সময় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ কক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

দ্বিতীয় পর্বে বিদেশি মেহমান: বিদেশি মুসল্লিদের জন্য বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। সিসি ক্যামেরায় বিদেশিদের প্রতিটি খিত্তা পর্যবেক্ষণ করা হচ্ছে। গতকাল বিকেল পর্যন্ত ৫৩ দেশের ৩ হাজারের বেশি বিদেশি মুসল্লি ময়দানে অবস্থান করছেন।

দ্বিতীয় পর্বে পাঁচ মুসল্লির মৃত্যু: গতকাল পর্যন্ত দ্বিতীয় পর্বে পাঁচ মুসল্লির মৃত্যু হয়েছে। তারা হলেন শেরপুর সদরের আবুল কালাম, নেত্রকোনার কেন্দুয়ার কুতুবপুর গ্রামের আব্দুল হেলিম, দিনাজপুরের শিবনগরের মোহাম্মদ জহির উদ্দিন। অপর দুজনের পরিচয় পাওয়া যায়নি। তারা সবাই বার্ধক্যজনিত কারণে মারা গেছেন।

ফ্রি মেডিকেল ক্যাম্প: টঙ্গীর অলিম্পিয়া স্কুল মাঠ এলাকায় মুসল্লিদের জন্য হামদর্দ, গাজীপুর সিটি করপোরেশন, গাজীপুর সিভিল সার্জন, ইসলামিক ফাউন্ডেশন, বাংলাদেশ আয়ুর্বেদিক ইউনানি হারবাল মেডিকেল সোসাইটি, যমুনা ব্যাংক ফাউন্ডেশন, শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানের মেডিকেল ক্যাম্প বৃহস্পতিবার থেকে কার্যক্রম শুরু করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাথর উদ্ধারে যৌথ বাহিনীর বিশেষ অভিযান

নাটকীয় কামব্যাকের পর টাইব্রেকারে পিএসজির সুপার কাপ জয়

জন্মাষ্টমী : সাংবাদিকদের সাথে পূজা পরিষদের মতবিনিময় বৃহস্পতিবার

রাহুল গান্ধীকে হত্যার হুমকি

সাদা পাথর উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান শুরু

বড় ধরনের পরিবর্তন আসছে উয়েফা সুপার কাপে

স্বর্ণ পাচারে জড়িত সেই কেবিন ক্রু রুদাবা সাসপেন্ড

ইতালি উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে ২৬ জনের মৃত্যু

অফিসে হঠাৎ অসুস্থ বোধ করলে কী করবেন 

ব্যাটারিচালিত অটোরিকশা চালককে গুলির পর কুপিয়ে হত্যা

১০

হাজার কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস 

১১

চৌকি কোর্টে অভিযোগের হেল্পলাইন চালু

১২

রিমান্ড শেষে কারাগারে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক

১৩

আ.লীগ পালিয়েছে ভারতে, আপনাদের পালাতে হবে পাকিস্তানে : টিপু

১৪

গণপিটুনিতে নিহতের ঘটনায় দুই কর্মকর্তাসহ ৮ পুলিশ সদস্য বরখাস্ত

১৫

জামিন পেলেন বিএনপির ১৩ নেতাকর্মী

১৬

বাংলাদেশে নিজের বিচার নিয়ে টিউলিপের প্রতিক্রিয়া

১৭

সেনাপ্রধানের নামে সামাজিক মাধ্যমে ভুয়া অ্যাকাউন্ট, আইএসপিআরের সতর্কবার্তা

১৮

সাদা পাথর বাঁচাতে ৫ দফা সিদ্ধান্ত প্রশাসনের

১৯

যুক্তরাষ্ট্রে বার্সা-ভিয়ারিয়ালের ম্যাচ নিয়ে রিয়াল মাদ্রিদের আপত্তি

২০
X