কালবেলা প্রতিবেদক 8
প্রকাশ : ২০ জুলাই ২০২৩, ১২:০০ এএম
আপডেট : ২৭ অক্টোবর ২০২৪, ০৪:৩৮ পিএম
প্রিন্ট সংস্করণ

মন্ত্রীর কথায় সন্তুষ্ট নন শিক্ষকরা আন্দোলন চলবে

মন্ত্রীর কথায় সন্তুষ্ট নন শিক্ষকরা আন্দোলন চলবে

বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ) বলেছে, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে বৈঠকে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের সুনির্দিষ্ট ঘোষণা না পাওয়ায় তারা আন্দোলন চালিয়ে যাবেন। গতকাল বুধবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বিটিএর সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেখ কাওছার আহমেদ এ ঘোষণা দেন। এ সময় তিনি দাবি আদায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ কামনা করেন। বলেন, যতই পুলিশি নির্যাতন হোক, রক্ত ঝরুক, আমরা রাজপথ ছেড়ে যাব না। প্রধানমন্ত্রী সময় না দেওয়া পর্যন্ত রাজপথে থাকব।

গতকাল বিকেল ৩টা থেকে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে বৈঠক করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। দেড় ঘণ্টার বৈঠকে শিক্ষামন্ত্রী তাদের দাবির বিষয়ে শুনলেও নির্বাচনের আগে জাতীয়করণ সম্ভব নয় বলে জানান।

বৈঠক শেষে শিক্ষামন্ত্রী বলেন, জাতীয়করণের বিষয়টি বিবেচনার জন্য বিশেষজ্ঞদের সমন্বয়ে দুটি কমিটি গঠন করা হবে। আগস্টের শেষদিকে এসব কমিটি গঠন করা হবে। এ সময় তিনি শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ছুটি বাতিল ঘোষণা করেন।

মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সেগুনবাগিচায় সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আরেকটি বৈঠক করেন বিটিএর কেন্দ্রীয় নেতারা। সেখানে আন্দোলন চলমান রাখার সিদ্ধান্ত হয়। এরপর জাতীয় প্রেস ক্লাবের সামনে বিটিএ সাধারণ সম্পাদক শেখ কাওছার আহমেদ বলেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে স্বাধীনতা শিক্ষক পরিষদের নেতারা বলেছেন, আন্দোলনকারী শিক্ষকরা স্বাধীনতাবিরোধী। আমরা এই মন্তব্যের তীব্র ধিক্কার জানাই। তবে শিক্ষকদের দাবির বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার জন্য তিনি শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ জানান।

শেখ কাওছার আরও বলেন, বিশেষজ্ঞদের সমন্বয়ে যে কমিটি গঠন করা হবে তাতে শিক্ষক প্রতিনিধিদের রাখার প্রস্তাব করেছিলাম। কিন্তু শিক্ষামন্ত্রী রাজি হননি। আন্দোলনের কারণে প্রতিষ্ঠান বন্ধ থাকায় তিনি গ্রীষ্মের ছুটি বাতিল করেছেন।

প্রসঙ্গত, জাতীয় প্রেস ক্লাবের সামনে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে গত ১১ জুলাই শুরু হওয়া আন্দোলন গতকাল গড়িয়েছে নবম দিনে। এই আন্দোলনে অংশ নিয়েছেন সারা দেশ থেকে আগত বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। গত রোববার থেকে শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষকরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যারা মাইনাস ফোরের কথা বলছেন তারা স্বৈরাচারের দোসর : প্রেস সচিব

সহজ সমীকরণ মিললেই বিশ্বকাপের ফাইনালে ব্রাজিল-আর্জেন্টিনা!

এক জেলার ২৪৩ শিক্ষাপ্রতিষ্ঠানের সব শিক্ষককে শোকজ

আইইউবিএটি ক্যারিয়ার ফেস্টিভ্যাল ২০২৫-এ অংশ নিচ্ছে দেশি-বিদেশি ১৩০ প্রতিষ্ঠান

জবিতে সম্পূরক বৃত্তির দাবিতে কর্মসূচি ঘোষণা ‎ ‎

লিবিয়া থেকে দেশে ফিরলেন ৩১০ বাংলাদেশি

দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

এনসিপির অস্থায়ী কার্যালয়ে বৈষম্যবিরোধীদের তালা

খালেদা জিয়ার আরোগ্য কামনায় ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ প্রার্থনা

কড়াইল বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত মসজিদে তারেক রহমানের সহায়তা 

১০

আন্দোলনে নেতৃত্ব দেওয়া পটুয়াখালীর ৪ শিক্ষককে বরগুনায় বদলি

১১

ভূমিকম্প থেকে আত্মরক্ষার দোয়া ও করণীয় আমল

১২

খালেদা জিয়ার লন্ডন যাওয়া নিয়ে স্পষ্ট বার্তা মির্জা ফখরুলের

১৩

ধানমন্ডিতে বাবার বাসা মাহবুব ভবনে গেলেন জুবাইদা রহমান

১৪

ব্রাজিলের ক্লাবের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ, খেলা দেখবেন যেভাবে

১৫

জবির প্রতিষ্ঠাতা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া

১৬

ববি ছাত্রদলের তিনটি পদে নির্বাচন শনিবার, লড়বেন ১০ প্রার্থী

১৭

মৃত্যুর ফেরেশতা কি প্রাণীদেরও রুহ কবজ করেন? জানুন

১৮

মানবাধিকার প্রতিষ্ঠা করা হবে আমাদের শপথ : সালাউদ্দিন আহমদ

১৯

শ্রীলঙ্কা সফরে যাচ্ছে পাকিস্তান, সূচি ঘোষণা

২০
X