

মওলানা আবদুল হামিদ খান ভাসানীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে গণভোটকে ‘হ্যাঁ’ বলার আহ্বান জানিয়েছেন গণতন্ত্র মঞ্চভুক্ত ভাসানী জনশক্তি পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে মওলানা ভাসানীর ৫৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ভাসানী জনশক্তি পার্টির উদ্যোগে এক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে দেশবাসীর প্রতি এই আহ্বান জানান তিনি।
রফিকুল ইসলাম বাবলু বলেন, মওলানার মৃত্যুর ৪৯ বছরেও তার কাঙ্ক্ষিত বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়নি। জাতীয় ঐকমত্য কমিশনে আমরা যে সংস্কার প্রস্তাব তৈরি ও স্বাক্ষর করেছি, তা বাস্তবায়নে আগামী জাতীয় নির্বাচনে গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত করতেই হবে। গণভোটে ‘হ্যাঁ’ জয়যুক্ত হলে মওলানা ভাসানীর কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়া সম্ভব হবে। স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে হলে মওলানার আদর্শ ধারণ করতে হবে। রাজনীতিবিদদের উচিত মওলানার জীবন এবং দর্শনকে ভালোভাবে স্টাডি করা, যুবসমাজের মাঝে মওলানা ভাসানীর আদর্শ ও চিন্তা-চেতনাকে উপস্থাপন করা।
প্রধান অতিথির বক্তব্যে বিশিষ্ট অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ বলেন, স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা মওলানা ভাসানী আজীবন সাম্রাজ্যবাদবিরোধী লড়াই-সংগ্রামের অবিসংবাদিত নেতা ছিলেন। তিনি রাজনীতির ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণের ক্ষমতা রাখতেন; কৃষক-শ্রমিক-মেহনতি মানুষের পক্ষে কথা বলেছেন। তিনি নেতাদের নেতা ছিলেন। নিজে কখনো রাষ্ট্রীয় ক্ষমতা গ্রহণ করেননি, কিন্তু ক্ষমতার নিয়ন্ত্রক ছিলেন। শেখ মুজিবুর রহমান, কাজী জাফর আহমদ, মশিউর রহমান যাদু মিয়াসহ যাদেরকে নেতা বানিয়েছিলেন, তাদের অনেকেই বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করেছেন।
বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদের সদস্য সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, মওলানা ভাসানী ছিলেন বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা। মওলানার হাতেগড়া নেতা শেখ মুজিবুর রহমান মওলানা ভাসানীকে যথাযোগ্য মর্যাদা দিতে ব্যর্থতার পরিচয় দেন।
ভাসানী জনশক্তি পার্টির মহাসচিব আবু ইউসুফ সেলিমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা নজমুল হক নান্নু, ভাসানী জনশক্তি পার্টির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী, বাবুল বিশ্বাস, বিলকিস খন্দকার, মোহাম্মদ আরিফুল ইসলাম, মোশারফ হোসেন, যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ, প্রচার সম্পাদক মেহেদী হাসান তপন, রিকশা ভ্যান শ্রমিক পার্টির সভাপতি রতন দেওয়ান, ভাসানী নারী মুক্তি পার্টির সদস্য সচিব শাহানা বেগম, বংশাল থানা শাখার সভাপতি ইমরুল হাসান ওয়াসিম প্রমুখ।
মন্তব্য করুন