

ঢাকা-৭ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হাজী এনায়েত উল্লাহর নির্বাচনী সমাবেশ থেকে অস্ত্রসহ ২ জনকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে জামায়াতের চকবাজার থানার আমির আনিসুর রহমান কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে আটকদের নাম-পরিচয় জানা যায়নি। বর্তমানে তারা চকবাজার থানা হেফাজতে রয়েছে।
দলীয় সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার হাফেজ এনায়েত উল্লাহর নির্বাচনি সমাবেশ থেকে অস্ত্রসহ ওই দুজনকে আটক করা হয়। এ বিষয়ে পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে ব্রিফিং করা হবে।
এ বিষয়ে জামায়াতের চকবাজার থানার আনিসুর রহমান বলেন, ‘আটককৃত ২ জনের মধ্যে একজনের গায়ে আওয়ামী লীগের একটি দলীয় টি-শার্ট রয়েছে এবং আরেকজন পাঞ্জাবি পরিহিত অবস্থায় রয়েছেন।’
মন্তব্য করুন